
জাতির জনক শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে তৈরি হচ্ছে সরকারি অনুদানের ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নূরে আলম।
ছবির জন্য গান গাইলেন চ্যানেল আই সেরাকণ্ঠ শেখ ফারজানা তাসনিম সুমনা। এই গানের মধ্য দিয়ে প্লেব্যাকে অভিষেক হচ্ছে সুমনার। গানটির সুর ও সুগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন আহমেদ ইউসুফ সাবের।
ইমন সাহা এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই অনলাইনে নিজস্ব তত্ত্বাবধানে গানটির রেকর্ডিং করেন ইমন। ৮ সেপ্টেম্বর ঢাকায় শিল্পী বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানের ভয়েজ দেন সুমনা।
ইমন সাহা বলেন, ‘সম্প্রতি সুমনার জন্য একটি গান করেন শিল্পী কুমার বিশ্বজিৎ। সুমনার গায়কী শুনে কুমার বিশ্বজিৎ গানটি আমাকে পাঠান। গানটি শুনেই আমার মনে হয়, ‘“রাসেলের জন্য অপেক্ষা” ছবিতে সুমনাকে দিয়ে গাওয়ানো যায়। তাঁর সঙ্গে যোগাযোগ করে গানটি তৈরি করি। যতটা আশা করেছিলাম, তারচেয়েও ভালো গেয়েছেন সুমনা।’
নিজের প্রথম প্লেব্যাক প্রসঙ্গে সুমনা বলেন, ‘আমি চাইছিলাম, এমন একটা গান দিয়ে চলচ্চিত্রের গানে আমার অভিষেক হোক যে গানটি স্মরণীয় হয়ে থাকবে। সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি ভীষণ খুশি। এ জন্য আমি শিল্পী কুমার বিশ্বজিৎ ও ইমন সাহা দুজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তাদের চেষ্টাতেই আমার স্বপ্ন পূরণ হলো। গানটি শিশুকণ্ঠে গাইতে হয়েছে। সাধ্যমতো চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না। তবে সুরকার ও ছবির পরিচালক দুজনেই বলেছেন ভালো হয়েছে।’
‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

জাতির জনক শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে নিয়ে তৈরি হচ্ছে সরকারি অনুদানের ছবি ‘রাসেলের জন্য অপেক্ষা’। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন নূরে আলম।
ছবির জন্য গান গাইলেন চ্যানেল আই সেরাকণ্ঠ শেখ ফারজানা তাসনিম সুমনা। এই গানের মধ্য দিয়ে প্লেব্যাকে অভিষেক হচ্ছে সুমনার। গানটির সুর ও সুগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানের কথা লিখেছেন আহমেদ ইউসুফ সাবের।
ইমন সাহা এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই অনলাইনে নিজস্ব তত্ত্বাবধানে গানটির রেকর্ডিং করেন ইমন। ৮ সেপ্টেম্বর ঢাকায় শিল্পী বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানের ভয়েজ দেন সুমনা।
ইমন সাহা বলেন, ‘সম্প্রতি সুমনার জন্য একটি গান করেন শিল্পী কুমার বিশ্বজিৎ। সুমনার গায়কী শুনে কুমার বিশ্বজিৎ গানটি আমাকে পাঠান। গানটি শুনেই আমার মনে হয়, ‘“রাসেলের জন্য অপেক্ষা” ছবিতে সুমনাকে দিয়ে গাওয়ানো যায়। তাঁর সঙ্গে যোগাযোগ করে গানটি তৈরি করি। যতটা আশা করেছিলাম, তারচেয়েও ভালো গেয়েছেন সুমনা।’
নিজের প্রথম প্লেব্যাক প্রসঙ্গে সুমনা বলেন, ‘আমি চাইছিলাম, এমন একটা গান দিয়ে চলচ্চিত্রের গানে আমার অভিষেক হোক যে গানটি স্মরণীয় হয়ে থাকবে। সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। আমি ভীষণ খুশি। এ জন্য আমি শিল্পী কুমার বিশ্বজিৎ ও ইমন সাহা দুজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তাদের চেষ্টাতেই আমার স্বপ্ন পূরণ হলো। গানটি শিশুকণ্ঠে গাইতে হয়েছে। সাধ্যমতো চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না। তবে সুরকার ও ছবির পরিচালক দুজনেই বলেছেন ভালো হয়েছে।’
‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবিতে অভিনয়ের জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৬ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৭ ঘণ্টা আগে