
বহুল আলোচিত ‘মিশন এক্সট্রিম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আরিফিন শুভ ও সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। এই দুই তারকা আবারও একসঙ্গে কাজ করছেন। ছবির নাম ‘নূর’, পরিচালনা করছেন রায়হান রাফি। ছবির ঘোষণা আগেই দিয়েছিলেন আরিফিন শুভ। নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নূর’ ছবির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘নূর’ ছবিটি প্রযোজনা করছেন তিনি। প্রায় এক বছর ধরে এ ছবির প্রস্তুতির কাজ চলছে। আরিফিন শুভকে গত বছরই এ ছবির জন্য চূড়ান্ত করা হয়েছিল। কিছুদিন আগে নায়িকা হিসেবে নেওয়া হয়েছে ঐশীকে।
গতকাল শনিবার থেকে পাবনা সদরে ‘নূর’ ছবির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার চলচ্চিত্র সমন্বয়কারী অপূর্ব রায়। তিনি বলেন, ২০ দিনের মতো সেখানে শুটিং চলবে। শুক্রবার শুটিং ইউনিট সেখানে পৌঁছায়। শনিবার সকাল থেকে শুটিং শুরু হয়েছে। তিনি আরও জানান, ‘নূর’ হচ্ছে রোমান্টিক ছবি। সেখানে সামাজিক নানা ইস্যুও উঠে আসবে।
আরিফিন শুভর হাতে বর্তমানে ‘নূর’ ছাড়াও রয়েছে বহুল আলোচিত বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটির ৮০ শতাংশ কাজ শেষ। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন শুভ।
অন্যদিকে ঐশীর ‘মিশন এক্সট্রিম’, ‘আদম’ ও ‘রাত জাগা ফুল’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। ছবি তিনটির কাজ শেষ হলেও করোনার কারণে এখনো কোনোটি মুক্তি পায়নি।

বহুল আলোচিত ‘মিশন এক্সট্রিম’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আরিফিন শুভ ও সাবেক মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। এই দুই তারকা আবারও একসঙ্গে কাজ করছেন। ছবির নাম ‘নূর’, পরিচালনা করছেন রায়হান রাফি। ছবির ঘোষণা আগেই দিয়েছিলেন আরিফিন শুভ। নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি ‘নূর’ ছবির নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করছেন আরিফিন শুভ।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান জানান, ‘নূর’ ছবিটি প্রযোজনা করছেন তিনি। প্রায় এক বছর ধরে এ ছবির প্রস্তুতির কাজ চলছে। আরিফিন শুভকে গত বছরই এ ছবির জন্য চূড়ান্ত করা হয়েছিল। কিছুদিন আগে নায়িকা হিসেবে নেওয়া হয়েছে ঐশীকে।
গতকাল শনিবার থেকে পাবনা সদরে ‘নূর’ ছবির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার চলচ্চিত্র সমন্বয়কারী অপূর্ব রায়। তিনি বলেন, ২০ দিনের মতো সেখানে শুটিং চলবে। শুক্রবার শুটিং ইউনিট সেখানে পৌঁছায়। শনিবার সকাল থেকে শুটিং শুরু হয়েছে। তিনি আরও জানান, ‘নূর’ হচ্ছে রোমান্টিক ছবি। সেখানে সামাজিক নানা ইস্যুও উঠে আসবে।
আরিফিন শুভর হাতে বর্তমানে ‘নূর’ ছাড়াও রয়েছে বহুল আলোচিত বঙ্গবন্ধুর বায়োপিকের কাজ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় ছবিটির ৮০ শতাংশ কাজ শেষ। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করছেন শুভ।
অন্যদিকে ঐশীর ‘মিশন এক্সট্রিম’, ‘আদম’ ও ‘রাত জাগা ফুল’ ছবি মুক্তির অপেক্ষায় আছে। ছবি তিনটির কাজ শেষ হলেও করোনার কারণে এখনো কোনোটি মুক্তি পায়নি।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৮ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৮ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৮ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে