বিনোদন প্রতিবেদক, ঢাকা

মানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিনটি ভিন্ন শর্টফিল্ম হিসেবে দেখা যাবে গল্পগুলো।
ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে শর্টফিল্ম তিনটি। শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি খোয়াব মুক্তি দিয়ে। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। এবারই প্রথম পর্দায় জুটি বাঁধলেন তাঁরা। ববি অভিনয় করেছেন একজন চিত্রনায়িকার চরিত্রে। আদর আজাদ অভিনয় করেছেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হয়েছে খোয়াব। এতে আরও আছেন সুমন আনোয়ার, সাঞ্জু জন প্রমুখ।
খোয়াব নিয়ে আদর আজাদ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে। সব সময় সব স্বপ্ন পূরণ হয় না। সেই স্বপ্নের গল্পই দেখা যাবে খোয়াব সিনেমায়।’
প্রিয় প্রাক্তন সিনেমায় জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ ও প্রার্থনা ফারদিন দীঘি। জীবনের নানা সময়ে গড়ে ওঠা সম্পর্ক আর প্রেমের গল্প নিয়ে প্রিয় প্রাক্তন। পুরো সিনেমায় কেবল সুদীপ ও দীঘিই অভিনয় করেছেন, আর কোনো অভিনেতা নেই। বানিয়েছেন ইফতেখার আহমেদ ওশিন। সিনেমাটি নিয়ে নির্মাতা ওশিন বলেন, ‘প্রিয় প্রাক্তন আমার প্রথম সিনেমা। নির্মাণের জন্য একেবারে সহজ একটি গল্প বেছে নিয়েছি। তবে আমার বিশ্বাস, সিনেমার প্রতিটি দৃশ্য দেখলে দর্শক নিজেদের জীবনের সঙ্গে রিলেট করতে পারবে। মনে হবে, এ ঘটনাটা তো আমার জীবনে ঘটছে বা ঘটেছে।’
সিনেমাপাগল একজন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ফিল্মকানন। কিংকর আহসানের গল্পে এটি বানিয়েছেন আশুতোষ সুজন। গল্পে দেখা যাবে, বজলু আপাদমস্তক একজন সিনেমাপ্রেমী মানুষ। দিনরাত কাটে সিনেমার কল্পনায়। তার একমাত্র স্বপ্ন, সিনেমার নায়ক হওয়া। স্বপ্ন পূরণের আশায় বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলু দিনের পর দিন দাঁড়িয়ে থাকে এফডিসির গেটে, একটি সুযোগের আশায়। নায়ক হওয়ার স্বপ্নে বিভোর বজলুর জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পই ফুটে উঠেছে ফিল্মকানন সিনেমায়। মূল চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ।
এই তিনটি শর্টফিল্ম ছাড়াও বেশ কিছু সিনেমা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এই তালিকায় আছে অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’ এবং চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’।

মানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিনটি ভিন্ন শর্টফিল্ম হিসেবে দেখা যাবে গল্পগুলো।
ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে শর্টফিল্ম তিনটি। শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি খোয়াব মুক্তি দিয়ে। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। এবারই প্রথম পর্দায় জুটি বাঁধলেন তাঁরা। ববি অভিনয় করেছেন একজন চিত্রনায়িকার চরিত্রে। আদর আজাদ অভিনয় করেছেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হয়েছে খোয়াব। এতে আরও আছেন সুমন আনোয়ার, সাঞ্জু জন প্রমুখ।
খোয়াব নিয়ে আদর আজাদ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে। সব সময় সব স্বপ্ন পূরণ হয় না। সেই স্বপ্নের গল্পই দেখা যাবে খোয়াব সিনেমায়।’
প্রিয় প্রাক্তন সিনেমায় জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ ও প্রার্থনা ফারদিন দীঘি। জীবনের নানা সময়ে গড়ে ওঠা সম্পর্ক আর প্রেমের গল্প নিয়ে প্রিয় প্রাক্তন। পুরো সিনেমায় কেবল সুদীপ ও দীঘিই অভিনয় করেছেন, আর কোনো অভিনেতা নেই। বানিয়েছেন ইফতেখার আহমেদ ওশিন। সিনেমাটি নিয়ে নির্মাতা ওশিন বলেন, ‘প্রিয় প্রাক্তন আমার প্রথম সিনেমা। নির্মাণের জন্য একেবারে সহজ একটি গল্প বেছে নিয়েছি। তবে আমার বিশ্বাস, সিনেমার প্রতিটি দৃশ্য দেখলে দর্শক নিজেদের জীবনের সঙ্গে রিলেট করতে পারবে। মনে হবে, এ ঘটনাটা তো আমার জীবনে ঘটছে বা ঘটেছে।’
সিনেমাপাগল একজন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ফিল্মকানন। কিংকর আহসানের গল্পে এটি বানিয়েছেন আশুতোষ সুজন। গল্পে দেখা যাবে, বজলু আপাদমস্তক একজন সিনেমাপ্রেমী মানুষ। দিনরাত কাটে সিনেমার কল্পনায়। তার একমাত্র স্বপ্ন, সিনেমার নায়ক হওয়া। স্বপ্ন পূরণের আশায় বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলু দিনের পর দিন দাঁড়িয়ে থাকে এফডিসির গেটে, একটি সুযোগের আশায়। নায়ক হওয়ার স্বপ্নে বিভোর বজলুর জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পই ফুটে উঠেছে ফিল্মকানন সিনেমায়। মূল চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ।
এই তিনটি শর্টফিল্ম ছাড়াও বেশ কিছু সিনেমা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এই তালিকায় আছে অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’ এবং চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
৩১ মিনিট আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
১ ঘণ্টা আগে