
‘ঈশা খাঁ’, ‘প্রেম প্রীতি বন্ধন’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে নতুন তিনটি ছবির শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস। ডায়েল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’ ছবিতে অপুর নায়ক ডি এ তায়েব। সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ ছবিতে অপুর সঙ্গে অভিনয় করেছেন জয় চৌধুরী। আর ‘ছায়াবৃক্ষ’ ছবিতে নিরব হোসেন আছেন অপুর বিপরীতে। বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। তিনটি ছবিই এখন শুটিং শেষে সম্পাদনার টেবিলে।
অপু বিশ্বাস জানান, এই তিন ছবিতে ভিন্ন তিন চরিত্রে হাজির হবেন তিনি। ঈশা খাঁ ঐতিহাসিক গল্পের ছবি। চরিত্রের প্রয়োজনে ছবিতে অপু নিয়েছেন পুরোনো দিনের গেটআপ। ‘প্রেম প্রীতি বন্ধন’ সম্পূর্ণ রোম্যান্টিক ঘরানার ছবি। অপুর অন্যান্য জনপ্রিয় ছবির মতো এতেও তাঁকে দেখা যাবে নাচ-গান-অ্যাকশনে ভরপুর গল্পে। কিন্তু ‘ছায়াবৃক্ষ’তে অপু সম্পূর্ণ অন্য রকম। সরকারি অনুদানের এই ছবিতে তিনি অভিনয় করেছেন চা-বাগানের কর্মচারী হিসেবে।
তিনটি ছবি নিয়েই অপুর আশা অনেক। কয়েক বছর ধরে অপু বিশ্বাস চেষ্টা করছেন চলচ্চিত্রে নিয়মিত হওয়ার। বড় বাজেটের, বড় আয়োজনের ছবি নয়, অপু বরং ভরসা রাখছেন তুলনামূলক কম বাজেটের ভালো গল্পের কাজে। করোনা পরিস্থিতির কারণে ছবিগুলোর কাজ শেষ হতে দেরি হয়েছে যদিও, তাতে অপুর আফসোস নেই। তাঁর বিশ্বাস, ছবিগুলো মুক্তি পেলে নতুন অপুকে আবিষ্কার করবে দর্শক।
গত কয়েক দিনে অপু বিশ্বাসের রুটিন খানিকটা বদলে গেছে। তাঁর একমাত্র সন্তান জয় দীর্ঘ বিরতির পর আবার স্কুলে যাচ্ছে। অপুর ব্যস্ততাও তাই বেড়েছে। এই কদিন হাতে কোনো কাজ রাখেননি তিনি। অপু বলেন, ‘সন্তানের স্কুল থাকলে মায়েদের একরকম রুটিন হয়। আর স্কুল না থাকলে একেবারেই আলাদা রুটিন। এখন ছেলের স্কুলের রুটিনের সঙ্গে নিজের কাজকর্ম মানিয়ে নিতে হবে। এর জন্য কয়েকটা দিন সময় লাগবে। তাই এই কটা দিন বাইরে কোনো কাজ রাখিনি।’

‘ঈশা খাঁ’, ‘প্রেম প্রীতি বন্ধন’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে নতুন তিনটি ছবির শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস। ডায়েল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’ ছবিতে অপুর নায়ক ডি এ তায়েব। সোলায়মান আলী লেবুর পরিচালনায় ‘প্রেম প্রীতি বন্ধন’ ছবিতে অপুর সঙ্গে অভিনয় করেছেন জয় চৌধুরী। আর ‘ছায়াবৃক্ষ’ ছবিতে নিরব হোসেন আছেন অপুর বিপরীতে। বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। তিনটি ছবিই এখন শুটিং শেষে সম্পাদনার টেবিলে।
অপু বিশ্বাস জানান, এই তিন ছবিতে ভিন্ন তিন চরিত্রে হাজির হবেন তিনি। ঈশা খাঁ ঐতিহাসিক গল্পের ছবি। চরিত্রের প্রয়োজনে ছবিতে অপু নিয়েছেন পুরোনো দিনের গেটআপ। ‘প্রেম প্রীতি বন্ধন’ সম্পূর্ণ রোম্যান্টিক ঘরানার ছবি। অপুর অন্যান্য জনপ্রিয় ছবির মতো এতেও তাঁকে দেখা যাবে নাচ-গান-অ্যাকশনে ভরপুর গল্পে। কিন্তু ‘ছায়াবৃক্ষ’তে অপু সম্পূর্ণ অন্য রকম। সরকারি অনুদানের এই ছবিতে তিনি অভিনয় করেছেন চা-বাগানের কর্মচারী হিসেবে।
তিনটি ছবি নিয়েই অপুর আশা অনেক। কয়েক বছর ধরে অপু বিশ্বাস চেষ্টা করছেন চলচ্চিত্রে নিয়মিত হওয়ার। বড় বাজেটের, বড় আয়োজনের ছবি নয়, অপু বরং ভরসা রাখছেন তুলনামূলক কম বাজেটের ভালো গল্পের কাজে। করোনা পরিস্থিতির কারণে ছবিগুলোর কাজ শেষ হতে দেরি হয়েছে যদিও, তাতে অপুর আফসোস নেই। তাঁর বিশ্বাস, ছবিগুলো মুক্তি পেলে নতুন অপুকে আবিষ্কার করবে দর্শক।
গত কয়েক দিনে অপু বিশ্বাসের রুটিন খানিকটা বদলে গেছে। তাঁর একমাত্র সন্তান জয় দীর্ঘ বিরতির পর আবার স্কুলে যাচ্ছে। অপুর ব্যস্ততাও তাই বেড়েছে। এই কদিন হাতে কোনো কাজ রাখেননি তিনি। অপু বলেন, ‘সন্তানের স্কুল থাকলে মায়েদের একরকম রুটিন হয়। আর স্কুল না থাকলে একেবারেই আলাদা রুটিন। এখন ছেলের স্কুলের রুটিনের সঙ্গে নিজের কাজকর্ম মানিয়ে নিতে হবে। এর জন্য কয়েকটা দিন সময় লাগবে। তাই এই কটা দিন বাইরে কোনো কাজ রাখিনি।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১০ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১০ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১০ ঘণ্টা আগে