বিনোদন প্রতিবেদক, ঢাকা

ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়। সেই অভিজ্ঞতা থেকে একসময় তাঁদের আরেক বন্ধু জিবরানকে সঙ্গে নিয়ে তৈরি করেছিলেন রেডিও শো ‘ভৌতিস্ট’। এবার শাকিব ও সুমনের গল্পে তৈরি হচ্ছে ভৌতিক সিনেমা। ‘আন্ধার’ নামের সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফী।
সুমন ও শাকিবের সঙ্গে আন্ধার সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। শাকিব চৌধুরী জানিয়েছেন, রেডিও শো ভৌতিস্ট থেকেই এই সিনেমার যাত্রা শুরু হয়েছিল। শাকিব বলেন, ‘এটা হচ্ছে আমার এবং সুমন ভাইয়ের ড্রিম প্রজেক্ট। এর উৎপত্তি হয়েছিল ভৌতিস্ট অনুষ্ঠানটি করার সময়। অদ্ভুত, অতিপ্রাকৃত ও অসাধারণ গল্প সুমন ভাই, জিবরান ও আমার খুব পছন্দ। ওইখান থেকেই ভৌতিস্টের জন্ম। আমরা অনুষ্ঠানটিতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা বলতাম। সে সময় এই গল্পটা আমার মাথায় এসেছিল। পরিকল্পনা ছিল সিনেমা নির্মাণের। কিন্তু কাজটা আগায়নি। কারণ, সুমন ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেটা আবার মাথাচাড়া দিয়েছে এখন।’
সিনেমার গল্প নিয়ে এখন বিস্তারিত বলতে না চাইলেও শাকিব চৌধুরী জানালেন, বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি হবে এটি। শাকিব বলেন, ‘আন্ধার সিনেমার মূল গল্প লিখেছি আমি এবং আদনান আদিব খান। আর গল্পের গুরুত্বপূর্ণ ২০ ভাগ সুমন ভাইয়ের। আমরা পশ্চিমা দেশের মতো হরর গল্প দেখাতে চাই না। সেখানে ইমোশনাল কিছু থাকে না। আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হরর গল্প দেখাতে চাই। যেখানে হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার, ইমোশন থাকবে। এখানে চরিত্রগুলো আমাদের মতোই হবে। কিন্তু মেকিংটা হবে আন্তর্জাতিক মানের।’
গানের মানুষ হয়ে সিনেমায় জড়ানো প্রসঙ্গে শাকিব চৌধুরী বললেন, ‘এখন বাংলাদেশে খুব ভালো কাজ হচ্ছে। আমরা যে ধরনের কাজ করতে চাই এখন সেই ধরনের কাজ সম্ভব। যেটা পাঁচ-ছয় বছর আগেও আমাদের দেশে সম্ভব ছিল না। সময়ের সঙ্গে দেশের সিনেমার দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটাই আমাদের সাহস জুগিয়েছে। আন্ধার আমাদের অনেক সাহসী একটা প্রজেক্ট। এই জনরার সিনেমা বাংলাদেশে এর আগে হয়নি।’
আন্ধার তৈরি হবে ২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন শাকিব চৌধুরী ও আদনান। তাঁদের সঙ্গে আরও আছেন সারাহ আলী। জানা গেছে, শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আন্ধার সিনেমার অভিনয়শিল্পীদের নাম। আগামী মাসে শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতারা।

ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর। দুই বন্ধু মিলে দেখেছেন অনেক হরর সিনেমা। ভৌতিক গল্পের সন্ধানে ছুটে গেছেন দেশের বিভিন্ন জায়গায়। সেই অভিজ্ঞতা থেকে একসময় তাঁদের আরেক বন্ধু জিবরানকে সঙ্গে নিয়ে তৈরি করেছিলেন রেডিও শো ‘ভৌতিস্ট’। এবার শাকিব ও সুমনের গল্পে তৈরি হচ্ছে ভৌতিক সিনেমা। ‘আন্ধার’ নামের সিনেমাটি পরিচালনা করবেন রায়হান রাফী।
সুমন ও শাকিবের সঙ্গে আন্ধার সিনেমার গল্প লিখেছেন আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। শাকিব চৌধুরী জানিয়েছেন, রেডিও শো ভৌতিস্ট থেকেই এই সিনেমার যাত্রা শুরু হয়েছিল। শাকিব বলেন, ‘এটা হচ্ছে আমার এবং সুমন ভাইয়ের ড্রিম প্রজেক্ট। এর উৎপত্তি হয়েছিল ভৌতিস্ট অনুষ্ঠানটি করার সময়। অদ্ভুত, অতিপ্রাকৃত ও অসাধারণ গল্প সুমন ভাই, জিবরান ও আমার খুব পছন্দ। ওইখান থেকেই ভৌতিস্টের জন্ম। আমরা অনুষ্ঠানটিতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা বলতাম। সে সময় এই গল্পটা আমার মাথায় এসেছিল। পরিকল্পনা ছিল সিনেমা নির্মাণের। কিন্তু কাজটা আগায়নি। কারণ, সুমন ভাই অসুস্থ হয়ে পড়েছিলেন। সেটা আবার মাথাচাড়া দিয়েছে এখন।’
সিনেমার গল্প নিয়ে এখন বিস্তারিত বলতে না চাইলেও শাকিব চৌধুরী জানালেন, বাংলাদেশের প্রেক্ষাপটেই তৈরি হবে এটি। শাকিব বলেন, ‘আন্ধার সিনেমার মূল গল্প লিখেছি আমি এবং আদনান আদিব খান। আর গল্পের গুরুত্বপূর্ণ ২০ ভাগ সুমন ভাইয়ের। আমরা পশ্চিমা দেশের মতো হরর গল্প দেখাতে চাই না। সেখানে ইমোশনাল কিছু থাকে না। আমরা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে হরর গল্প দেখাতে চাই। যেখানে হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার, ইমোশন থাকবে। এখানে চরিত্রগুলো আমাদের মতোই হবে। কিন্তু মেকিংটা হবে আন্তর্জাতিক মানের।’
গানের মানুষ হয়ে সিনেমায় জড়ানো প্রসঙ্গে শাকিব চৌধুরী বললেন, ‘এখন বাংলাদেশে খুব ভালো কাজ হচ্ছে। আমরা যে ধরনের কাজ করতে চাই এখন সেই ধরনের কাজ সম্ভব। যেটা পাঁচ-ছয় বছর আগেও আমাদের দেশে সম্ভব ছিল না। সময়ের সঙ্গে দেশের সিনেমার দৃশ্যপট পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটাই আমাদের সাহস জুগিয়েছে। আন্ধার আমাদের অনেক সাহসী একটা প্রজেক্ট। এই জনরার সিনেমা বাংলাদেশে এর আগে হয়নি।’
আন্ধার তৈরি হবে ২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত আছেন শাকিব চৌধুরী ও আদনান। তাঁদের সঙ্গে আরও আছেন সারাহ আলী। জানা গেছে, শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আন্ধার সিনেমার অভিনয়শিল্পীদের নাম। আগামী মাসে শুটিং শুরুর পরিকল্পনা করছেন নির্মাতারা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে