বিনোদন প্রতিবেদক, ঢাকা

থ্রিলার নির্মাতা হিসেবেই পরিচিত ভিকি জাহেদ। এবার থ্রিলারের সঙ্গে প্রেম যোগ করে তিনি নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। নির্মাতা একে বলছেন ডার্ক লাভ স্টোরি। সিনেমায় প্রথমবার নির্দেশক ভিকির সঙ্গী হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। আরও আছেন জাকিয়া বারী মম, আবুল হায়াত, শাহনাজ সুমি প্রমুখ। গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মের ট্রেলার।
প্রায় তিন মিনিটের ট্রেলারে দেখা গেল, স্ত্রী-সন্তান ও অসুস্থ মাকে রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠায়। শহরে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল, তাকে বিয়ে করার কথাও ভাবে। ট্রেলারে বলা হয়, মায়ার জাদুর ঢাকা শহরে গ্রামের কত মেয়ের যে কপাল পুড়ছে, কত মেয়ের যে সংসার ভাঙছে। প্রভাবশালী ইদ্রিস আলীর সঙ্গে পরিচয়ের সুবাদে একসময় অন্ধকার জগতে জড়িয়ে যায় মুকুল। অন্যদিকে গ্রামে থাকা মুকুলের স্ত্রী রুমালিও জড়িয়ে পড়ে অনৈতিক কাজে। অনেক দিন গ্রামে যায় না মুকুল, প্রতি মাসে পাঠানো টাকার পরিমাণও কমিয়ে দেয়। চিন্তায় পড়ে তার স্ত্রী ও মা। মুকুলকে খুঁজতে বেরিয়ে পড়ে রুমালি। ট্রেলার দেখে আন্দাজ করা যায় মুকুল, রুমালি ও ইদ্রিস আলীর পাপের পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছে অন্ধকারের গান।
ভিকি জাহেদ বলেন, ‘অন্ধকারের গানের গল্পটি খুবই ভিন্ন। আমি সাধারণত যে ধরনের কাজ করি তার চেয়ে আলাদা। আমার গল্প সাধারণত শহরকেন্দ্রিক হয়। এই গল্পে শহরের সঙ্গে গ্রামীণ পটভূমি যোগ হয়েছে। মূলত সম্পর্কের গল্প, সেই সঙ্গে যোগ হয়েছে থ্রিলার আর সাসপেন্স। এটাকে ডার্ক লাভ স্টোরি বলা যায়। প্রথমবার মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। অনেক বছর ধরে তাঁর কাজ দেখে মুগ্ধ হয়েছি। অপেক্ষায় ছিলাম কবে তাঁর সঙ্গে কাজ হবে। অবশেষে অন্ধকারের গানে সেই অপেক্ষা শেষ হলো।’
ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে অন্ধকারের গান। নির্মাতা জানান, চলতি মাসের শেষ দিকে ওয়েব ফিল্মটি মুক্তি পেতে পারে।

থ্রিলার নির্মাতা হিসেবেই পরিচিত ভিকি জাহেদ। এবার থ্রিলারের সঙ্গে প্রেম যোগ করে তিনি নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। নির্মাতা একে বলছেন ডার্ক লাভ স্টোরি। সিনেমায় প্রথমবার নির্দেশক ভিকির সঙ্গী হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। আরও আছেন জাকিয়া বারী মম, আবুল হায়াত, শাহনাজ সুমি প্রমুখ। গতকাল সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মের ট্রেলার।
প্রায় তিন মিনিটের ট্রেলারে দেখা গেল, স্ত্রী-সন্তান ও অসুস্থ মাকে রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠায়। শহরে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল, তাকে বিয়ে করার কথাও ভাবে। ট্রেলারে বলা হয়, মায়ার জাদুর ঢাকা শহরে গ্রামের কত মেয়ের যে কপাল পুড়ছে, কত মেয়ের যে সংসার ভাঙছে। প্রভাবশালী ইদ্রিস আলীর সঙ্গে পরিচয়ের সুবাদে একসময় অন্ধকার জগতে জড়িয়ে যায় মুকুল। অন্যদিকে গ্রামে থাকা মুকুলের স্ত্রী রুমালিও জড়িয়ে পড়ে অনৈতিক কাজে। অনেক দিন গ্রামে যায় না মুকুল, প্রতি মাসে পাঠানো টাকার পরিমাণও কমিয়ে দেয়। চিন্তায় পড়ে তার স্ত্রী ও মা। মুকুলকে খুঁজতে বেরিয়ে পড়ে রুমালি। ট্রেলার দেখে আন্দাজ করা যায় মুকুল, রুমালি ও ইদ্রিস আলীর পাপের পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছে অন্ধকারের গান।
ভিকি জাহেদ বলেন, ‘অন্ধকারের গানের গল্পটি খুবই ভিন্ন। আমি সাধারণত যে ধরনের কাজ করি তার চেয়ে আলাদা। আমার গল্প সাধারণত শহরকেন্দ্রিক হয়। এই গল্পে শহরের সঙ্গে গ্রামীণ পটভূমি যোগ হয়েছে। মূলত সম্পর্কের গল্প, সেই সঙ্গে যোগ হয়েছে থ্রিলার আর সাসপেন্স। এটাকে ডার্ক লাভ স্টোরি বলা যায়। প্রথমবার মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করলাম। অনেক বছর ধরে তাঁর কাজ দেখে মুগ্ধ হয়েছি। অপেক্ষায় ছিলাম কবে তাঁর সঙ্গে কাজ হবে। অবশেষে অন্ধকারের গানে সেই অপেক্ষা শেষ হলো।’
ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে অন্ধকারের গান। নির্মাতা জানান, চলতি মাসের শেষ দিকে ওয়েব ফিল্মটি মুক্তি পেতে পারে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১ দিন আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১ দিন আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১ দিন আগে