
২০১২ সালে লন্ডন অলিম্পিকস উপলক্ষে জেমস বন্ড সিরিজের অভিনেতা ড্যানিয়েল ক্রেগের সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথেকে। প্রাসাদে গিয়ে রানির সঙ্গে একটি হেলিকপ্টারে চড়েন বন্ড। উড়ে বেড়ান লন্ডন শহর। এরপর যা ঘটলো চক্ষু চড়কগাছ। প্যারাজাম্প করে স্টেডিয়ামে নামেন রানি। এই দৃশ্যটি যদিও ডামি ব্যবহার করে শুটিং করা হয়েছিল।
পর্দায় দেখা যায় এমআই সিক্সের (মিলিটারি ইন্টেলিজেন্সের সেকশন সিক্স) হয়ে কাজ করে জেমস বন্ড। চরিত্রটির সাহসিকতা, বীরত্ব আর বুদ্ধিমত্তা এমনই উচ্চতায় পৌঁছে গেছে যে দিনে দিনে হয়ে উঠেছে ব্রিটিশ জাতীয়তার প্রতীকও। সেই সঙ্গে ব্রিটিশ গৌরবের পালকও। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে এ পালকটি যোগ করা হয়েছিল। স্লামডগ মিলিওনিয়ারের জন্য অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা ড্যানি বয়েলও এভাবেই ভেবেছেন। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেরও পরিচালক ছিলেন তিনি। এ ব্রিটিশ পরিচালকের পরিচালনায় মিনিট খানেকের জেমস বন্ড ফিল্মের নাম ‘দ্য অ্যারাইভাল’। যেটির শুটিং করতে গিয়ে তাঁর জন্য কোনো বিধি-নিষেধই ছিল না। বাকিংহাম প্যালেসের যত্রতত্র যাওয়ার অভূতপূর্ব অনুমতিও পেয়েছিলেন তিনি। এমনকি সেটা রানির ব্যক্তিগত কিছু কক্ষেও।
পর্দায় তো হরহামেশাই জেমস বন্ডকে প্যারাস্যুট চাপিয়ে নেমে পড়তে দেখা যায়। আর সেই প্যারাস্যুট খুলতেই দেখা যায় আসলে খুলে গেছে ব্রিটিশ পতাকা ‘ইউনিয়ন জ্যাক’। সে রকম কিছু হয়নি সেদিন, নেমে এসেছিলেন রানি।

২০১২ সালে লন্ডন অলিম্পিকস উপলক্ষে জেমস বন্ড সিরিজের অভিনেতা ড্যানিয়েল ক্রেগের সঙ্গে একটি ভিডিওতে দেখা গিয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথেকে। প্রাসাদে গিয়ে রানির সঙ্গে একটি হেলিকপ্টারে চড়েন বন্ড। উড়ে বেড়ান লন্ডন শহর। এরপর যা ঘটলো চক্ষু চড়কগাছ। প্যারাজাম্প করে স্টেডিয়ামে নামেন রানি। এই দৃশ্যটি যদিও ডামি ব্যবহার করে শুটিং করা হয়েছিল।
পর্দায় দেখা যায় এমআই সিক্সের (মিলিটারি ইন্টেলিজেন্সের সেকশন সিক্স) হয়ে কাজ করে জেমস বন্ড। চরিত্রটির সাহসিকতা, বীরত্ব আর বুদ্ধিমত্তা এমনই উচ্চতায় পৌঁছে গেছে যে দিনে দিনে হয়ে উঠেছে ব্রিটিশ জাতীয়তার প্রতীকও। সেই সঙ্গে ব্রিটিশ গৌরবের পালকও। অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে এ পালকটি যোগ করা হয়েছিল। স্লামডগ মিলিওনিয়ারের জন্য অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা ড্যানি বয়েলও এভাবেই ভেবেছেন। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেরও পরিচালক ছিলেন তিনি। এ ব্রিটিশ পরিচালকের পরিচালনায় মিনিট খানেকের জেমস বন্ড ফিল্মের নাম ‘দ্য অ্যারাইভাল’। যেটির শুটিং করতে গিয়ে তাঁর জন্য কোনো বিধি-নিষেধই ছিল না। বাকিংহাম প্যালেসের যত্রতত্র যাওয়ার অভূতপূর্ব অনুমতিও পেয়েছিলেন তিনি। এমনকি সেটা রানির ব্যক্তিগত কিছু কক্ষেও।
পর্দায় তো হরহামেশাই জেমস বন্ডকে প্যারাস্যুট চাপিয়ে নেমে পড়তে দেখা যায়। আর সেই প্যারাস্যুট খুলতেই দেখা যায় আসলে খুলে গেছে ব্রিটিশ পতাকা ‘ইউনিয়ন জ্যাক’। সে রকম কিছু হয়নি সেদিন, নেমে এসেছিলেন রানি।

দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে প্রদর্শিত হয়েছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
রাজধানীর তিনটি ভেন্যুতে এ মাসে চারটি প্রদর্শনী নিয়ে ফিরছে নিনাদ নাট্যদলের প্রথম প্রযোজনা ‘দ্য হিউম্যান ভয়েস’। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার সহযোগিতায় নির্মিত মঞ্চনাটকটি প্রথম মঞ্চে আসে গত অক্টোবরে। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও মিরপুরের বিবলিওন বুকস্টোর ক্যাফেতে নাটকটির মোট সাতটি প্রদর্শনী হয়।
১ দিন আগে
বাউল কবি রশিদ উদ্দিনকে নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন লেখক, নাট্যকার, পরিচালক ও স্থপতি শাকুর মজিদ। নাম দিয়েছেন ‘ভাটিবাংলার অধিরাজ’। ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে নির্মাতার কার্যালয়ে অনুষ্ঠিত হয় তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে