বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় গত বছর মুক্তি পেয়েছিল ‘মোনা: জ্বীন টু’। পরিচালনায় ছিলেন কামরুজ্জামান রোমান। জাজ জানিয়েছে, ঢাকার সিনেপ্লেক্সে ভালো ব্যবসা করেছিল ভৌতিক ঘরানার সিনেমাটি। এবার আসছে ‘জ্বীন থ্রি’। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে।
২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নুসরাত ফারিয়ার। এরপর কাজ করেছেন জাজের একাধিক সিনেমায়। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর আর জাজের কোনো সিনেমায় দেখা যায়নি ফারিয়াকে। অবশেষে সাত বছর পর পুরোনো ঘরে ফিরছেন তিনি।
বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফারিয়া জানান, ঘরে ফেরার মতো আনন্দ হচ্ছে তাঁর। ফেসবুকে ফারিয়া লেখেন, ‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালেতে আজিজ ভাই প্রথম আমার পারফম্যান্স দেখেন। এরপর অনেকবার সিনেমা করার প্রস্তাব দিলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপনের শুটিংয়ে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। এই লোকটাকে ছাড়া এই স্বপ্ন কোনো দিন পূরণ হতো না। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’
গত বছর ফারিয়ার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে নতুন বছর নিয়ে অনেক প্রত্যাশা তাঁর। ফারিয়া বলেন, ‘২০২৫ আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। ভালো লাগার বিষয় হলো, নতুন বছর শুরু হচ্ছে সিনেমা দিয়ে। এ ছাড়া, এ বছর আমার সিনেমা ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হবে। ২০১৫ সালে আমার প্রথম সিনেমা আশিকি মুক্তি পেয়েছিল। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার শুরু হয়েছিল, তাদের সঙ্গে আবারও কাজ করছি। সিনেমার পাশাপাশি একাধিক গানও আসবে। মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। একটি ফুয়াদ ভাইয়ের সংগীতে, আরেকটি মুজার সঙ্গে।’

জ্বীন টু-এর মতো জ্বীন থ্রিও পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। তবে এখনই সিনেমার গল্প ও অন্য কলাকুশলীদের বিষয়ে কথা বলতে চাননি তিনি। জানালেন, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম। সেখানে থাকবে চমক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জ্বীন থ্রি সিনেমার শুটিং। চলতি বছর কোনো এক উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় গত বছর মুক্তি পেয়েছিল ‘মোনা: জ্বীন টু’। পরিচালনায় ছিলেন কামরুজ্জামান রোমান। জাজ জানিয়েছে, ঢাকার সিনেপ্লেক্সে ভালো ব্যবসা করেছিল ভৌতিক ঘরানার সিনেমাটি। এবার আসছে ‘জ্বীন থ্রি’। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে।
২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নুসরাত ফারিয়ার। এরপর কাজ করেছেন জাজের একাধিক সিনেমায়। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর আর জাজের কোনো সিনেমায় দেখা যায়নি ফারিয়াকে। অবশেষে সাত বছর পর পুরোনো ঘরে ফিরছেন তিনি।
বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফারিয়া জানান, ঘরে ফেরার মতো আনন্দ হচ্ছে তাঁর। ফেসবুকে ফারিয়া লেখেন, ‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালেতে আজিজ ভাই প্রথম আমার পারফম্যান্স দেখেন। এরপর অনেকবার সিনেমা করার প্রস্তাব দিলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপনের শুটিংয়ে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। এই লোকটাকে ছাড়া এই স্বপ্ন কোনো দিন পূরণ হতো না। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’
গত বছর ফারিয়ার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে নতুন বছর নিয়ে অনেক প্রত্যাশা তাঁর। ফারিয়া বলেন, ‘২০২৫ আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। ভালো লাগার বিষয় হলো, নতুন বছর শুরু হচ্ছে সিনেমা দিয়ে। এ ছাড়া, এ বছর আমার সিনেমা ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হবে। ২০১৫ সালে আমার প্রথম সিনেমা আশিকি মুক্তি পেয়েছিল। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার শুরু হয়েছিল, তাদের সঙ্গে আবারও কাজ করছি। সিনেমার পাশাপাশি একাধিক গানও আসবে। মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। একটি ফুয়াদ ভাইয়ের সংগীতে, আরেকটি মুজার সঙ্গে।’

জ্বীন টু-এর মতো জ্বীন থ্রিও পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। তবে এখনই সিনেমার গল্প ও অন্য কলাকুশলীদের বিষয়ে কথা বলতে চাননি তিনি। জানালেন, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম। সেখানে থাকবে চমক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জ্বীন থ্রি সিনেমার শুটিং। চলতি বছর কোনো এক উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২ ঘণ্টা আগে