বিনোদন প্রতিবেদক, ঢাকা

২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় গত বছর মুক্তি পেয়েছিল ‘মোনা: জ্বীন টু’। পরিচালনায় ছিলেন কামরুজ্জামান রোমান। জাজ জানিয়েছে, ঢাকার সিনেপ্লেক্সে ভালো ব্যবসা করেছিল ভৌতিক ঘরানার সিনেমাটি। এবার আসছে ‘জ্বীন থ্রি’। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে।
২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নুসরাত ফারিয়ার। এরপর কাজ করেছেন জাজের একাধিক সিনেমায়। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর আর জাজের কোনো সিনেমায় দেখা যায়নি ফারিয়াকে। অবশেষে সাত বছর পর পুরোনো ঘরে ফিরছেন তিনি।
বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফারিয়া জানান, ঘরে ফেরার মতো আনন্দ হচ্ছে তাঁর। ফেসবুকে ফারিয়া লেখেন, ‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালেতে আজিজ ভাই প্রথম আমার পারফম্যান্স দেখেন। এরপর অনেকবার সিনেমা করার প্রস্তাব দিলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপনের শুটিংয়ে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। এই লোকটাকে ছাড়া এই স্বপ্ন কোনো দিন পূরণ হতো না। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’
গত বছর ফারিয়ার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে নতুন বছর নিয়ে অনেক প্রত্যাশা তাঁর। ফারিয়া বলেন, ‘২০২৫ আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। ভালো লাগার বিষয় হলো, নতুন বছর শুরু হচ্ছে সিনেমা দিয়ে। এ ছাড়া, এ বছর আমার সিনেমা ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হবে। ২০১৫ সালে আমার প্রথম সিনেমা আশিকি মুক্তি পেয়েছিল। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার শুরু হয়েছিল, তাদের সঙ্গে আবারও কাজ করছি। সিনেমার পাশাপাশি একাধিক গানও আসবে। মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। একটি ফুয়াদ ভাইয়ের সংগীতে, আরেকটি মুজার সঙ্গে।’

জ্বীন টু-এর মতো জ্বীন থ্রিও পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। তবে এখনই সিনেমার গল্প ও অন্য কলাকুশলীদের বিষয়ে কথা বলতে চাননি তিনি। জানালেন, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম। সেখানে থাকবে চমক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জ্বীন থ্রি সিনেমার শুটিং। চলতি বছর কোনো এক উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন’। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটি দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় গত বছর মুক্তি পেয়েছিল ‘মোনা: জ্বীন টু’। পরিচালনায় ছিলেন কামরুজ্জামান রোমান। জাজ জানিয়েছে, ঢাকার সিনেপ্লেক্সে ভালো ব্যবসা করেছিল ভৌতিক ঘরানার সিনেমাটি। এবার আসছে ‘জ্বীন থ্রি’। এই সিনেমা দিয়ে সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে।
২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘আশিকি’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল নুসরাত ফারিয়ার। এরপর কাজ করেছেন জাজের একাধিক সিনেমায়। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তির পর আর জাজের কোনো সিনেমায় দেখা যায়নি ফারিয়াকে। অবশেষে সাত বছর পর পুরোনো ঘরে ফিরছেন তিনি।
বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফারিয়া জানান, ঘরে ফেরার মতো আনন্দ হচ্ছে তাঁর। ফেসবুকে ফারিয়া লেখেন, ‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরাকণ্ঠের গ্র্যান্ড ফিনালেতে আজিজ ভাই প্রথম আমার পারফম্যান্স দেখেন। এরপর অনেকবার সিনেমা করার প্রস্তাব দিলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপনের শুটিংয়ে আবার দেখা। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে। এই লোকটাকে ছাড়া এই স্বপ্ন কোনো দিন পূরণ হতো না। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।’
গত বছর ফারিয়ার কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে নতুন বছর নিয়ে অনেক প্রত্যাশা তাঁর। ফারিয়া বলেন, ‘২০২৫ আমার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি বছর। ভালো লাগার বিষয় হলো, নতুন বছর শুরু হচ্ছে সিনেমা দিয়ে। এ ছাড়া, এ বছর আমার সিনেমা ক্যারিয়ারের ১০ বছর পূর্ণ হবে। ২০১৫ সালে আমার প্রথম সিনেমা আশিকি মুক্তি পেয়েছিল। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমার শুরু হয়েছিল, তাদের সঙ্গে আবারও কাজ করছি। সিনেমার পাশাপাশি একাধিক গানও আসবে। মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছি। একটি ফুয়াদ ভাইয়ের সংগীতে, আরেকটি মুজার সঙ্গে।’

জ্বীন টু-এর মতো জ্বীন থ্রিও পরিচালনা করবেন কামরুজ্জামান রোমান। তবে এখনই সিনেমার গল্প ও অন্য কলাকুশলীদের বিষয়ে কথা বলতে চাননি তিনি। জানালেন, শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হবে অভিনয়শিল্পীদের নাম। সেখানে থাকবে চমক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জ্বীন থ্রি সিনেমার শুটিং। চলতি বছর কোনো এক উৎসবে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১০ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১১ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১১ ঘণ্টা আগে