নিজস্ব প্রতিবেদক

ঢাকা: গুরুবাস পর্যটনের শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেত্রী শাহনূর। আজ শুক্রবার দুপুরে ঢাকার পল্টনস্থ বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের কার্যালয়ে এই অভিনেত্রীকে গুরুবাস পর্যটনের মনোনয়নপত্র তুলে দেন বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান।
টুরিজম ফাউন্ডেশনের তথ্যমতে, বাংলাদেশ প্রথম পর্যটন গ্রাম চারিপাড়ায় ‘গুরুবাস পর্যটন’ শীর্ষক পর্যটনের একটি নতুন দর্শনধারার সূচনা করা হচ্ছে, যার কারিগরি সহায়তা করছে বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশন। শুভেচ্ছা দূত হিসেবে শাহনূর তাঁর ভ্রমণস্থলে, কর্মস্থলে বা অন্য কোন স্থানে উপস্থিতির সময় গুরুবাস পর্যটনের উদ্দেশ্য ও দর্শনের প্রতি সকলকে আকৃষ্ট করবেন।
গুরুবাসের মূল বক্তব্য হলো জীবন, সংস্কৃতি ও প্রকৃতির কাছ থেকে গৃহীত শিক্ষাই প্রকৃত শিক্ষা। তাই প্রতিটি পর্যটক শ্রেষ্ঠ শিক্ষার্থী। পর্যটন নিভৃত পল্লিতে জীবনযুদ্ধে উত্তীর্ণ মানুষকে গুরু হিসেবে নতুন মোড়কে উপস্থাপন করবে। যেমন শস্যগুরু, মৎস্যগুরু, খাদ্যগুরু, ধর্মগুরু, শিল্পগুরু, গল্পগুরু, পর্যটনগুরু ইত্যাদি। গুরুবাস পর্যটন একটি শিক্ষা দর্শন যা স্থানীয় মানুষের পরীক্ষিত জীবনধারা থেকে উৎসারিত। গুরুবাসের মৌলিক চেতনা হলো দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে মানুষ ও সমাজের মধ্যে বিশুদ্ধতা, স্থায়িত্ব ও সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ করা।
অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর বলেন, 'পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, তারা নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য টুরিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে দেশে পর্যটন শিল্প তেমন বিকাশ লাভ করেনি। এখন সময় এসেছে পর্যটনের প্রতি বিশেষ নজর দেওয়ার।'
বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান বলেন, 'গুরুবাস হচ্ছে গুরুর সঙ্গে বাস। গুরুর সঙ্গে বাস করবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গুরু হিসেবে আমরা গ্রাম থেকে কিছু মানুষকে বাছাই করবো। আগে গুরুগৃহে জীবনমুখী শিক্ষা দেওয়া হতো। এখন গ্রামে যেসব মানুষের জীবনমুখী জ্ঞান আছে। শিক্ষার্থীরা তাদের থেকে জীবনবোধ, জীবন প্রকৃতি, জীবনধারাটা শিখবে। আমরা তখন এই স্কুলিংকে বলবো গুরুবাস। এটা জীবনমুখী পর্যটনের একটা টেকসই স্কুলিং হবে। গুরুবাস পর্যটন দেশের পর্যটনের বুদ্ধিবৃত্তিক সম্পদ সৃজন ও সংরক্ষণে অবদান রাখবে।'
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সহ সভাপতি শাহাবউদ্দিন সোহাগ, কিশোর রায়হান, বাংলাদেশ টুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স–এমপ্লয়িজ ফেডারেশনের আহ্বায়ক রাশেদুর রহমান, রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা প্রমুখ।

ঢাকা: গুরুবাস পর্যটনের শুভেচ্ছা দূত হয়েছেন অভিনেত্রী শাহনূর। আজ শুক্রবার দুপুরে ঢাকার পল্টনস্থ বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের কার্যালয়ে এই অভিনেত্রীকে গুরুবাস পর্যটনের মনোনয়নপত্র তুলে দেন বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান।
টুরিজম ফাউন্ডেশনের তথ্যমতে, বাংলাদেশ প্রথম পর্যটন গ্রাম চারিপাড়ায় ‘গুরুবাস পর্যটন’ শীর্ষক পর্যটনের একটি নতুন দর্শনধারার সূচনা করা হচ্ছে, যার কারিগরি সহায়তা করছে বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশন। শুভেচ্ছা দূত হিসেবে শাহনূর তাঁর ভ্রমণস্থলে, কর্মস্থলে বা অন্য কোন স্থানে উপস্থিতির সময় গুরুবাস পর্যটনের উদ্দেশ্য ও দর্শনের প্রতি সকলকে আকৃষ্ট করবেন।
গুরুবাসের মূল বক্তব্য হলো জীবন, সংস্কৃতি ও প্রকৃতির কাছ থেকে গৃহীত শিক্ষাই প্রকৃত শিক্ষা। তাই প্রতিটি পর্যটক শ্রেষ্ঠ শিক্ষার্থী। পর্যটন নিভৃত পল্লিতে জীবনযুদ্ধে উত্তীর্ণ মানুষকে গুরু হিসেবে নতুন মোড়কে উপস্থাপন করবে। যেমন শস্যগুরু, মৎস্যগুরু, খাদ্যগুরু, ধর্মগুরু, শিল্পগুরু, গল্পগুরু, পর্যটনগুরু ইত্যাদি। গুরুবাস পর্যটন একটি শিক্ষা দর্শন যা স্থানীয় মানুষের পরীক্ষিত জীবনধারা থেকে উৎসারিত। গুরুবাসের মৌলিক চেতনা হলো দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে মানুষ ও সমাজের মধ্যে বিশুদ্ধতা, স্থায়িত্ব ও সমৃদ্ধ ঐতিহ্য সংরক্ষণ করা।
অভিনেত্রী সৈয়দা কামরুন নাহার শাহনূর বলেন, 'পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি, তারা নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য টুরিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে দেশে পর্যটন শিল্প তেমন বিকাশ লাভ করেনি। এখন সময় এসেছে পর্যটনের প্রতি বিশেষ নজর দেওয়ার।'
বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান বলেন, 'গুরুবাস হচ্ছে গুরুর সঙ্গে বাস। গুরুর সঙ্গে বাস করবে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গুরু হিসেবে আমরা গ্রাম থেকে কিছু মানুষকে বাছাই করবো। আগে গুরুগৃহে জীবনমুখী শিক্ষা দেওয়া হতো। এখন গ্রামে যেসব মানুষের জীবনমুখী জ্ঞান আছে। শিক্ষার্থীরা তাদের থেকে জীবনবোধ, জীবন প্রকৃতি, জীবনধারাটা শিখবে। আমরা তখন এই স্কুলিংকে বলবো গুরুবাস। এটা জীবনমুখী পর্যটনের একটা টেকসই স্কুলিং হবে। গুরুবাস পর্যটন দেশের পর্যটনের বুদ্ধিবৃত্তিক সম্পদ সৃজন ও সংরক্ষণে অবদান রাখবে।'
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিজম ফাউন্ডেশনের সহ সভাপতি শাহাবউদ্দিন সোহাগ, কিশোর রায়হান, বাংলাদেশ টুরিজম অ্যান্ড হোটেলস ওয়ার্কার্স–এমপ্লয়িজ ফেডারেশনের আহ্বায়ক রাশেদুর রহমান, রন্ধনশিল্পী নাজিয়া ফারহানা প্রমুখ।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৪ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৪ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৪ ঘণ্টা আগে