
জেমস বন্ড সিরিজের ২৫ তম ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। হলি-তারকা ডেনিয়েল ক্রেগের 'জেমস বন্ড' হিসেবে এটাই শেষ ছবি। এই নিয়ে পর্দায় পঞ্চমবার বন্ড হিসেবে হাজির হবেন ডেনিয়েল। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে এই ছবিটির প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।
প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবি 'নো টাইম টু ডাই'-এর প্রিমিয়ারের রেড কার্পেটে হাজির ছিলেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস এবং তাঁর ছেলে উইলিয়াম তাঁদের স্ত্রী ক্যামিলা ও ক্যাথরিন। এ ছাড়া ছিলেন ছবির পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, ছবির প্রযোজক জুটি মাইকেল জি উইলসন, বারবারা ব্রকোলি এবং স্বয়ং ড্যানিল ক্রেগ।
সম্প্রতি ইউএস ওপেন জেতা নারী টেনিস খেলোয়াড় এমা রাডুকানুও এই প্রিমিয়ারে অংশ নেন। এর সঙ্গে ছিলেন ফুটবলার হ্যারিকেন এবং তাঁর স্ত্রীও।
অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিমিয়ার থেকে আয়কৃত অর্থ ব্রিটেনের স্পেশাল ফোর্সের বর্তমান এবং সাবেক সদস্যদের দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে।
প্রযোজকদের জেদ ছিল কিছুতেই 'বন্ড'-কে তাঁরা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে হাজির করবেন না। তাতে দেরি হলে হবে। ২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত তিনবার শিডিউল পরিবর্তনের পর গোয়েন্দা সিরিজের ২৫ তম সিনেমা নো টাইম টু ডাই ওয়ার্ল্ড প্রিমিয়ারের অংশ হিসেবে ব্রিটেনে মুক্তি দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এই ছবি।
প্রিমিয়ারে অংশ নিয়ে জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগ বলেন, আমি খুব খুশি সিনেমার জন্য আমরা বন্ড ছবিটি বানিয়েছি। শেষ পর্যন্ত আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এর চেয়ে খুশির আর কী হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া মিলেছে। যুক্তরাজ্যের সিনেমা ব্যবসায়ীদের বড় চেইন ওডিওন বলছে, গত সোমবারই নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম এ লাখ ৭৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমার পর নো টাইম টু ডাই সিনেমাটির সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

জেমস বন্ড সিরিজের ২৫ তম ছবি মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। হলি-তারকা ডেনিয়েল ক্রেগের 'জেমস বন্ড' হিসেবে এটাই শেষ ছবি। এই নিয়ে পর্দায় পঞ্চমবার বন্ড হিসেবে হাজির হবেন ডেনিয়েল। স্থানীয় সময় মঙ্গলবার লন্ডনের রয়্যাল আলবার্ট হলে এই ছবিটির প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা।
প্রায় ২০০ মিলিয়ন ডলার বাজেটের ছবি 'নো টাইম টু ডাই'-এর প্রিমিয়ারের রেড কার্পেটে হাজির ছিলেন ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স চার্লস এবং তাঁর ছেলে উইলিয়াম তাঁদের স্ত্রী ক্যামিলা ও ক্যাথরিন। এ ছাড়া ছিলেন ছবির পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, ছবির প্রযোজক জুটি মাইকেল জি উইলসন, বারবারা ব্রকোলি এবং স্বয়ং ড্যানিল ক্রেগ।
সম্প্রতি ইউএস ওপেন জেতা নারী টেনিস খেলোয়াড় এমা রাডুকানুও এই প্রিমিয়ারে অংশ নেন। এর সঙ্গে ছিলেন ফুটবলার হ্যারিকেন এবং তাঁর স্ত্রীও।
অফিসিয়াল এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিমিয়ার থেকে আয়কৃত অর্থ ব্রিটেনের স্পেশাল ফোর্সের বর্তমান এবং সাবেক সদস্যদের দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে।
প্রযোজকদের জেদ ছিল কিছুতেই 'বন্ড'-কে তাঁরা ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের সামনে হাজির করবেন না। তাতে দেরি হলে হবে। ২০২০ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত তিনবার শিডিউল পরিবর্তনের পর গোয়েন্দা সিরিজের ২৫ তম সিনেমা নো টাইম টু ডাই ওয়ার্ল্ড প্রিমিয়ারের অংশ হিসেবে ব্রিটেনে মুক্তি দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে এই ছবি।
প্রিমিয়ারে অংশ নিয়ে জেমস বন্ড চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল ক্রেগ বলেন, আমি খুব খুশি সিনেমার জন্য আমরা বন্ড ছবিটি বানিয়েছি। শেষ পর্যন্ত আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এর চেয়ে খুশির আর কী হতে পারে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া মিলেছে। যুক্তরাজ্যের সিনেমা ব্যবসায়ীদের বড় চেইন ওডিওন বলছে, গত সোমবারই নো টাইম টু ডাই সিনেমাটির অগ্রিম এ লাখ ৭৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। ২০১৯ সালের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম সিনেমার পর নো টাইম টু ডাই সিনেমাটির সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
১৪ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
১৪ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
১৪ ঘণ্টা আগে