বিনোদন প্রতিবেদক, ঢাকা

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়সহ বিভিন্ন লোকেশনে চলছে সজল-বুবলী অভিনীত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং, যেখানে বন্য হাতির আনাগোনা রয়েছে। শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের মুখে পড়েছিলেন সিনেমার কলাকুশলীরা। তেমন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক নিয়ে কাজ করছেন বলে জানান অভিনেতা সজল। তবে বনের ভেতরে এই শুটিং নিয়ে আপত্তি জানিয়েছেন জয়া আহসান ও কাজী নওশাবা আহমেদ। শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
‘গারো পাহাড়ে নতুন সিনেমার শুটিং, বিঘ্ন ঘটাচ্ছে বন্য হাতির দল’—এমন একটি সংবাদের ছবি ফেসবুকে শেয়ার করে জয়া আহসান লেখেন, ‘এই আরেক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়? মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গানবাজনা এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এ রকম একটা সেনসিটিভ জায়গায়?’
জয়ার ওই পোস্টে নেটিজেনদের অনেকে সহমত পোষণ করছেন। কেউ লিখেছেন, এই শুটিং টিমের বিরুদ্ধে কড়া আইনি নোটিশ পাঠানো হোক। এই বিষয়ে কথা বলতে শাপলা শালুক সিনেমার নির্মাতা রাশেদা আক্তার লাজুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এবারই প্রথম নয়, বন্য প্রাণী সংরক্ষণে সবসময়ই সরব ছিলেন জয়া আহসান। মানুষের নিয়ন্ত্রণে রেখে হাতিকে সার্কাসে ব্যবহার, হাতির পিঠে ভ্রমণ, বিয়েবাড়িতে শোভাবর্ধন এবং বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র্যালিতে বিজ্ঞাপনের মতো বিভিন্ন বিনোদনের কাজে হাতির ব্যবহার বন্ধে গত বছর হাইকোর্টে রিট করেছিলেন তিনি। তাঁর করা রিটের পর এসব কাজে ব্যক্তিমালিকানায় লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।
একই বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন আরেক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। জয়া আহসানের শেয়ার করা একই নিউজের ছবি ফেসবুকে পোস্ট করে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। প্রাণীকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে কাজ করা প্রাণী সংরক্ষণ সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের দূত হিসেবে যুক্ত আছেন কাজী নওশাবা।
অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমা শাপলা শালুকে প্রথমবার জুটি হয়েছেন সজল ও বুবলী। এতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়সহ বিভিন্ন লোকেশনে চলছে সজল-বুবলী অভিনীত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং, যেখানে বন্য হাতির আনাগোনা রয়েছে। শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের মুখে পড়েছিলেন সিনেমার কলাকুশলীরা। তেমন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক নিয়ে কাজ করছেন বলে জানান অভিনেতা সজল। তবে বনের ভেতরে এই শুটিং নিয়ে আপত্তি জানিয়েছেন জয়া আহসান ও কাজী নওশাবা আহমেদ। শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
‘গারো পাহাড়ে নতুন সিনেমার শুটিং, বিঘ্ন ঘটাচ্ছে বন্য হাতির দল’—এমন একটি সংবাদের ছবি ফেসবুকে শেয়ার করে জয়া আহসান লেখেন, ‘এই আরেক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়? মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গানবাজনা এগুলো কি অ্যালাউ করা ঠিক হবে এ রকম একটা সেনসিটিভ জায়গায়?’
জয়ার ওই পোস্টে নেটিজেনদের অনেকে সহমত পোষণ করছেন। কেউ লিখেছেন, এই শুটিং টিমের বিরুদ্ধে কড়া আইনি নোটিশ পাঠানো হোক। এই বিষয়ে কথা বলতে শাপলা শালুক সিনেমার নির্মাতা রাশেদা আক্তার লাজুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
এবারই প্রথম নয়, বন্য প্রাণী সংরক্ষণে সবসময়ই সরব ছিলেন জয়া আহসান। মানুষের নিয়ন্ত্রণে রেখে হাতিকে সার্কাসে ব্যবহার, হাতির পিঠে ভ্রমণ, বিয়েবাড়িতে শোভাবর্ধন এবং বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র্যালিতে বিজ্ঞাপনের মতো বিভিন্ন বিনোদনের কাজে হাতির ব্যবহার বন্ধে গত বছর হাইকোর্টে রিট করেছিলেন তিনি। তাঁর করা রিটের পর এসব কাজে ব্যক্তিমালিকানায় লাইসেন্স দেওয়ার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।
একই বিষয় নিয়ে আপত্তি জানিয়েছেন আরেক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। জয়া আহসানের শেয়ার করা একই নিউজের ছবি ফেসবুকে পোস্ট করে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। প্রাণীকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে কাজ করা প্রাণী সংরক্ষণ সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের দূত হিসেবে যুক্ত আছেন কাজী নওশাবা।
অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমা শাপলা শালুকে প্রথমবার জুটি হয়েছেন সজল ও বুবলী। এতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
১৭ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
১৭ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
১৭ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৭ ঘণ্টা আগে