
কীভাবে একটা সিনেমা আপনার ভাবনার জগৎকেও বদলে দিতে পারে, প্রেমাম তার উদাহরণ। ভারতের মালায়লাম ছবির ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকচর্চিত ছবি ‘প্রেমাম’। খুব বেশি হার্ডকোর সিনেপ্রেমী না হলে, এই সিনেমা দিয়ে মালায়লাম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় ঘটে বেশির ভাগেরই।
দুই‘প্রেমাম’ ছবিটি মুক্তির দিনই এইচডি প্রিন্টে পাইরেসি/লিক হয়ে যাওয়ার পরেও বক্স অফিসে ৭৭ কোটি ইনকাম করে, যা সেই সময় ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল হয়।
তিনপ্রথম মালায়লাম ছবি, যেটা তামিলনাড়ুতে টানা ২৫০ দিন সিনেমা হলে চলেছিল। তামিলে রিলিজের পর প্রথম মালায়লাম ছবি হিসেবে ২ কোটি আয় করে ‘প্রেমাম’। বিশ্বজুড়ে ৪ কোটির বেশি আয় করে প্রেমাম, যা মালায়লাম ছবির জন্য ইতিহাস।
চারএই ছবিতে প্রায় ১৭ জন কলাকুশলীর অভিষেক হয়, যার মধ্যে ছবির মূল তিন অভিনেত্রীও ছিলেন। সাই পল্লভী ও অনুপমা রাতারাতি তারকা বনে যান এই ছবি দিয়ে। তাঁরা এই ছবির পর দক্ষিণের বাকি ইন্ডাস্ট্রিতে দাপটে লিড রোলে বড় স্টারদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
পাঁচবর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে একমাত্র নিভিন পৌলি মোহনলালের ‘দৃশ্যম’ রেকর্ড ভাঙতে পেরেছেন। সব মিলিয়ে প্রায় এক বছর বিভিন্ন থিয়েটারে চলেছিল প্রেমাম। মুক্তির পর হিন্দিসহ চারটি ভাষায় রিমেকের ঘোষণা আসে।
ছয়ছবিটি প্রায় ৬০টি বিভিন্ন ক্যাটাগরিতে নমিনেশন পায়, যার মধ্যে ৩৭টি জিতে নেয়! ছবিটির আইএমডি রেটিং ৮ দশমিক ৩। গুগল ব্যবহারকারীরা প্রতি ১০০ জনের মধ্যে ৯৩ জন ছবিটি পছন্দ করেছেন।

কীভাবে একটা সিনেমা আপনার ভাবনার জগৎকেও বদলে দিতে পারে, প্রেমাম তার উদাহরণ। ভারতের মালায়লাম ছবির ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকচর্চিত ছবি ‘প্রেমাম’। খুব বেশি হার্ডকোর সিনেপ্রেমী না হলে, এই সিনেমা দিয়ে মালায়লাম ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় ঘটে বেশির ভাগেরই।
দুই‘প্রেমাম’ ছবিটি মুক্তির দিনই এইচডি প্রিন্টে পাইরেসি/লিক হয়ে যাওয়ার পরেও বক্স অফিসে ৭৭ কোটি ইনকাম করে, যা সেই সময় ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসাসফল হয়।
তিনপ্রথম মালায়লাম ছবি, যেটা তামিলনাড়ুতে টানা ২৫০ দিন সিনেমা হলে চলেছিল। তামিলে রিলিজের পর প্রথম মালায়লাম ছবি হিসেবে ২ কোটি আয় করে ‘প্রেমাম’। বিশ্বজুড়ে ৪ কোটির বেশি আয় করে প্রেমাম, যা মালায়লাম ছবির জন্য ইতিহাস।
চারএই ছবিতে প্রায় ১৭ জন কলাকুশলীর অভিষেক হয়, যার মধ্যে ছবির মূল তিন অভিনেত্রীও ছিলেন। সাই পল্লভী ও অনুপমা রাতারাতি তারকা বনে যান এই ছবি দিয়ে। তাঁরা এই ছবির পর দক্ষিণের বাকি ইন্ডাস্ট্রিতে দাপটে লিড রোলে বড় স্টারদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন।
পাঁচবর্তমান প্রজন্মের অভিনেতাদের মধ্যে একমাত্র নিভিন পৌলি মোহনলালের ‘দৃশ্যম’ রেকর্ড ভাঙতে পেরেছেন। সব মিলিয়ে প্রায় এক বছর বিভিন্ন থিয়েটারে চলেছিল প্রেমাম। মুক্তির পর হিন্দিসহ চারটি ভাষায় রিমেকের ঘোষণা আসে।
ছয়ছবিটি প্রায় ৬০টি বিভিন্ন ক্যাটাগরিতে নমিনেশন পায়, যার মধ্যে ৩৭টি জিতে নেয়! ছবিটির আইএমডি রেটিং ৮ দশমিক ৩। গুগল ব্যবহারকারীরা প্রতি ১০০ জনের মধ্যে ৯৩ জন ছবিটি পছন্দ করেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে