
ব্রিটিশ তারকা এডি রেডমেইন একটি চরিত্রে অভিনয় করাকে তাঁর জীবনের ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। ওই চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়নের ছোট্ট তালিকায় নাম উঠেছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত সোনালি ট্রফি তাঁর হাতে ওঠেনি। এখন তিনি বলছেন, ওই চরিত্রে অভিনয়ই ছিল তাঁর ‘ভুল’।
সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান এডি রেডমেইন। ব্রিটিশ এই অভিনেতা বলেন, ‘আমি সচেতনভাবে কাজটি করেছিলাম। কিন্তু আমি আর এখন বিষয়টি নিতে পারি না। আমার মনে হয় এটা আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল।’
২০১৫ সালে ‘ড্যানিশ গার্ল’ চলচ্চিত্রের ‘লিলি এলবে’ নামের চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা অভিনেতা। লিলি এলবে বিশ্বের প্রথম ব্যক্তি ছিলেন, যিনি চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য রেডমেইন প্রশংসিত হয়েছিলেন। এর আগের বছরই অবশ্য এই অভিনেতা ‘থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান।
রেডমেইনের মতে, ‘ড্যানিশ গার্ল’ ছবিটির ওই চরিত্র অধিকাংশ দর্শকই ভালোভাবে নেয়নি। তিনি বলেন, ‘এ বিষয়ে একটা সমঝোতায় আসতে হবে আমাদের। অন্যথায় এই তর্ক চলতেই থাকবে।’
অস্কারজয়ী এই অভিনেতা আরও বলেন, ‘প্রত্যেক অভিনেতারই যেকোনো চরিত্রের সূক্ষ্ম অংশ ফুটিয়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত সৎ থাকা উচিত। একজন অভিনেতা হিসেবে এটি তাঁর দায়িত্ব।’
এডি রেডমেইন বলছেন, একটি মহৎ উদ্দেশ্য থেকেই ওই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর প্রত্যাশা ছিল, এ চরিত্রে অভিনয়ের পর সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে আরও অনেকে এগিয়ে আসবেন। তবে এখন এ নিয়ে তাঁর আছে শুধুই আফসোস।

ব্রিটিশ তারকা এডি রেডমেইন একটি চরিত্রে অভিনয় করাকে তাঁর জীবনের ভুল সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। ওই চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার মনোনয়নের ছোট্ট তালিকায় নাম উঠেছিল তাঁর। যদিও শেষ পর্যন্ত সোনালি ট্রফি তাঁর হাতে ওঠেনি। এখন তিনি বলছেন, ওই চরিত্রে অভিনয়ই ছিল তাঁর ‘ভুল’।
সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান এডি রেডমেইন। ব্রিটিশ এই অভিনেতা বলেন, ‘আমি সচেতনভাবে কাজটি করেছিলাম। কিন্তু আমি আর এখন বিষয়টি নিতে পারি না। আমার মনে হয় এটা আমার একটি ভুল সিদ্ধান্ত ছিল।’
২০১৫ সালে ‘ড্যানিশ গার্ল’ চলচ্চিত্রের ‘লিলি এলবে’ নামের চরিত্রে অভিনয় করেছিলেন এই তারকা অভিনেতা। লিলি এলবে বিশ্বের প্রথম ব্যক্তি ছিলেন, যিনি চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছিলেন। এই চরিত্রে অভিনয়ের জন্য রেডমেইন প্রশংসিত হয়েছিলেন। এর আগের বছরই অবশ্য এই অভিনেতা ‘থিওরি অব এভরিথিং’ চলচ্চিত্রে স্টিফেন হকিংয়ের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান।
রেডমেইনের মতে, ‘ড্যানিশ গার্ল’ ছবিটির ওই চরিত্র অধিকাংশ দর্শকই ভালোভাবে নেয়নি। তিনি বলেন, ‘এ বিষয়ে একটা সমঝোতায় আসতে হবে আমাদের। অন্যথায় এই তর্ক চলতেই থাকবে।’
অস্কারজয়ী এই অভিনেতা আরও বলেন, ‘প্রত্যেক অভিনেতারই যেকোনো চরিত্রের সূক্ষ্ম অংশ ফুটিয়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত সৎ থাকা উচিত। একজন অভিনেতা হিসেবে এটি তাঁর দায়িত্ব।’
এডি রেডমেইন বলছেন, একটি মহৎ উদ্দেশ্য থেকেই ওই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তাঁর প্রত্যাশা ছিল, এ চরিত্রে অভিনয়ের পর সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্রে আরও অনেকে এগিয়ে আসবেন। তবে এখন এ নিয়ে তাঁর আছে শুধুই আফসোস।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১১ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১২ ঘণ্টা আগে