এ সপ্তাহের সিনেমা
বিনোদন প্রতিবেদক, ঢাকা
দেশের প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া এক দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। গত জানুয়ারিতে সেই নিয়মের বাইরে গিয়ে মুক্তি পেয়েছিল একসঙ্গে তিনটি সিনেমা। বছর না ঘুরতে আবারও দেশের হলে একসঙ্গে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ ও শবনম পারভীনের ‘হুরমতি’।
‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’
২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন ফারুকী। ১৭ বছর পর ফারুকী ফিরছেন ৪২০-এর ডাবলআপ ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ নিয়ে।
১০৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জেতেন নাসির উদ্দিন খান। নিজেই বস্তিতে আগুন লাগিয়ে দিয়ে ত্রাণ নিয়ে হাজির হন। অর্থ পাচার করে দুবাইয়ে কেনেন ফ্ল্যাট। সবাই তাঁর কার্যকলাপে বিরক্ত। অনেকেই বলছেন, এমন সময়ে দরকার একটি অরাজনৈতিক নেতৃত্ব। উঠে এসেছে গুমের ঘটনাও। একসময় দেশ ছেড়ে পালিয়ে যান নাসির উদ্দিন। এমন গল্পই দেখা যাবে ৮৪০ সিনেমায়। কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন প্রমুখ।
ডেঞ্জার জোন
সায়েন্স ফিকশন ও হরর ঘরানার সিনেমা ‘ডেঞ্জার জোন’ সিনেমার কাজ শুরু হয় প্রায় অর্ধযুগ আগে। সে সময় এর একটি ফার্স্টলুকও প্রকাশিত হয়। ২০১৯ সালে কাজ শেষ হলেও অজানা কারণে আলোর মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে মুক্তি পাচ্ছে ডেঞ্জার জোন। বেলাল সানির পরিচালনায় সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও জলি রহমান।
বাপ্পি বলেন, ‘বন্ধুদের জার্নির গল্প দেখা যাবে এতে। সে জার্নি থেকে কেউ ফিরে আসে না। এখন অনেক সিনেমায় হররের সঙ্গে কমেডির মিশ্রণ দেখা যায়। কিন্তু ডেঞ্জার জোন পিউর হরর সিনেমা। সিনেমায় যে খুব বেশি ভিএফএক্স ব্যবহার হয়েছে, তা নয়। বেশির ভাগ দৃশ্য ক্যামেরায় শুট করা হয়েছে।’ এতে আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত প্রমুখ।
হুরমতি
সম্পূর্ণ কমেডি ঘরানার সিনেমা ‘হুরমতি’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা করেছেন শবনম পারভীন। তিনি বলেন, ‘বেশ কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন একটি সিনেমা বানাব, যার পুরোটা দর্শক হলে বসে উপভোগ করতে পারবে। সবার মন যেন ভালো হয়ে যায়। হুরমতি শতভাগ এন্টারটেইনিং সিনেমা। হলে দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে, ততক্ষণ আনন্দ পাবে।’
হুরমতি সিনেমায় শবনমের বিপরীতে অভিনয় করেছেন ছয়জন অভিনেতা। এ সিনেমাটি বানাতে বাবার কাছ থেকে পাওয়া চারতলা বাড়ি বিক্রি করেছেন তিনি। এবারই প্রথম নয়, আগেও পৈতৃক সম্পত্তি বিক্রি করে শবনম পারভীন প্রযোজনা করেছেন একাধিক সিনেমা। হুরমতিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভি প্রমুখ।
দেশের প্রযোজক-পরিবেশক সমিতির নিয়ম অনুসারে উৎসব ছাড়া এক দিনে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়া যায় না। গত জানুয়ারিতে সেই নিয়মের বাইরে গিয়ে মুক্তি পেয়েছিল একসঙ্গে তিনটি সিনেমা। বছর না ঘুরতে আবারও দেশের হলে একসঙ্গে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা। মোস্তফা সরয়ার ফারুকীর ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’, বেলাল সানির ‘ডেঞ্জার জোন’ ও শবনম পারভীনের ‘হুরমতি’।
‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’
২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন ফারুকী। ১৭ বছর পর ফারুকী ফিরছেন ৪২০-এর ডাবলআপ ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ নিয়ে।
১০৩ শতাংশ ভোট পেয়ে নির্বাচনে জেতেন নাসির উদ্দিন খান। নিজেই বস্তিতে আগুন লাগিয়ে দিয়ে ত্রাণ নিয়ে হাজির হন। অর্থ পাচার করে দুবাইয়ে কেনেন ফ্ল্যাট। সবাই তাঁর কার্যকলাপে বিরক্ত। অনেকেই বলছেন, এমন সময়ে দরকার একটি অরাজনৈতিক নেতৃত্ব। উঠে এসেছে গুমের ঘটনাও। একসময় দেশ ছেড়ে পালিয়ে যান নাসির উদ্দিন। এমন গল্পই দেখা যাবে ৮৪০ সিনেমায়। কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজন প্রমুখ।
ডেঞ্জার জোন
সায়েন্স ফিকশন ও হরর ঘরানার সিনেমা ‘ডেঞ্জার জোন’ সিনেমার কাজ শুরু হয় প্রায় অর্ধযুগ আগে। সে সময় এর একটি ফার্স্টলুকও প্রকাশিত হয়। ২০১৯ সালে কাজ শেষ হলেও অজানা কারণে আলোর মুখ দেখেনি সিনেমাটি। অবশেষে মুক্তি পাচ্ছে ডেঞ্জার জোন। বেলাল সানির পরিচালনায় সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও জলি রহমান।
বাপ্পি বলেন, ‘বন্ধুদের জার্নির গল্প দেখা যাবে এতে। সে জার্নি থেকে কেউ ফিরে আসে না। এখন অনেক সিনেমায় হররের সঙ্গে কমেডির মিশ্রণ দেখা যায়। কিন্তু ডেঞ্জার জোন পিউর হরর সিনেমা। সিনেমায় যে খুব বেশি ভিএফএক্স ব্যবহার হয়েছে, তা নয়। বেশির ভাগ দৃশ্য ক্যামেরায় শুট করা হয়েছে।’ এতে আরও অভিনয় করেছেন ডিজে সোহেল, মেহেরিমা, সীমান্ত প্রমুখ।
হুরমতি
সম্পূর্ণ কমেডি ঘরানার সিনেমা ‘হুরমতি’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা করেছেন শবনম পারভীন। তিনি বলেন, ‘বেশ কয়েক বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম, এমন একটি সিনেমা বানাব, যার পুরোটা দর্শক হলে বসে উপভোগ করতে পারবে। সবার মন যেন ভালো হয়ে যায়। হুরমতি শতভাগ এন্টারটেইনিং সিনেমা। হলে দর্শক যতক্ষণ সিনেমাটি দেখবে, ততক্ষণ আনন্দ পাবে।’
হুরমতি সিনেমায় শবনমের বিপরীতে অভিনয় করেছেন ছয়জন অভিনেতা। এ সিনেমাটি বানাতে বাবার কাছ থেকে পাওয়া চারতলা বাড়ি বিক্রি করেছেন তিনি। এবারই প্রথম নয়, আগেও পৈতৃক সম্পত্তি বিক্রি করে শবনম পারভীন প্রযোজনা করেছেন একাধিক সিনেমা। হুরমতিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদুল ইসলাম মিঠু, শ্রাবণ শাহ, সমাপ্তি মাশুক, সনি রহমান, নিলয়, অভি প্রমুখ।
শোবিজ অঙ্গনকে বিদায় বলেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা—শুক্রবার রাত থেকে এমন খবরে সয়লাব সোশ্যাল মিডিয়া। গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে তামিম মৃধার অভিনয় ছাড়ার খবর। তবে তামিম জানালেন, তিনি কোথাও মিডিয়া ছাড়ার ঘোষণা দেননি।
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকের লাস্যময়ী বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি সন্ন্যাস নিয়েছেন। শুধু তাই নয় বদলে গেছে তাঁর নামও। এই অভিনেত্রীর নতুন নাম—শ্রী ইয়মাই মমতা নন্দ গিরি। শুনতে অবাক লাগলেও এই ঘটনাটি ঘটেছে বলিউডে অক্ষয় কুমার, আমির খান, সালমান খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করা এই নায়
৮ ঘণ্টা আগেকিশোরবেলার কথা মনে পড়ে। তখন আমরা বুয়েটের আজাদ স্টাফ কোয়ার্টারে থাকতাম। বুয়েট অডিটরিয়ামে কর্মচারীদের এক অনুষ্ঠানের নাটিকায় বাউলের ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি পড়ার কথা ছিল আমার। আমি মঞ্চেও উঠেছিলাম। নাম ঘোষণার পর বাবা গর্ব করে আমাকে দেখিয়ে তাঁর স্যারকে বলেছিলেন, এটা আমার ছেলে!
১২ ঘণ্টা আগে৩০ বছর ধরে এলাকার বিত্তবান চৌধুরী সাহেবের বাগানবাড়ি দেখাশোনা করে ধীর আলি। সেই বাড়িতে আশ্রয় নেয় এলাকায় পাগলী নামে পরিচিত হীরামন। আলি বিরক্ত হলেও তাকে তাড়িয়ে দিতে পারে না। ভাঙা দেয়াল মেরামতের জন্য চৌধুরী সাহেব শহর থেকে ফিরে এলে বিপদে পড়ে আলি। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘লবণ জলের মানুষ’।
১২ ঘণ্টা আগে