নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলচ্চিত্র থেকে শুধু আনন্দ নয়, এর পাশাপাশি সমাজকে বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, একটি জীবনধর্মী চলচ্চিত্র মানুষের তৃতীয় নয়ন খুলে দিতে পারে। সমাজের অনুন্মোচিত বিষয়গুলো তুলে ধরতে পারে। সমাজকে ভাবাতে পারে। সমাজ অনেক কিছু নিয়ে ভাবে না। রাষ্ট্রও ভাবে না। সরকারও অনেক কিছু জানে না। কিন্তু একটি ১০ মিনিটের চলচ্চিত্র সমাজকে ভাবাতে পারে।
আজ সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, একটি চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বার্তা দিতে পারে। এই বার্তা কীভাবে দিতে পারে সেই শিক্ষাটাই আমাদের দরকার। আমি আশা করব, এখানে যারা আছেন তাদের মাধ্যমে শিক্ষার্থীরা সে শিক্ষা পাবেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাংসদ খন্দকার মমতা হেনা লাভলী, বিসিটিআইয়ের প্রধান নির্বাহী মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বিসিটিআইয়ের কোর্স পরিচালক ম. হামিদ এবং বিসিটিআই একাডেমিক কাউন্সিলয়ের সভাপতি অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া ও বিসিটিআই প্রাক্তনী সংসদের সভাপতি মাহবুব হোসেন।
অনুষ্ঠানের একপর্যায়ে চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমে নির্বাচিত আটটি ডিপ্লোমা ছবির জন্য ইনস্টিটিউটের নয় শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

চলচ্চিত্র থেকে শুধু আনন্দ নয়, এর পাশাপাশি সমাজকে বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, একটি জীবনধর্মী চলচ্চিত্র মানুষের তৃতীয় নয়ন খুলে দিতে পারে। সমাজের অনুন্মোচিত বিষয়গুলো তুলে ধরতে পারে। সমাজকে ভাবাতে পারে। সমাজ অনেক কিছু নিয়ে ভাবে না। রাষ্ট্রও ভাবে না। সরকারও অনেক কিছু জানে না। কিন্তু একটি ১০ মিনিটের চলচ্চিত্র সমাজকে ভাবাতে পারে।
আজ সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডের তথ্য ভবনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, একটি চলচ্চিত্র মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি বার্তা দিতে পারে। এই বার্তা কীভাবে দিতে পারে সেই শিক্ষাটাই আমাদের দরকার। আমি আশা করব, এখানে যারা আছেন তাদের মাধ্যমে শিক্ষার্থীরা সে শিক্ষা পাবেন।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সাংসদ খন্দকার মমতা হেনা লাভলী, বিসিটিআইয়ের প্রধান নির্বাহী মো. আবুল কালাম আজাদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বিসিটিআইয়ের কোর্স পরিচালক ম. হামিদ এবং বিসিটিআই একাডেমিক কাউন্সিলয়ের সভাপতি অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া ও বিসিটিআই প্রাক্তনী সংসদের সভাপতি মাহবুব হোসেন।
অনুষ্ঠানের একপর্যায়ে চলচ্চিত্র ও টেলিভিশন মাধ্যমে নির্বাচিত আটটি ডিপ্লোমা ছবির জন্য ইনস্টিটিউটের নয় শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে