
২০ মে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটি দেখে দেশি-বিদেশি আমন্ত্রিত দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী। দর্শক সারিতে বাংলাদেশি সংবাদকর্মী-অতিথি ছাড়াও ছিলেন আমেরিকান, ফরাসি, চীনা, ব্রাজিলিয়ান ও ইরানের চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরীমণি অভিনীত ‘মা’ সিনেমার গল্প সাজানো হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে।
পালে-ই থিয়েটারের একজন কর্মী বলেন, ‘আমি কিছু দৃশ্য দেখেছি। আমার কাছে এটি আবেগপ্রবণ ও কবিতার মতো লেগেছে।’
যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসমাইল হোসেন বলেন, ‘এক কথায় অসাধারণ। একটি দেশের জন্ম দিয়ে শেষ হয়েছে সিনেমাটি। দেশের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, মানবতার দিক—সবই অনেক ভালোভাবে ফুটে উঠেছে সিনেমায়।’
প্যারিসপ্রবাসী একজন বাংলাদেশি দর্শক বলেন, ‘ট্রেলার দেখে মনে হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পই থাকবে বেশি। কিন্তু না, পুরো প্রেক্ষাপটই ভিন্ন। ছবিটি অসাধারণ লেগেছে আমার।’
প্রদর্শনী শেষে দর্শকদের মতামত শোনেন নির্মাতা অরণ্য আনোয়ার। এরপর তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আমাদের প্রদর্শনী সফল হয়েছে। যাঁরা এসেছেন, সবাই সিনেমার কনসেপ্ট ও নির্মাণ নিয়ে প্রশংসা করেছেন। তাঁদের মতে, মুক্তিযুদ্ধ ও মাতৃত্ব নিয়ে এমন ছবি আরও হওয়া প্রয়োজন। কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে যে কারণে এসেছিলাম, সবই পেয়ে গেছি। ২৬ মে দেশে মুক্তি পাবে মা। বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটি মুক্তির ব্যাপারে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

২০ মে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হলো বাংলাদেশের সিনেমা ‘মা’। অরণ্য আনোয়ার পরিচালিত সিনেমাটি দেখে দেশি-বিদেশি আমন্ত্রিত দর্শকেরা মুগ্ধতা প্রকাশ করেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পালে দে ফেস্টিভ্যাল ভবনের পালে-ই থিয়েটারে অনুষ্ঠিত হয় এই প্রদর্শনী। দর্শক সারিতে বাংলাদেশি সংবাদকর্মী-অতিথি ছাড়াও ছিলেন আমেরিকান, ফরাসি, চীনা, ব্রাজিলিয়ান ও ইরানের চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। পরীমণি অভিনীত ‘মা’ সিনেমার গল্প সাজানো হয়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে।
পালে-ই থিয়েটারের একজন কর্মী বলেন, ‘আমি কিছু দৃশ্য দেখেছি। আমার কাছে এটি আবেগপ্রবণ ও কবিতার মতো লেগেছে।’
যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসমাইল হোসেন বলেন, ‘এক কথায় অসাধারণ। একটি দেশের জন্ম দিয়ে শেষ হয়েছে সিনেমাটি। দেশের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, মানবতার দিক—সবই অনেক ভালোভাবে ফুটে উঠেছে সিনেমায়।’
প্যারিসপ্রবাসী একজন বাংলাদেশি দর্শক বলেন, ‘ট্রেলার দেখে মনে হয়েছিল মুক্তিযুদ্ধের গল্পই থাকবে বেশি। কিন্তু না, পুরো প্রেক্ষাপটই ভিন্ন। ছবিটি অসাধারণ লেগেছে আমার।’
প্রদর্শনী শেষে দর্শকদের মতামত শোনেন নির্মাতা অরণ্য আনোয়ার। এরপর তিনি বলেন, ‘আমি খুবই খুশি। আমাদের প্রদর্শনী সফল হয়েছে। যাঁরা এসেছেন, সবাই সিনেমার কনসেপ্ট ও নির্মাণ নিয়ে প্রশংসা করেছেন। তাঁদের মতে, মুক্তিযুদ্ধ ও মাতৃত্ব নিয়ে এমন ছবি আরও হওয়া প্রয়োজন। কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে যে কারণে এসেছিলাম, সবই পেয়ে গেছি। ২৬ মে দেশে মুক্তি পাবে মা। বিশ্বের অন্যান্য দেশে সিনেমাটি মুক্তির ব্যাপারে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১ দিন আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১ দিন আগে