বিনোদন প্রতিবেদক, ঢাকা

বছর দুয়েক আগে সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন জয়া আহসান। এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস, ঘুরে ঘুরে দেখিয়ে বেড়ায় নানা ধরনের সার্কাস। চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল বলে জানান মিথিলা। তারা চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। সার্কাসে আমাকে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য সেটি আমার শরীরে লাগেনি।’
মিথিলা আরও বলেন, ‘এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকাতেও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য আছে আমার। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’
জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার বিপরীতে রয়েছেন এফ এস নাঈম। তাঁর চরিত্রের নাম হোসেন মাঝি। আজ প্রকাশ পাওয়ার কথা সিনেমার গান ‘তোকেই ভালোবাসি’। প্রসেনজিৎ মণ্ডল ও অরুণ চৌধুরীর লেখা গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
অন্যদিকে, দীপ্ত টিভির স্টার হান্ট দিয়ে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোর বিচারক হিসেবে যুক্ত হয়েছেন মিথিলা। এ ছাড়া প্রথমবার কাজ করেছেন কণ্ঠ-অভিনয়শিল্পী হিসেবে।
নতুন এই দুই অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন, ‘এর আগেও আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, সময় করতে পারিনি। এবার অভিনয় প্রতিভা বিচারের দায়িত্ব নিতে বলা হয়েছে। অনুষ্ঠানটির পরিকল্পনা ভালো লেগেছে, সময়ও ম্যানেজ করা গেছে, তাই সম্মতি জানিয়েছি। আর কোরিয়ান একটি জনপ্রিয় সিরিজে কণ্ঠ-অভিনয়শিল্পী হিসেবে কাজ করছি। অন্যের অভিনয়ে নিজের কণ্ঠ দেওয়া, তা-ও আবার বিদেশি ভাষার বাংলা রূপান্তর, বেশ শক্ত কাজ। তবে নতুন কিছু করতে, নতুন চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আমার।’

বছর দুয়েক আগে সার্কাসকন্যা হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন জয়া আহসান। এবার দর্শকদের সার্কাস দেখাতে আসছেন রাফিয়াত রশিদ মিথিলা। অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় এমন ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভালোবাসা দিবস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার চরিত্রের নাম তারা। নদীর পাড়ে যার বাস, ঘুরে ঘুরে দেখিয়ে বেড়ায় নানা ধরনের সার্কাস। চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জের পাশাপাশি যথেষ্ট সাহসের প্রয়োজন ছিল বলে জানান মিথিলা। তারা চরিত্র নিয়ে মিথিলা বলেন, ‘এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। সার্কাসে আমাকে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই ছিল। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে। বিশেষ করে ছুরি খেলায় অংশ নিতে যথেষ্ট সাহসের দরকার ছিল। একটি দৃশ্য আছে, যেখানে আমার দিকে লক্ষ্য করে ছুরি মারা হয়। অল্পের জন্য সেটি আমার শরীরে লাগেনি।’
মিথিলা আরও বলেন, ‘এই সিনেমার শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। নৌকাতেও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য আছে আমার। পরিচালক যেভাবে চেয়েছেন, সেভাবেই নিজের সর্বোচ্চটা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি।’
জলে জ্বলে তারা সিনেমায় মিথিলার বিপরীতে রয়েছেন এফ এস নাঈম। তাঁর চরিত্রের নাম হোসেন মাঝি। আজ প্রকাশ পাওয়ার কথা সিনেমার গান ‘তোকেই ভালোবাসি’। প্রসেনজিৎ মণ্ডল ও অরুণ চৌধুরীর লেখা গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
অন্যদিকে, দীপ্ত টিভির স্টার হান্ট দিয়ে প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোর বিচারক হিসেবে যুক্ত হয়েছেন মিথিলা। এ ছাড়া প্রথমবার কাজ করেছেন কণ্ঠ-অভিনয়শিল্পী হিসেবে।
নতুন এই দুই অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন, ‘এর আগেও আমাকে বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, সময় করতে পারিনি। এবার অভিনয় প্রতিভা বিচারের দায়িত্ব নিতে বলা হয়েছে। অনুষ্ঠানটির পরিকল্পনা ভালো লেগেছে, সময়ও ম্যানেজ করা গেছে, তাই সম্মতি জানিয়েছি। আর কোরিয়ান একটি জনপ্রিয় সিরিজে কণ্ঠ-অভিনয়শিল্পী হিসেবে কাজ করছি। অন্যের অভিনয়ে নিজের কণ্ঠ দেওয়া, তা-ও আবার বিদেশি ভাষার বাংলা রূপান্তর, বেশ শক্ত কাজ। তবে নতুন কিছু করতে, নতুন চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আমার।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
৫ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
৫ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৫ ঘণ্টা আগে