বিনোদন ডেস্ক

‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। চমকপ্রদ খবর হলো, যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশের দর্শকেরা দেখার সুযোগ পাচ্ছেন। আগামীকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে গ্লাডিয়েটর টু।
২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘গ্লাডিয়েটর’। বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৬৫ মিলিয়নের বেশি আয় করে সিনেমাটি। শুধু বক্স অফিস নয়, পুরস্কারের মঞ্চেও বাজিমাত করে। অস্কারে ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে অস্কার জিতে নেয়।
‘গ্লাডিয়েটর’-এর প্রথম কিস্তির মতো এবারও পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক ও লুসি ফিশার।
গ্লাডিয়েটর ২ সিনেমার ট্রেলারে দেখা গেল রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করছেন ব্রিটিশ অভিনেতা পল মেসকাল। সেই সঙ্গে গ্লাডিয়েটরের পুরোনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে।
ট্রেলার মুক্তির মাত্র এক দিনেই ভিউ ছাড়িয়েছে ১ কোটি ১৬ লাখ। মন্তব্যের ঘরে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচক, ইউটিউবার থেকে শুরু করে সাধারণ দর্শক সিনেমার অ্যাকশন, ভিজ্যুয়াল আর সংলাপের প্রশংসা করেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পল মেসক্যালের সঙ্গে গন্ডারের লড়াই।
গত বছরের জানুয়ারিতে জানা যায়, প্রধান চরিত্রে অভিনয় করছেন পল মেসকাল। তরুণ এই অভিনেতা বিবিসি ও হুলুর মিনি সিরিজ ‘নরমাল পিপল’ দিয়ে পরিচিতি পান। তাকে এমন বড় বাজেটের সিনেমায় নেওয়ায় তখন অবাক হয়েছিলেন অনেকেই। তবে ট্রেলারে তাঁর পারফরম্যান্স দেখে অনেকেই বলতে বাধ্য হয়েছেন, নির্মাতার পছন্দ ভুল হয়নি। গত বছরের মে মাসে সিনেমাটির শুটিং শুরু হয় মরক্কোয়। এরপর শুটিং হয়েছে মালটা ও যুক্তরাজ্যে। ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটির সাফল্য কি আগের পর্বকে ছাড়িয়ে যাবে! সেটা দেখার জন্যই এখন অপেক্ষা সবার।

‘গ্লাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আসছে ‘গ্লাডিয়েটর টু’। ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সিনেমাটি। চমকপ্রদ খবর হলো, যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশের দর্শকেরা দেখার সুযোগ পাচ্ছেন। আগামীকাল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে গ্লাডিয়েটর টু।
২০০০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘গ্লাডিয়েটর’। বিশ্বব্যাপী বক্স অফিসে ৪৬৫ মিলিয়নের বেশি আয় করে সিনেমাটি। শুধু বক্স অফিস নয়, পুরস্কারের মঞ্চেও বাজিমাত করে। অস্কারে ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে সেরা চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে অস্কার জিতে নেয়।
‘গ্লাডিয়েটর’-এর প্রথম কিস্তির মতো এবারও পরিচালনা করেছেন রিডলি স্কট। আগের সিনেমার গল্প ডেভিড ফ্রানজোনি লিখলেও এবার লিখেছেন পিটার ক্রেইগ ও ডেভিড স্কারপা। প্রযোজনায় আছেন রিডলি স্কট, মাইকেল প্রুস, ডগলাস উইক ও লুসি ফিশার।
গ্লাডিয়েটর ২ সিনেমার ট্রেলারে দেখা গেল রোমের কলোসিয়ামে জলযুদ্ধ ও হাজার হাজার দর্শনার্থীর সামনে গন্ডারের সঙ্গে লড়াই করছেন ব্রিটিশ অভিনেতা পল মেসকাল। সেই সঙ্গে গ্লাডিয়েটরের পুরোনো ইতিহাসও নতুন আঙ্গিকে সামনে আসার ইঙ্গিত দেখা গেছে।
ট্রেলার মুক্তির মাত্র এক দিনেই ভিউ ছাড়িয়েছে ১ কোটি ১৬ লাখ। মন্তব্যের ঘরে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচক, ইউটিউবার থেকে শুরু করে সাধারণ দর্শক সিনেমার অ্যাকশন, ভিজ্যুয়াল আর সংলাপের প্রশংসা করেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে পল মেসক্যালের সঙ্গে গন্ডারের লড়াই।
গত বছরের জানুয়ারিতে জানা যায়, প্রধান চরিত্রে অভিনয় করছেন পল মেসকাল। তরুণ এই অভিনেতা বিবিসি ও হুলুর মিনি সিরিজ ‘নরমাল পিপল’ দিয়ে পরিচিতি পান। তাকে এমন বড় বাজেটের সিনেমায় নেওয়ায় তখন অবাক হয়েছিলেন অনেকেই। তবে ট্রেলারে তাঁর পারফরম্যান্স দেখে অনেকেই বলতে বাধ্য হয়েছেন, নির্মাতার পছন্দ ভুল হয়নি। গত বছরের মে মাসে সিনেমাটির শুটিং শুরু হয় মরক্কোয়। এরপর শুটিং হয়েছে মালটা ও যুক্তরাজ্যে। ৩১০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত সিনেমাটির সাফল্য কি আগের পর্বকে ছাড়িয়ে যাবে! সেটা দেখার জন্যই এখন অপেক্ষা সবার।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৬ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১৬ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৮ ঘণ্টা আগে