বিনোদন প্রতিবেদক, ঢাকা

রোববার সকালে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর চুপ ছিলেন পড়শী। তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বিকেল হতেই মন বদলালেন গায়িকা, নিজেই দিলেন সুখবর। পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর।
রোববার সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে আকদ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন পড়শী। দীর্ঘ স্ট্যাটাসে জানান, তাঁর জীবনসঙ্গীর নীলয়ের পরিচয় এবং সম্পর্কের বিস্তারিত।
ফেসবুকে পড়শী লেখেন, ‘ভেবেছিলাম বিয়ের সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব। তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়।’
পড়শী জানান, প্রেম নয়, পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়েছে তাঁদের। গায়িকা লেখেন, ‘প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।’
গত বছরের ৪ মার্চ নীলয় ও পড়শীর আকদ সম্পন্ন হয়। পড়শীর ইচ্ছা ছিল অনুষ্ঠান করে সবাইকে বিয়ের খবরটি জানানোর। তবে এর আগেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় কিছুটা বিব্রত তিনি, সঙ্গে আনন্দিতও।
পড়শী লেখেন, ‘গত ৪ মার্চ, ২০২৪-এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি, তাই চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।’
পড়শী জানিয়েছেন, শিগগিরই দেশে আসবেন নীলয়। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে।

রোববার সকালে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর চুপ ছিলেন পড়শী। তাঁর পরিবারের পক্ষ থেকে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে বিকেল হতেই মন বদলালেন গায়িকা, নিজেই দিলেন সুখবর। পড়শী জানালেন, ১০ মাস আগেই বিয়ে হয়েছে তাঁর।
রোববার সাড়ে পাঁচটার দিকে ফেসবুকে আকদ অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেন পড়শী। দীর্ঘ স্ট্যাটাসে জানান, তাঁর জীবনসঙ্গীর নীলয়ের পরিচয় এবং সম্পর্কের বিস্তারিত।
ফেসবুকে পড়শী লেখেন, ‘ভেবেছিলাম বিয়ের সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব। তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়।’
পড়শী জানান, প্রেম নয়, পারিবারিক সিদ্ধান্তে বিয়ে হয়েছে তাঁদের। গায়িকা লেখেন, ‘প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।’
গত বছরের ৪ মার্চ নীলয় ও পড়শীর আকদ সম্পন্ন হয়। পড়শীর ইচ্ছা ছিল অনুষ্ঠান করে সবাইকে বিয়ের খবরটি জানানোর। তবে এর আগেই বিয়ের খবর ছড়িয়ে পড়ায় কিছুটা বিব্রত তিনি, সঙ্গে আনন্দিতও।
পড়শী লেখেন, ‘গত ৪ মার্চ, ২০২৪-এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি, তাই চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।’
পড়শী জানিয়েছেন, শিগগিরই দেশে আসবেন নীলয়। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে।

আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৪ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
৪ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ততটা সুবিধা করতে পারেনি ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’। গত ৭ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের বিস্তর প্রশংসা পেয়েছিল। কিন্তু সাধারণ দর্শকদের সাড়া সেভাবে পাননি নির্মাতা সুপর্ণ ভার্মা। সেই ব্যর্থতা মাথায় নিয়েই ২ জানুয়ারি নেটফ্লিক্সে আসে হক।
৫ ঘণ্টা আগে