বিনোদন প্রতিবেদক

ফিল্মফেয়ার (বাংলা) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান। ২০১৯ সালে টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য জোড়া মনোনয়ন পেয়েছিলেন তিনি। সমালোচকদের বিচারে দুটি ছবির জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী।
জয়ার সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন ইশা সাহা (সোয়েটার), রাইমা সেন (তারিখ), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও সোহিনী সরকার (ভিঞ্চি দা)। সবাইকে ডিঙিয়ে ফিল্মফেয়ারের ‘ব্ল্যাকলেডি’ উঠে এল জয়া আহসানের হাতেই।
গতকাল বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে আয়োজন করা হয় ‘জয় ফিল্মফেয়ার’–এর চতুর্থ আসর। করোনা মহামারির কারণে গত বছরের আসরটি হয়েছে এ বছর।
জয়ার যে ছবি দু’টির জন্য এ সম্মানজনক পুরস্কারটি পেলেন, তার একটির পরিচালক কৌশিক গাঙ্গুলি (বিজয়া)। কৌশিকও পেয়েছেন তিনটি পুরস্কার। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক, সেরা সংলাপ আর ‘নগরকীর্তন’-এর সেরা চিত্রনাট্যের পুরস্কারগুলো পেয়েছেন কৌশিক।
জয়া অভিনীত আরেকটি ছবি ‘রবিবার’ পরিচালনা করেছেন অতনু ঘোষ। এর আগে তার ‘রূপকথা নয়’ ও ‘ময়ূরাক্ষী’ ছবি দু’টি ফিল্মফেয়ারে সেরা নির্বাচিত হয়েছিল। জয়া আহসানকে শুভেচ্ছা জানাতে গিয়ে অতনু ঘোষ বলেন, ‘জয়ার বড় বিশেষত্ব হচ্ছে, অভিনয়ে বুঁদ হয়ে থাকেন। প্যাশনেট অভিনয়শিল্পী। একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় গুণ এটা। যতক্ষণ শুটিং হয়, তিনি নিবেদিতপ্রাণ থাকেন।’
বলিউডের ফিল্মফেয়ার পুরস্কার দেয়া হয়েছে চলতি সপ্তাহেই। এরপর বুধবার এ পুরস্কারের বাংলা আসরটি অনুষ্ঠিত হলো। কলকাতার বাংলা ছবিকে উৎসাহ দিতে কয়েকবছর ধরে এ আয়োজনটি করছে ফিল্মফেয়ার।
এর আগে ২০১৮ সালে এ আসরে ‘বিসর্জন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া। এরও আগে অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে একই পরিচালকের ‘আবর্ত’ ছবির জন্যও পেয়েছিলেন মনোনয়ন।
পুরস্কারপ্রাপ্তির পর জয়া আহসান বলেন, ‘দেশের বাইরে কাজ করে এরকম একটা শক্ত প্রতিযোগিতায় কোনোভাবে আমার নামটা থাকছে, এটা অনেক বড় সম্মান। এ জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই, অবশ্যই আমার দেশের জনগণ, যারা আমাকে তৈরি করেছেন, সব দর্শককেও। একই সঙ্গে আমার ভারতবর্ষের দর্শক ও অনুসারীকে, যারা আমাকে কাজ করে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছেন।’

ফিল্মফেয়ার (বাংলা) সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান। ২০১৯ সালে টালিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য জোড়া মনোনয়ন পেয়েছিলেন তিনি। সমালোচকদের বিচারে দুটি ছবির জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশের এই অভিনেত্রী।
জয়ার সঙ্গে মনোনয়ন তালিকায় ছিলেন ইশা সাহা (সোয়েটার), রাইমা সেন (তারিখ), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা) ও সোহিনী সরকার (ভিঞ্চি দা)। সবাইকে ডিঙিয়ে ফিল্মফেয়ারের ‘ব্ল্যাকলেডি’ উঠে এল জয়া আহসানের হাতেই।
গতকাল বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে আয়োজন করা হয় ‘জয় ফিল্মফেয়ার’–এর চতুর্থ আসর। করোনা মহামারির কারণে গত বছরের আসরটি হয়েছে এ বছর।
জয়ার যে ছবি দু’টির জন্য এ সম্মানজনক পুরস্কারটি পেলেন, তার একটির পরিচালক কৌশিক গাঙ্গুলি (বিজয়া)। কৌশিকও পেয়েছেন তিনটি পুরস্কার। ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক, সেরা সংলাপ আর ‘নগরকীর্তন’-এর সেরা চিত্রনাট্যের পুরস্কারগুলো পেয়েছেন কৌশিক।
জয়া অভিনীত আরেকটি ছবি ‘রবিবার’ পরিচালনা করেছেন অতনু ঘোষ। এর আগে তার ‘রূপকথা নয়’ ও ‘ময়ূরাক্ষী’ ছবি দু’টি ফিল্মফেয়ারে সেরা নির্বাচিত হয়েছিল। জয়া আহসানকে শুভেচ্ছা জানাতে গিয়ে অতনু ঘোষ বলেন, ‘জয়ার বড় বিশেষত্ব হচ্ছে, অভিনয়ে বুঁদ হয়ে থাকেন। প্যাশনেট অভিনয়শিল্পী। একজন অভিনয়শিল্পীর সবচেয়ে বড় গুণ এটা। যতক্ষণ শুটিং হয়, তিনি নিবেদিতপ্রাণ থাকেন।’
বলিউডের ফিল্মফেয়ার পুরস্কার দেয়া হয়েছে চলতি সপ্তাহেই। এরপর বুধবার এ পুরস্কারের বাংলা আসরটি অনুষ্ঠিত হলো। কলকাতার বাংলা ছবিকে উৎসাহ দিতে কয়েকবছর ধরে এ আয়োজনটি করছে ফিল্মফেয়ার।
এর আগে ২০১৮ সালে এ আসরে ‘বিসর্জন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া। এরও আগে অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে একই পরিচালকের ‘আবর্ত’ ছবির জন্যও পেয়েছিলেন মনোনয়ন।
পুরস্কারপ্রাপ্তির পর জয়া আহসান বলেন, ‘দেশের বাইরে কাজ করে এরকম একটা শক্ত প্রতিযোগিতায় কোনোভাবে আমার নামটা থাকছে, এটা অনেক বড় সম্মান। এ জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই, অবশ্যই আমার দেশের জনগণ, যারা আমাকে তৈরি করেছেন, সব দর্শককেও। একই সঙ্গে আমার ভারতবর্ষের দর্শক ও অনুসারীকে, যারা আমাকে কাজ করে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছেন।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২ ঘণ্টা আগে