
অ্যাডভেঞ্চার আর অ্যাকশনের অপর নাম জেমস বন্ড। ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট এই চরিত্রটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়। পর্দার ‘জেমস বন্ড’ যেমন সাহসী, তেমনি চৌকস। হাতের মুঠোয় জীবন নিয়ে খেলতে জানে, মৃত্যুর দুয়ারে টোকা মেরে বিজয় ছিনিয়ে আনে। আর সে কারণেই শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেইগ অবধি জেমস বন্ডের যেকোনো নতুন ছবির জন্য সমগ্র পৃথিবীর দর্শক অপেক্ষায় থাকেন। এখনো আছেন। এবার সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে জেমস বন্ডের নতুন গল্প ‘নো টাইম টু ডাই’। আগামী ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে একযোগে মুক্তি দেওয়া হবে। বরাবরের মতো এবারও সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়ার যাবতীয় পরিকল্পনা সম্পন্ন করেছে স্টার সিনেপ্লেক্স। সব ঠিক থাকলে ৮ অক্টোবরেই বাংলাদেশের হলে আসছে জেমস বন্ড।
জেমস বন্ড সিরিজের নতুন এই ছবিটি মুক্তির কথা ছিল ২০২০ সালের এপ্রিলে। করোনার কারণে বেশ কয়েকবার ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন প্রযোজকেরা।
আনুমানিক প্রায় তিন শ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত ছবি। ড্যানিয়েল ক্রেইগ জেমস বন্ড সিরিজের পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। ব্রিটিশ সিক্রেট এজেন্ট হিসেবে এটি হতে যাচ্ছে তাঁর শেষ ছবি। শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেইগ অবধি সাতজন অভিনেতা অভিনয় করলেন ওই ভূমিকায়। ইতিমধ্যে নতুন জেমস বন্ড হিসেবে কাকে দেখা যাবে, তা নিয়ে নানা
রকম হিসাব কষতে শুরু করে দিয়েছেন ভক্তরা। দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে পরের বন্ড হচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ সুন্দরী। নাম
লাশানা লিঞ্চ। ক্রেইগের জায়গায় দেখা দেবেন তিনি। ধারণা করা হচ্ছে, ২৫তম ছবিতেই বন্ডের কোড ০০৭ হস্তান্তরিত হয়ে যাবে নতুন বন্ড লাশানার কাছে।
হলিউড চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের ছবিটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। এর আগে এই সিরিজের নির্মাতা ছিলেন ড্যানি বয়েল।
গল্পে পুরোনো এক বন্ধু সহযোগিতা চাইতে যায় বন্ডের কাছে। বন্ধুর আহ্বানে সাহায্যের হাত বাড়িয়ে অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধারের অভিযানে নামে বন্ড। কিন্তু মিশনে বাধা হয়ে দাঁড়ায় রামি মালেক, যার কাছে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। এ ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়ে যায়। ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে এবারের বন্ডকন্যা হয়েছেন আনা ডি আরমাস।

অ্যাডভেঞ্চার আর অ্যাকশনের অপর নাম জেমস বন্ড। ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট এই চরিত্রটি অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়। পর্দার ‘জেমস বন্ড’ যেমন সাহসী, তেমনি চৌকস। হাতের মুঠোয় জীবন নিয়ে খেলতে জানে, মৃত্যুর দুয়ারে টোকা মেরে বিজয় ছিনিয়ে আনে। আর সে কারণেই শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেইগ অবধি জেমস বন্ডের যেকোনো নতুন ছবির জন্য সমগ্র পৃথিবীর দর্শক অপেক্ষায় থাকেন। এখনো আছেন। এবার সেই অপেক্ষার পালা শেষ হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে জেমস বন্ডের নতুন গল্প ‘নো টাইম টু ডাই’। আগামী ৮ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে একযোগে মুক্তি দেওয়া হবে। বরাবরের মতো এবারও সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়ার যাবতীয় পরিকল্পনা সম্পন্ন করেছে স্টার সিনেপ্লেক্স। সব ঠিক থাকলে ৮ অক্টোবরেই বাংলাদেশের হলে আসছে জেমস বন্ড।
জেমস বন্ড সিরিজের নতুন এই ছবিটি মুক্তির কথা ছিল ২০২০ সালের এপ্রিলে। করোনার কারণে বেশ কয়েকবার ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন প্রযোজকেরা।
আনুমানিক প্রায় তিন শ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’ সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রতীক্ষিত ছবি। ড্যানিয়েল ক্রেইগ জেমস বন্ড সিরিজের পাঁচটি ছবিতে অভিনয় করেছেন। ব্রিটিশ সিক্রেট এজেন্ট হিসেবে এটি হতে যাচ্ছে তাঁর শেষ ছবি। শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেইগ অবধি সাতজন অভিনেতা অভিনয় করলেন ওই ভূমিকায়। ইতিমধ্যে নতুন জেমস বন্ড হিসেবে কাকে দেখা যাবে, তা নিয়ে নানা
রকম হিসাব কষতে শুরু করে দিয়েছেন ভক্তরা। দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে পরের বন্ড হচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ সুন্দরী। নাম
লাশানা লিঞ্চ। ক্রেইগের জায়গায় দেখা দেবেন তিনি। ধারণা করা হচ্ছে, ২৫তম ছবিতেই বন্ডের কোড ০০৭ হস্তান্তরিত হয়ে যাবে নতুন বন্ড লাশানার কাছে।
হলিউড চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের ছবিটি পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। এর আগে এই সিরিজের নির্মাতা ছিলেন ড্যানি বয়েল।
গল্পে পুরোনো এক বন্ধু সহযোগিতা চাইতে যায় বন্ডের কাছে। বন্ধুর আহ্বানে সাহায্যের হাত বাড়িয়ে অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধারের অভিযানে নামে বন্ড। কিন্তু মিশনে বাধা হয়ে দাঁড়ায় রামি মালেক, যার কাছে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। এ ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার গল্প এগিয়ে যায়। ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে এবারের বন্ডকন্যা হয়েছেন আনা ডি আরমাস।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৫ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৬ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৬ ঘণ্টা আগে