বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘দূরে বহু দূরে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিম। আগামীকাল মঙ্গলবার ১৭ জুন সন্ধ্যায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওভারডোজ বাই নাদিম’-এ প্রকাশ করা হবে গানটি। যৌথভাবে এর কথা ও সুর দিয়েছেন রেজা করিম ও নাদিম। সংগীত পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ।
দূরে বহু দূরে রোমান্টিক ঘরানার গান। নতুন এই গান প্রসঙ্গে নাদিম বলেন, ‘গান নিয়েই আমার জগৎ। সব সময় চেষ্টা থাকে শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। সেই চেষ্টা থেকেই নতুন এই গান। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে, মনে থাকবে অনেক দিন।’
রেজা করিম বলেন, ‘এই প্রথম আমার লেখা ও সুরে কেউ কণ্ঠ দিল, এটা আমার জন্য ভীষণ আনন্দের। নাদিম সচরাচর যে ধরনের গান করে থাকে, এই গানটি তার থেকে একেবারেই আলাদা ধাঁচের। এই গানে নাদিম নিজেকে ভাঙতে চেয়েছে এবং সেটা পেরেছে।’
সংগীত পরিচালক জুয়েল মাহমুদ বলেন, ‘গানটির সংগীতায়োজনে কথা ও সুরকে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই। আমি মনে করি, গানটি আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে। সব মিলিয়ে অনেক দিন বেঁচে থাকার মতো একটি গান হয়েছে দূরে বহু দূরে।
শাহাদাত হোসেন নাদিমের গাওয়া ‘অধিকার’, ‘মা’সহ বেশ কয়েকটি গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে ‘পাগলের সুখ মনে মনে’ নাটকের জন্য করা নাদিমের ‘আমি মরে যাবার পর’ গানটি বেশ জনপ্রিয় হয়। নাদিম এখন ব্যস্ত আছেন বেশ কিছু মৌলিক গান আর নাটকের আবহ সংগীতের কাজে।

‘দূরে বহু দূরে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিম। আগামীকাল মঙ্গলবার ১৭ জুন সন্ধ্যায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওভারডোজ বাই নাদিম’-এ প্রকাশ করা হবে গানটি। যৌথভাবে এর কথা ও সুর দিয়েছেন রেজা করিম ও নাদিম। সংগীত পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ।
দূরে বহু দূরে রোমান্টিক ঘরানার গান। নতুন এই গান প্রসঙ্গে নাদিম বলেন, ‘গান নিয়েই আমার জগৎ। সব সময় চেষ্টা থাকে শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। সেই চেষ্টা থেকেই নতুন এই গান। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে, মনে থাকবে অনেক দিন।’
রেজা করিম বলেন, ‘এই প্রথম আমার লেখা ও সুরে কেউ কণ্ঠ দিল, এটা আমার জন্য ভীষণ আনন্দের। নাদিম সচরাচর যে ধরনের গান করে থাকে, এই গানটি তার থেকে একেবারেই আলাদা ধাঁচের। এই গানে নাদিম নিজেকে ভাঙতে চেয়েছে এবং সেটা পেরেছে।’
সংগীত পরিচালক জুয়েল মাহমুদ বলেন, ‘গানটির সংগীতায়োজনে কথা ও সুরকে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই। আমি মনে করি, গানটি আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে। সব মিলিয়ে অনেক দিন বেঁচে থাকার মতো একটি গান হয়েছে দূরে বহু দূরে।
শাহাদাত হোসেন নাদিমের গাওয়া ‘অধিকার’, ‘মা’সহ বেশ কয়েকটি গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে ‘পাগলের সুখ মনে মনে’ নাটকের জন্য করা নাদিমের ‘আমি মরে যাবার পর’ গানটি বেশ জনপ্রিয় হয়। নাদিম এখন ব্যস্ত আছেন বেশ কিছু মৌলিক গান আর নাটকের আবহ সংগীতের কাজে।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১৬ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১ দিন আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১ দিন আগে