
‘হইহই কাণ্ড, রইরই ব্যাপার! হ্যাঁ ভাই, বানিয়াশান্তার মাঠে ঐতিহ্যবাহী মেলা। মিস বিউটির ভেল্কি দ্য বিউটি সার্কাস’—প্রয়াত অভিনেতা হুমায়ূন সাধুর কণ্ঠে এমন আহ্বান শোনা গেল বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা বিউটি সার্কাসের ট্রেলারে। শনিবার রাত ৮টায় সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে।
দেশের আবহমান সার্কাসশিল্প নিয়ে মাহমুদ দিদার নির্মিত সিনেমাটি পর্দায় ফিরিয়ে আনতে চলেছে সেই আনন্দযজ্ঞ। যেখানে থাকছে চিরায়ত সার্কাসের দুর্ধর্ষ সব পারফরম্যান্স। এই সিনেমার মধ্য দিয়ে সার্কাসকন্যা বিউটি হয়ে বড়পর্দায় দেখা দেবেন জয়া আহসান। গল্পে বিউটি সার্কাস দলের অধিপতি তিনি। সার্কাসের বিভিন্ন পারফরম্যান্সে অংশ নিতে দেখা গেছে জয়াকে।
‘হয়ে যাও হয়ে যাও হয়ে যাও ভোর, সময়ের সার্কাসে কেটে যাক ভোর’—শারমিন সুলতানা সুমির কণ্ঠে ট্রেলারে ব্যবহৃত দুই লাইনের গানে দেখা গেছে বিউটিরূপী জয়ার নির্মল এক রূপ। টেনশন জাগানিয়া মিউজিকের আড়ালে হঠাৎ শোনা যায় ‘মেলা ক্লোজ! মেলা বন্ধ!’ হঠাৎ খুন হয় কেউ!
কে এই কালোহাত? খলনায়ক হয়ে ধর্মের লেবাসে ভয়ংকর দুটি চরিত্রে হাজির হয়েছেন গাজী রাকায়েত ও শতাব্দী ওয়াদুদ। পুড়ে যাওয়া সার্কাসের আগুনের লেলিহান শিখার সামনে বসে থাকতে দেখা গেল অগ্নিকন্যা বিউটিকে। যে শুধু সার্কাসের খেলায় পারদর্শী নয়, রক্তাক্ত এক ইতিহাসের সাক্ষ্য দিতে সে হাজির হয়েছে এ গল্পে।
তৌকীর আহমেদ, ফেরদৌস আর এ বি এম সুমনের ভিন্ন ভিন্ন লুক আর সংলাপে ইতিমধ্যেই মুগ্ধ নেটিজেনরা। প্রশংসায় ভাসাচ্ছেন বিউটি সার্কাসকে। নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘যতটুকু আয়োজন ও পরিকল্পনা নিয়ে সিনেমাটির যাত্রা শুরু করেছিলাম তার কিছুটা হয়তো ধরতে পেরেছি ফ্রেমে। সিনেমার পর্দায় দর্শকের জন্য উপভোগের যথেষ্ট রসদ আছে এতে। জয়া আহসানসহ শিল্পী, কলাকুশলী, বন্ধু ও শুভার্থীদের অক্লান্ত শ্রমে ও ভালোবাসায় নির্মিত হয়েছে বিউটি সার্কাস। সবাইকে আমন্ত্রণ জানাই সিনেমাটি উপভোগ করার জন্য।’
দুই শতাধিক নির্মাণসঙ্গী নিয়ে দুই হাজার গ্রামবাসীর উপস্থিতিতে নওগাঁর সাপাহার গ্রামে চিত্রায়িত হয় বিউটি সার্কাস। পাঁচ বছরের নির্মাণযাত্রা শেষে ২৩ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
বিউটি সার্কাসের সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। গান করেছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী ও অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান। চিত্রগ্রহণ করেছেন কামরুল ইসলাম শুভ।
দেখুন বিউটি সার্কাস সিনেমার ট্রেলার:

‘হইহই কাণ্ড, রইরই ব্যাপার! হ্যাঁ ভাই, বানিয়াশান্তার মাঠে ঐতিহ্যবাহী মেলা। মিস বিউটির ভেল্কি দ্য বিউটি সার্কাস’—প্রয়াত অভিনেতা হুমায়ূন সাধুর কণ্ঠে এমন আহ্বান শোনা গেল বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা বিউটি সার্কাসের ট্রেলারে। শনিবার রাত ৮টায় সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে।
দেশের আবহমান সার্কাসশিল্প নিয়ে মাহমুদ দিদার নির্মিত সিনেমাটি পর্দায় ফিরিয়ে আনতে চলেছে সেই আনন্দযজ্ঞ। যেখানে থাকছে চিরায়ত সার্কাসের দুর্ধর্ষ সব পারফরম্যান্স। এই সিনেমার মধ্য দিয়ে সার্কাসকন্যা বিউটি হয়ে বড়পর্দায় দেখা দেবেন জয়া আহসান। গল্পে বিউটি সার্কাস দলের অধিপতি তিনি। সার্কাসের বিভিন্ন পারফরম্যান্সে অংশ নিতে দেখা গেছে জয়াকে।
‘হয়ে যাও হয়ে যাও হয়ে যাও ভোর, সময়ের সার্কাসে কেটে যাক ভোর’—শারমিন সুলতানা সুমির কণ্ঠে ট্রেলারে ব্যবহৃত দুই লাইনের গানে দেখা গেছে বিউটিরূপী জয়ার নির্মল এক রূপ। টেনশন জাগানিয়া মিউজিকের আড়ালে হঠাৎ শোনা যায় ‘মেলা ক্লোজ! মেলা বন্ধ!’ হঠাৎ খুন হয় কেউ!
কে এই কালোহাত? খলনায়ক হয়ে ধর্মের লেবাসে ভয়ংকর দুটি চরিত্রে হাজির হয়েছেন গাজী রাকায়েত ও শতাব্দী ওয়াদুদ। পুড়ে যাওয়া সার্কাসের আগুনের লেলিহান শিখার সামনে বসে থাকতে দেখা গেল অগ্নিকন্যা বিউটিকে। যে শুধু সার্কাসের খেলায় পারদর্শী নয়, রক্তাক্ত এক ইতিহাসের সাক্ষ্য দিতে সে হাজির হয়েছে এ গল্পে।
তৌকীর আহমেদ, ফেরদৌস আর এ বি এম সুমনের ভিন্ন ভিন্ন লুক আর সংলাপে ইতিমধ্যেই মুগ্ধ নেটিজেনরা। প্রশংসায় ভাসাচ্ছেন বিউটি সার্কাসকে। নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘যতটুকু আয়োজন ও পরিকল্পনা নিয়ে সিনেমাটির যাত্রা শুরু করেছিলাম তার কিছুটা হয়তো ধরতে পেরেছি ফ্রেমে। সিনেমার পর্দায় দর্শকের জন্য উপভোগের যথেষ্ট রসদ আছে এতে। জয়া আহসানসহ শিল্পী, কলাকুশলী, বন্ধু ও শুভার্থীদের অক্লান্ত শ্রমে ও ভালোবাসায় নির্মিত হয়েছে বিউটি সার্কাস। সবাইকে আমন্ত্রণ জানাই সিনেমাটি উপভোগ করার জন্য।’
দুই শতাধিক নির্মাণসঙ্গী নিয়ে দুই হাজার গ্রামবাসীর উপস্থিতিতে নওগাঁর সাপাহার গ্রামে চিত্রায়িত হয় বিউটি সার্কাস। পাঁচ বছরের নির্মাণযাত্রা শেষে ২৩ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
বিউটি সার্কাসের সংগীত পরিচালনা করেছেন পাভেল আরিন। গান করেছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী ও অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান। চিত্রগ্রহণ করেছেন কামরুল ইসলাম শুভ।
দেখুন বিউটি সার্কাস সিনেমার ট্রেলার:

কথা ছিল গত ডিসেম্বরে শুরু হবে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং। তবে নির্ধারিত শিডিউলে ক্যামেরা ওপেন করতে পারেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। গত সপ্তাহে গুঞ্জন ছড়ায়, ঠিক সময়ে কাজ শুরু করতে না পারায় রোজার ঈদে আসবে না প্রিন্স। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ...
২ ঘণ্টা আগে
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এই আট বছরে এক ডজনের বেশি তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে তাঁকে। শুরু থেকেই গল্প ও চরিত্রের ব্যাপারে ভীষণ চুজি তিনি। সেই ধৈর্যের ফল কল্যাণী পেয়েছেন গত বছর।
৩ ঘণ্টা আগে
সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আবারও এই নির্মাতার নতুন কাজে যুক্ত হয়েছেন দীঘি। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে দীঘি ছাড়াও আছেন ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা।
৩ ঘণ্টা আগে
কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমা দিয়ে বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ডিসেম্বরে। এতে অপুর নায়ক আবদুন নূর সজল। গতকাল সোশ্যাল মিডিয়ায় দুর্বার সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান, আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুর্বার।
৪ ঘণ্টা আগে