নাজমুল হক নাঈম

নেওয়াজ, বাংলাদেশে বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ মিউজিশিয়ান। তিনি বেইজ বাজাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটে। বেইজ ছাড়াও একাধিক বাদ্যযন্ত্রের ওপরে দখল রয়েছে তাঁর।
সংগীতের শুরুটা কীভাবে?
বলতে গেলে সংগীতে সঙ্গে আমার পথচলা একদম ছোটবেলা থেকেই। আমার জন্ম যেহেতু সিলেটে, দারুণ একটা সংগীতের পরিবেশে আমার শৈশব কেটেছে। আর ছোট থেকেই আমার সব ধরনের গান শুনতে ভালো লাগত। নিজেও গলা মেলাবার চেষ্টা করতাম। বাউল শাহ আবদুল করিম, রাধা রমন, দুর্বিন শাহ, আরকুম শাহ, হাসন রাজা থেকে শুরু করে ক্ল্যাসিক্যাল, ওয়েস্টার্ন ও জাজে আমার দুর্বলতা ছিল সমানতালে।
এত এত ইনস্ট্রুমেন্ট থাকতে বেইজ গিটার কেন?
আসলে আমার প্রথম শুরু ড্রামসের মাধ্যমে। আমি ড্রামার ছিলাম, কিছুদিন ড্রামস বাজিয়েছি। বেইজ গিটার যেহেতু একধরনের মেলোডিক ড্রামস, তাই চিন্তা করে দেখলাম বেইজ গিটার শেখা উচিত। সেই যে বেইজ বাজানো শুরু, ২০০৯ থেকে এখন অবধি প্রতিদিন কিছু না কিছু শিখছি।
বর্তমান ব্যস্ততা?
বর্তমানে ব্যস্ততা কাটছে মিউজিক কম্পোজিশন নিয়ে। অডিও এবং ভিডিও প্রোডাকশন নিয়ে কিছু সুদূরপ্রসারী পরিকল্পনা চলছে। আশা করি সামনে ভালো কিছু আসবে, ইনশা আল্লাহ।
ব্যান্ড দল চিরকুটের ব্যস্ততা কেমন যাচ্ছে?
নিজেদের মৌলিক কিছু গানের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে বছর শেষে আমাদের নতুন অ্যালবাম ‘পেন্ডুলাম’ আসবে। আমরা এটি নিয়ে খুব আশাবাদী। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আমাদের ট্যুর চলছে। সামনে বেশ কিছু কনসার্ট আছে।
সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা?
সংগীত নিয়ে কাজ করে যেতে চাই। সব ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছে আছে। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

নেওয়াজ, বাংলাদেশে বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ মিউজিশিয়ান। তিনি বেইজ বাজাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল চিরকুটে। বেইজ ছাড়াও একাধিক বাদ্যযন্ত্রের ওপরে দখল রয়েছে তাঁর।
সংগীতের শুরুটা কীভাবে?
বলতে গেলে সংগীতে সঙ্গে আমার পথচলা একদম ছোটবেলা থেকেই। আমার জন্ম যেহেতু সিলেটে, দারুণ একটা সংগীতের পরিবেশে আমার শৈশব কেটেছে। আর ছোট থেকেই আমার সব ধরনের গান শুনতে ভালো লাগত। নিজেও গলা মেলাবার চেষ্টা করতাম। বাউল শাহ আবদুল করিম, রাধা রমন, দুর্বিন শাহ, আরকুম শাহ, হাসন রাজা থেকে শুরু করে ক্ল্যাসিক্যাল, ওয়েস্টার্ন ও জাজে আমার দুর্বলতা ছিল সমানতালে।
এত এত ইনস্ট্রুমেন্ট থাকতে বেইজ গিটার কেন?
আসলে আমার প্রথম শুরু ড্রামসের মাধ্যমে। আমি ড্রামার ছিলাম, কিছুদিন ড্রামস বাজিয়েছি। বেইজ গিটার যেহেতু একধরনের মেলোডিক ড্রামস, তাই চিন্তা করে দেখলাম বেইজ গিটার শেখা উচিত। সেই যে বেইজ বাজানো শুরু, ২০০৯ থেকে এখন অবধি প্রতিদিন কিছু না কিছু শিখছি।
বর্তমান ব্যস্ততা?
বর্তমানে ব্যস্ততা কাটছে মিউজিক কম্পোজিশন নিয়ে। অডিও এবং ভিডিও প্রোডাকশন নিয়ে কিছু সুদূরপ্রসারী পরিকল্পনা চলছে। আশা করি সামনে ভালো কিছু আসবে, ইনশা আল্লাহ।
ব্যান্ড দল চিরকুটের ব্যস্ততা কেমন যাচ্ছে?
নিজেদের মৌলিক কিছু গানের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে বছর শেষে আমাদের নতুন অ্যালবাম ‘পেন্ডুলাম’ আসবে। আমরা এটি নিয়ে খুব আশাবাদী। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আমাদের ট্যুর চলছে। সামনে বেশ কিছু কনসার্ট আছে।
সংগীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা?
সংগীত নিয়ে কাজ করে যেতে চাই। সব ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করার ইচ্ছে আছে। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২ ঘণ্টা আগে