Ajker Patrika

সেলিব্রেটি ক্রিকেট লিগে হাতাহাতির ঘটনায় পরীমণি বললেন, আল্লাহ বাঁচাইছে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২: ২০
সেলিব্রেটি ক্রিকেট লিগে হাতাহাতির ঘটনায় পরীমণি বললেন, আল্লাহ বাঁচাইছে

মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রেটি ক্রিকেট লিগে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমণি। আজ শনিবার সকালে ফেসবুকে তিনি লিখেছেন, ‘এই অ্যাগ্রেসিভ...–এর (প্রকাশ করা যাচ্ছে না) চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএলে! আল্লাহ বাঁচাইছে।’ অনেকে মনে করছেন, পরীমণি শরিফুল রাজকে ইঙ্গিত করেই এই পোস্ট করেছেন। কারণ হাতাহাতির ঘটনায় শরিফুল রাজের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার রাতে নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস এবং দীপংকর দীপনের রানার ফাস্টিজ দুই দলের ম্যাচ চলাকালীন এই হাতাহাতির ঘটনা ঘটে। এতে দীপংকর দীপনের টিমের বেশ কয়েকজন খেলোয়াড় আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে দীপংকর দীপনের টিমের খেলোয়াড় চিত্রনায়িকা রাজ রিপার অভিযোগ, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ মদ্যপ অবস্থায় ছিলেন।

মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলছে সেলিব্রেটি ক্রিকেট লিগ। গত ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লিগে উত্তাপ ছড়িয়েছে। স্লেজিংও কিছু কিছু সময় মারাত্মক আকার ধারণ করে। তবে গতকাল শুক্রবার রাতে নির্মাতা মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের রানার ফাস্টিজ দুই দলের ম্যাচ চলাকালীন হাতাহাতির ঘটনা ঘটে।

সেলিব্রিটি ক্রিকেট লিগে হাতাহাতিএতে আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিকস হসপিটাল) ভর্তি হয়েছেন শিশির সরদার, চিত্রনায়িকা রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের তারকারাসহ কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্ব দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত