বিনোদন প্রতিবেদক, ঢাকা

‘তুফান’-এর জুটি এক হলো আবার। শাকিব খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছিলেন রায়হান রাফী, প্রযোজনায় ছিলেন শাহরিয়ার শাকিল। এ তিনজন এবার যে নতুন সিনেমার ঘোষণা দিলেন, সেটার নামের আদ্যাক্ষরও এক— ‘তাণ্ডব’। তুফানের পর এবার তাণ্ডব সৃষ্টি করতে আসছেন তাঁরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব খান আনুষ্ঠানিকভাবে তাণ্ডব সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শাকিবের সঙ্গে এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় তাণ্ডবের পরিচালক রায়হান রাফীও ছিলেন।
জানা গেছে, তাণ্ডবের শুটিং শুরু হবে মার্চের শুরুতে। ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি পাবে। এর মাধ্যমে এ বছরের দুই ঈদে শাকিবের সিনেমার নাম কনফার্ম হলো। রোজার ঈদে মুক্তির জন্য আগেই ঘোষণা করা হয়েছে ‘বরবাদ’ সিনেমার নাম। ফলে ঈদুল ফিতরে ‘বরবাদ’, আর ঈদুল আযহায় ‘তাণ্ডব’—এটাই শাকিবের ২০২৫ সালের লাইনআপ।

গত কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা হয়ে উঠেছে দুই ঈদকেন্দ্রীক। বড় বাজেটের সিনেমাগুলো ঈদকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে। শাকিবের সাফল্যও আটকে আছে ঈদে। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ কিংবা ‘তুফান’ সবই মুক্তি পেয়েছিল ঈদে। সাফল্যও পেয়েছিল। তবে তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া ‘দরদ’ এসেছিল ঈদ ছাড়া। ফলে সিনেমাটি একেবারেই আলোচনা তৈরি করতে পারেনি।
তাণ্ডবের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আরেকটি কৌতূহল ঘুরপাক খাচ্ছে শাকিবভক্তদের মনে, এতে কে হবেন শাকিবের নায়িকা? গুঞ্জন উঠেছে, তাণ্ডবে শাকিবের বিপরীতে থাকবেন জয়া আহসান। যদিও চূড়ান্ত সত্যতা মেলেনি এখনো। বিষয়টি সত্য হলে প্রায় এক দশক পর ফের জুটি হিসেবে দেখা যাবে শাকিব-জয়াকে। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ও ২০১৬ সালে এর সিকুয়েলে দেখা গিয়েছিল তাঁদের।

‘তুফান’-এর জুটি এক হলো আবার। শাকিব খান অভিনীত সিনেমাটি পরিচালনা করেছিলেন রায়হান রাফী, প্রযোজনায় ছিলেন শাহরিয়ার শাকিল। এ তিনজন এবার যে নতুন সিনেমার ঘোষণা দিলেন, সেটার নামের আদ্যাক্ষরও এক— ‘তাণ্ডব’। তুফানের পর এবার তাণ্ডব সৃষ্টি করতে আসছেন তাঁরা।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিব খান আনুষ্ঠানিকভাবে তাণ্ডব সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শাকিবের সঙ্গে এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় তাণ্ডবের পরিচালক রায়হান রাফীও ছিলেন।
জানা গেছে, তাণ্ডবের শুটিং শুরু হবে মার্চের শুরুতে। ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি পাবে। এর মাধ্যমে এ বছরের দুই ঈদে শাকিবের সিনেমার নাম কনফার্ম হলো। রোজার ঈদে মুক্তির জন্য আগেই ঘোষণা করা হয়েছে ‘বরবাদ’ সিনেমার নাম। ফলে ঈদুল ফিতরে ‘বরবাদ’, আর ঈদুল আযহায় ‘তাণ্ডব’—এটাই শাকিবের ২০২৫ সালের লাইনআপ।

গত কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা হয়ে উঠেছে দুই ঈদকেন্দ্রীক। বড় বাজেটের সিনেমাগুলো ঈদকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে। শাকিবের সাফল্যও আটকে আছে ঈদে। ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ কিংবা ‘তুফান’ সবই মুক্তি পেয়েছিল ঈদে। সাফল্যও পেয়েছিল। তবে তাঁর সর্বশেষ মুক্তি পাওয়া ‘দরদ’ এসেছিল ঈদ ছাড়া। ফলে সিনেমাটি একেবারেই আলোচনা তৈরি করতে পারেনি।
তাণ্ডবের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আরেকটি কৌতূহল ঘুরপাক খাচ্ছে শাকিবভক্তদের মনে, এতে কে হবেন শাকিবের নায়িকা? গুঞ্জন উঠেছে, তাণ্ডবে শাকিবের বিপরীতে থাকবেন জয়া আহসান। যদিও চূড়ান্ত সত্যতা মেলেনি এখনো। বিষয়টি সত্য হলে প্রায় এক দশক পর ফের জুটি হিসেবে দেখা যাবে শাকিব-জয়াকে। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ও ২০১৬ সালে এর সিকুয়েলে দেখা গিয়েছিল তাঁদের।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
৭ ঘণ্টা আগে