
চলচ্চিত্রে অভিনয়জীবনের ৩১ বছর পূর্ণ করে ৩২-এ পা দিলেন চিত্রনায়ক আমিন খান। ১৯৯৩ সালের ১ অক্টোবর মোহাম্মদ হোসেন পরিচালিত সনি কথাচিত্র প্রযোজিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনে জগতে অভিষেক হয় তাঁর। তারও আগে তাঁর চাচা আবু হাসান খানের (প্রয়াত) অনুপ্রেরণায় ১৯৯০ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নেন আমিন। ১৯৯২ সালের ২৪ ডিসেম্বর আমিন খানেরই জন্মদিনে তাঁর প্রথম সিনেমার শুটিং শুরু হয়। ১৯৯৩ সালের ১ অক্টোবর সারা দেশের ৮০টি সিনেমা হলে মুক্তি পায় অবুঝ দুটি মন। প্রথম সিনেমা মুক্তির আগেই আমিন খান চুক্তিবদ্ধ হয়েছিলেন বাদল খন্দকারের ‘দুনিয়ার বাদশা’ সিনেমায়। আমিনের তৃতীয় সিনেমা এফ আই মানিকের ‘বীর সন্তান’।
দীর্ঘ ক্যারিয়ারে আমিন খানের নায়িকা হয়েছেন চাঁদনী, মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমাসহ অনেকে। আমিন খান অভিনীত আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তোমার আমার প্রেম’,‘ ঠেকাও মাস্তান’, ‘মুখোমুখি’, ‘ফুল নেবো না অশ্র নেবো’, ‘হৃদয়ের বন্ধন’, ‘বিপদজনক’, ‘টোকাই থেকে হিরো’, ‘মরণকামড়’, ‘চাকরের প্রেম’, ‘বিরোধীদল’, ‘আজ গায়ে হলুদ’ ইত্যাদি।
আমিন খান বলেন, ‘বাবা-মায়ের পর আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার চাচা আবু হাসান খানের প্রতি। তিনি আমাকে নতুন মুখের সন্ধানে নাম দেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কৃতজ্ঞ মোহাম্মদ হোসেন ভাইয়ের প্রতি; কারণ, তাঁর প্রযোজনা সংস্থা থেকে আমাকে নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয়। আমি কৃতজ্ঞ বাদল খন্দকার, এফ আই মানিক, মনতাজুর রহমান আকবরসহ সব পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, সিনেমাটোগ্রাফারসহ সংবাদমাধ্যম ও দর্শকের প্রতি।’

চলচ্চিত্রে অভিনয়জীবনের ৩১ বছর পূর্ণ করে ৩২-এ পা দিলেন চিত্রনায়ক আমিন খান। ১৯৯৩ সালের ১ অক্টোবর মোহাম্মদ হোসেন পরিচালিত সনি কথাচিত্র প্রযোজিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সিনে জগতে অভিষেক হয় তাঁর। তারও আগে তাঁর চাচা আবু হাসান খানের (প্রয়াত) অনুপ্রেরণায় ১৯৯০ সালে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে অংশ নেন আমিন। ১৯৯২ সালের ২৪ ডিসেম্বর আমিন খানেরই জন্মদিনে তাঁর প্রথম সিনেমার শুটিং শুরু হয়। ১৯৯৩ সালের ১ অক্টোবর সারা দেশের ৮০টি সিনেমা হলে মুক্তি পায় অবুঝ দুটি মন। প্রথম সিনেমা মুক্তির আগেই আমিন খান চুক্তিবদ্ধ হয়েছিলেন বাদল খন্দকারের ‘দুনিয়ার বাদশা’ সিনেমায়। আমিনের তৃতীয় সিনেমা এফ আই মানিকের ‘বীর সন্তান’।
দীর্ঘ ক্যারিয়ারে আমিন খানের নায়িকা হয়েছেন চাঁদনী, মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমাসহ অনেকে। আমিন খান অভিনীত আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তোমার আমার প্রেম’,‘ ঠেকাও মাস্তান’, ‘মুখোমুখি’, ‘ফুল নেবো না অশ্র নেবো’, ‘হৃদয়ের বন্ধন’, ‘বিপদজনক’, ‘টোকাই থেকে হিরো’, ‘মরণকামড়’, ‘চাকরের প্রেম’, ‘বিরোধীদল’, ‘আজ গায়ে হলুদ’ ইত্যাদি।
আমিন খান বলেন, ‘বাবা-মায়ের পর আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার চাচা আবু হাসান খানের প্রতি। তিনি আমাকে নতুন মুখের সন্ধানে নাম দেওয়ার জন্য অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কৃতজ্ঞ মোহাম্মদ হোসেন ভাইয়ের প্রতি; কারণ, তাঁর প্রযোজনা সংস্থা থেকে আমাকে নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয়। আমি কৃতজ্ঞ বাদল খন্দকার, এফ আই মানিক, মনতাজুর রহমান আকবরসহ সব পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, সিনেমাটোগ্রাফারসহ সংবাদমাধ্যম ও দর্শকের প্রতি।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে