
‘ঈশা খাঁ’, ‘প্রেম প্রীতি বন্ধন’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে নতুন তিনটি ছবির শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস। ডায়েল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’ ছবিতে অপুর নায়ক ডি এ তায়েব। সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ ছবিতে অপুর সঙ্গে অভিনয় করেছেন জয় চৌধুরী। আর ‘ছায়াবৃক্ষ’ ছবিতে নিরব হোসেন আছেন অপুর বিপরীতে। বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। তিনটি ছবিই এখন শুটিং শেষে সম্পাদনার টেবিলে।
অপু বিশ্বাস জানান, এই তিন ছবিতে ভিন্ন তিন চরিত্রে হাজির হবেন তিনি। ঈশা খাঁ ঐতিহাসিক গল্পের ছবি। চরিত্রের প্রয়োজনে ছবিতে অপু নিয়েছেন পুরোনো দিনের গেটআপ। ‘প্রেম প্রীতি বন্ধন’ সম্পূর্ণ রোম্যান্টিক ঘরানার ছবি। অপুর অন্যান্য জনপ্রিয় ছবির মতো এতেও তাঁকে দেখা যাবে নাচ-গান-অ্যাকশনে ভরপুর গল্পে। কিন্তু ‘ছায়াবৃক্ষ’তে অপু সম্পূর্ণ অন্য রকম। সরকারি অনুদানের এই ছবিতে তিনি অভিনয় করেছেন চা-বাগানের কর্মচারী হিসেবে।
তিনটি ছবি নিয়েই অপুর আশা অনেক। কয়েক বছর ধরে অপু বিশ্বাস চেষ্টা করছেন চলচ্চিত্রে নিয়মিত হওয়ার। বড় বাজেটের, বড় আয়োজনের ছবি নয়, অপু বরং ভরসা রাখছেন তুলনামূলক কম বাজেটের ভালো গল্পের কাজে। করোনা পরিস্থিতির কারণে ছবিগুলোর কাজ শেষ হতে দেরি হয়েছে যদিও, তাতে অপুর আফসোস নেই। তাঁর বিশ্বাস, ছবিগুলো মুক্তি পেলে নতুন অপুকে আবিষ্কার করবে দর্শক।
গত কয়েক দিনে অপু বিশ্বাসের রুটিন খানিকটা বদলে গেছে। তাঁর একমাত্র সন্তান জয় দীর্ঘ বিরতির পর আবার স্কুলে যাচ্ছে। অপুর ব্যস্ততাও তাই বেড়েছে। এই কদিন হাতে কোনো কাজ রাখেননি তিনি। অপু বলেন, ‘সন্তানের স্কুল থাকলে মায়েদের একরকম রুটিন হয়। আর স্কুল না থাকলে একেবারেই আলাদা রুটিন। এখন ছেলের স্কুলের রুটিনের সঙ্গে নিজের কাজকর্ম মানিয়ে নিতে হবে। এর জন্য কয়েকটা দিন সময় লাগবে। তাই এই কটা দিন বাইরে কোনো কাজ রাখিনি।’

‘ঈশা খাঁ’, ‘প্রেম প্রীতি বন্ধন’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে নতুন তিনটি ছবির শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস। ডায়েল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’ ছবিতে অপুর নায়ক ডি এ তায়েব। সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ ছবিতে অপুর সঙ্গে অভিনয় করেছেন জয় চৌধুরী। আর ‘ছায়াবৃক্ষ’ ছবিতে নিরব হোসেন আছেন অপুর বিপরীতে। বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। তিনটি ছবিই এখন শুটিং শেষে সম্পাদনার টেবিলে।
অপু বিশ্বাস জানান, এই তিন ছবিতে ভিন্ন তিন চরিত্রে হাজির হবেন তিনি। ঈশা খাঁ ঐতিহাসিক গল্পের ছবি। চরিত্রের প্রয়োজনে ছবিতে অপু নিয়েছেন পুরোনো দিনের গেটআপ। ‘প্রেম প্রীতি বন্ধন’ সম্পূর্ণ রোম্যান্টিক ঘরানার ছবি। অপুর অন্যান্য জনপ্রিয় ছবির মতো এতেও তাঁকে দেখা যাবে নাচ-গান-অ্যাকশনে ভরপুর গল্পে। কিন্তু ‘ছায়াবৃক্ষ’তে অপু সম্পূর্ণ অন্য রকম। সরকারি অনুদানের এই ছবিতে তিনি অভিনয় করেছেন চা-বাগানের কর্মচারী হিসেবে।
তিনটি ছবি নিয়েই অপুর আশা অনেক। কয়েক বছর ধরে অপু বিশ্বাস চেষ্টা করছেন চলচ্চিত্রে নিয়মিত হওয়ার। বড় বাজেটের, বড় আয়োজনের ছবি নয়, অপু বরং ভরসা রাখছেন তুলনামূলক কম বাজেটের ভালো গল্পের কাজে। করোনা পরিস্থিতির কারণে ছবিগুলোর কাজ শেষ হতে দেরি হয়েছে যদিও, তাতে অপুর আফসোস নেই। তাঁর বিশ্বাস, ছবিগুলো মুক্তি পেলে নতুন অপুকে আবিষ্কার করবে দর্শক।
গত কয়েক দিনে অপু বিশ্বাসের রুটিন খানিকটা বদলে গেছে। তাঁর একমাত্র সন্তান জয় দীর্ঘ বিরতির পর আবার স্কুলে যাচ্ছে। অপুর ব্যস্ততাও তাই বেড়েছে। এই কদিন হাতে কোনো কাজ রাখেননি তিনি। অপু বলেন, ‘সন্তানের স্কুল থাকলে মায়েদের একরকম রুটিন হয়। আর স্কুল না থাকলে একেবারেই আলাদা রুটিন। এখন ছেলের স্কুলের রুটিনের সঙ্গে নিজের কাজকর্ম মানিয়ে নিতে হবে। এর জন্য কয়েকটা দিন সময় লাগবে। তাই এই কটা দিন বাইরে কোনো কাজ রাখিনি।’

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৩ ঘণ্টা আগে