ঈদ উপলক্ষে টিভি চ্যানেলগুলো প্রচার করবে বেশ কিছু নতুন পূর্ণদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমার খবর থাকছে এই প্রতিবেদনে।
চ্যানেল আই
কুস্তিগীর (ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা শাহীন সুমন। অভিনয়ে বাপ্পী চৌধুরী, জাহারা মিতু প্রমুখ।
জলে জ্বলে তারা (ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা অরুণ চৌধুরী। অভিনয়ে এফ এস নাঈম, মিথিলা প্রমুখ।
দেয়ালের দেশ (ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা মিশুক মনি। অভিনয়ে শরিফুল রাজ, শবনম বুবলী প্রমুখ।
আজব কারখানা (ঈদের পঞ্চম দিন সকাল ১০টা ১৫ মিনিট): পরিচালনা শবনম ফেরদৌসী। অভিনয় পরমব্রত চট্টোপাধ্যায়, দিলরুবা দোয়েল।
মাছরাঙা
পেয়ারার সুবাস (ঈদের দিন বেলা ১টা): পরিচালনা নূরুল আলম আতিক। অভিনয়ে জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল।
সুড়ঙ্গ (ঈদের দ্বিতীয় দিন বেলা ১টা): পরিচালনা রায়হান রাফী। অভিনয়ে আফরান নিশো, তমা মির্জা।
ওমর (ঈদের পঞ্চম দিন বেলা ১টা): পরিচালনা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান।
এটিএন বাংলা
ঘর ভাঙ্গা সংসার (ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৩০ মিনিট): পরিচালনা মনতাজুর রহমান আকবর। অভিনয়ে ডিপজল, আঁচল, শিরিন শিলা, মিশা সওদাগর।
প্রেম প্রীতির বন্ধন (ঈদের চতুর্থ দিন বেলা ২টা ৩০ মিনিট): পরিচালনা কাজী লেবু। অভিনয়ে অপু বিশ্বাস, জয় চৌধুরী, মিশা সওদাগর প্রমুখ।
বাংলাভিশন
তুফান (ঈদের দিন সকাল ১০টা ৫ মিনিট): পরিচালনা রায়হান রাফী। অভিনয়ে শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা প্রমুখ।
দরদ (ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ৫ মিনিট): পরিচালনা অনন্য মামুন। অভিনয়ে শাকিব খান, সোনাল চৌহান।
আরটিভি
মায়া: দ্য লাভ (ঈদের তৃতীয় দিন সকাল ১০টা ১০ মিনিট): পরিচালনা জসিম উদ্দিন জাকির। অভিনয়ে সাইমন, বুবলী, রোশান।
লিপস্টিক (ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১০ মিনিট): পরিচালনা কামরুজ্জামান রোমান। অভিনয়ে আদর আজাদ, পূজা চেরি।
নাগরিক টিভি
ডেড বডি (ঈদের তৃতীয় দিন বেলা ২টা ৩০ মিনিট): পরিচালক মোহাম্মদ ইকবাল। অভিনয়ে রোশান, শ্যামল মাওলা, মিষ্টি জাহান।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে রেকর্ড গড়ল রায়ান কুগলার পরিচালিত ‘সিনারস’। সেরা সিনেমা, সেরা অভিনেতা, পরিচালক, চিত্রনাট্য, সংগীত, চিত্র গ্রহণসহ মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেল হরর সিনেমাটি।
৭ ঘণ্টা আগে
সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
১৭ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
২১ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১ দিন আগে