
গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ থেকে শুরু করে তাঁর ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যবসায়িক সফলতা পায়নি। ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ছিল সদ্য মুক্তি পাওয়া ‘তেজস’। অথচ সিনেমাটি পড়েছে বিশাল ব্যবসায়িক ক্ষতির মুখে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অন্তত ৫০ কোটি রুপি লোকসান গুনতে হবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানকে।
সমগ্র ভারতের হল থেকে নেমে যাচ্ছে ‘তেজস’। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সিনেমাটির শো প্রেক্ষাগৃহ থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রদর্শকেরা। গত ২৭ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটির ১৪ দিন শেষে আয় মাত্র ৪.২৫ কোটি রুপি।
শুরুতেই ধাক্কা খেয়েছিল সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনও উন্মাদনা চোখে পড়েনি। মুক্তির দিনে বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করে সিনেমাটি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৭০ কোটি রুপি ব্যয়ে ‘তেজস’ তৈরি হয়েছে। ভারতের বাইরেও ফ্লপ সিনেমাটি, মাত্র ৭০ লাখ রুপির ব্যবসা করেছে এটি। ‘তেজস’-এর ওটিটি স্বত্ব, স্যাটেলাইট এবং মিউজিক স্বত্ব বিক্রি করে সব মিলিয়ে প্রযোজকের ঘরে ঢুকেছে ১৭ কোটি রুপি। এটি নিয়ে শুধু যে প্রযোজকের কপালে ভাঁজ পড়েছে তাই নয়, কঙ্গনার ক্যারিয়ারের জন্যও উদ্বেগজনক বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।
‘কুইন’-এর মতো সিনেমাতে তাক লাগিয়ে দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু গত চার বছরে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে কঙ্গনা দর্শকের একাংশ আর বলিউডের একাংশের অপছন্দের হয়ে উঠেছেন। ফলে তাঁর সিনেমা মুক্তি পেলে বলিউডের অধিকাংশ তারকাদের দিক থেকেও কোনোরকম সমর্থন পাচ্ছেন না।

গত কয়েক বছর ধরে বক্স অফিসে সুবিধা করতে পারছেন না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’ থেকে শুরু করে তাঁর ‘থালাভি’, ‘পাঙ্গা’, ‘ধাকাড়’ ব্যবসায়িক সফলতা পায়নি। ব্যর্থতা ভুলতে কঙ্গনার বড় বাজি ছিল সদ্য মুক্তি পাওয়া ‘তেজস’। অথচ সিনেমাটি পড়েছে বিশাল ব্যবসায়িক ক্ষতির মুখে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অন্তত ৫০ কোটি রুপি লোকসান গুনতে হবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানকে।
সমগ্র ভারতের হল থেকে নেমে যাচ্ছে ‘তেজস’। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সিনেমাটির শো প্রেক্ষাগৃহ থেকে উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রদর্শকেরা। গত ২৭ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটির ১৪ দিন শেষে আয় মাত্র ৪.২৫ কোটি রুপি।
শুরুতেই ধাক্কা খেয়েছিল সিনেমাটি। মুক্তির প্রথম দিনে সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কোনও উন্মাদনা চোখে পড়েনি। মুক্তির দিনে বক্স অফিস থেকে মাত্র ১.২৫ কোটি রুপি আয় করে সিনেমাটি।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৭০ কোটি রুপি ব্যয়ে ‘তেজস’ তৈরি হয়েছে। ভারতের বাইরেও ফ্লপ সিনেমাটি, মাত্র ৭০ লাখ রুপির ব্যবসা করেছে এটি। ‘তেজস’-এর ওটিটি স্বত্ব, স্যাটেলাইট এবং মিউজিক স্বত্ব বিক্রি করে সব মিলিয়ে প্রযোজকের ঘরে ঢুকেছে ১৭ কোটি রুপি। এটি নিয়ে শুধু যে প্রযোজকের কপালে ভাঁজ পড়েছে তাই নয়, কঙ্গনার ক্যারিয়ারের জন্যও উদ্বেগজনক বলে মনে করছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা।
‘কুইন’-এর মতো সিনেমাতে তাক লাগিয়ে দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু গত চার বছরে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে কঙ্গনা দর্শকের একাংশ আর বলিউডের একাংশের অপছন্দের হয়ে উঠেছেন। ফলে তাঁর সিনেমা মুক্তি পেলে বলিউডের অধিকাংশ তারকাদের দিক থেকেও কোনোরকম সমর্থন পাচ্ছেন না।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
১ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
১ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
২ ঘণ্টা আগে