বিনোদন প্রতিবেদক, ঢাকা
মানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিনটি ভিন্ন শর্টফিল্ম হিসেবে দেখা যাবে গল্পগুলো।
ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে শর্টফিল্ম তিনটি। শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি খোয়াব মুক্তি দিয়ে। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। এবারই প্রথম পর্দায় জুটি বাঁধলেন তাঁরা। ববি অভিনয় করেছেন একজন চিত্রনায়িকার চরিত্রে। আদর আজাদ অভিনয় করেছেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হয়েছে খোয়াব। এতে আরও আছেন সুমন আনোয়ার, সাঞ্জু জন প্রমুখ।
খোয়াব নিয়ে আদর আজাদ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে। সব সময় সব স্বপ্ন পূরণ হয় না। সেই স্বপ্নের গল্পই দেখা যাবে খোয়াব সিনেমায়।’
প্রিয় প্রাক্তন সিনেমায় জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ ও প্রার্থনা ফারদিন দীঘি। জীবনের নানা সময়ে গড়ে ওঠা সম্পর্ক আর প্রেমের গল্প নিয়ে প্রিয় প্রাক্তন। পুরো সিনেমায় কেবল সুদীপ ও দীঘিই অভিনয় করেছেন, আর কোনো অভিনেতা নেই। বানিয়েছেন ইফতেখার আহমেদ ওশিন। সিনেমাটি নিয়ে নির্মাতা ওশিন বলেন, ‘প্রিয় প্রাক্তন আমার প্রথম সিনেমা। নির্মাণের জন্য একেবারে সহজ একটি গল্প বেছে নিয়েছি। তবে আমার বিশ্বাস, সিনেমার প্রতিটি দৃশ্য দেখলে দর্শক নিজেদের জীবনের সঙ্গে রিলেট করতে পারবে। মনে হবে, এ ঘটনাটা তো আমার জীবনে ঘটছে বা ঘটেছে।’
সিনেমাপাগল একজন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ফিল্মকানন। কিংকর আহসানের গল্পে এটি বানিয়েছেন আশুতোষ সুজন। গল্পে দেখা যাবে, বজলু আপাদমস্তক একজন সিনেমাপ্রেমী মানুষ। দিনরাত কাটে সিনেমার কল্পনায়। তার একমাত্র স্বপ্ন, সিনেমার নায়ক হওয়া। স্বপ্ন পূরণের আশায় বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলু দিনের পর দিন দাঁড়িয়ে থাকে এফডিসির গেটে, একটি সুযোগের আশায়। নায়ক হওয়ার স্বপ্নে বিভোর বজলুর জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পই ফুটে উঠেছে ফিল্মকানন সিনেমায়। মূল চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ।
এই তিনটি শর্টফিল্ম ছাড়াও বেশ কিছু সিনেমা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এই তালিকায় আছে অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’ এবং চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’।
মানুষের জীবনের উত্থান-পতনের তিনটি গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যানথোলজি ফিল্ম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’, ‘প্রিয় প্রাক্তন’ ও ‘ফিল্ম কানন’ এই তিন গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি। প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক শেখ নওয়িদ রাশিদ। তবে অ্যানথোলজি নয়, তিনটি ভিন্ন শর্টফিল্ম হিসেবে দেখা যাবে গল্পগুলো।
ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে শর্টফিল্ম তিনটি। শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি খোয়াব মুক্তি দিয়ে। আবুল খায়ের চাঁদের পরিচালনায় এতে অভিনয় করেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। এবারই প্রথম পর্দায় জুটি বাঁধলেন তাঁরা। ববি অভিনয় করেছেন একজন চিত্রনায়িকার চরিত্রে। আদর আজাদ অভিনয় করেছেন নায়িকার মেকআপম্যানের সহকারীর চরিত্রে। ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হয়েছে খোয়াব। এতে আরও আছেন সুমন আনোয়ার, সাঞ্জু জন প্রমুখ।
খোয়াব নিয়ে আদর আজাদ বলেন, ‘প্রতিটি মানুষের জীবনে স্বপ্ন থাকে। সব সময় সব স্বপ্ন পূরণ হয় না। সেই স্বপ্নের গল্পই দেখা যাবে খোয়াব সিনেমায়।’
প্রিয় প্রাক্তন সিনেমায় জুটি বেঁধেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ ও প্রার্থনা ফারদিন দীঘি। জীবনের নানা সময়ে গড়ে ওঠা সম্পর্ক আর প্রেমের গল্প নিয়ে প্রিয় প্রাক্তন। পুরো সিনেমায় কেবল সুদীপ ও দীঘিই অভিনয় করেছেন, আর কোনো অভিনেতা নেই। বানিয়েছেন ইফতেখার আহমেদ ওশিন। সিনেমাটি নিয়ে নির্মাতা ওশিন বলেন, ‘প্রিয় প্রাক্তন আমার প্রথম সিনেমা। নির্মাণের জন্য একেবারে সহজ একটি গল্প বেছে নিয়েছি। তবে আমার বিশ্বাস, সিনেমার প্রতিটি দৃশ্য দেখলে দর্শক নিজেদের জীবনের সঙ্গে রিলেট করতে পারবে। মনে হবে, এ ঘটনাটা তো আমার জীবনে ঘটছে বা ঘটেছে।’
সিনেমাপাগল একজন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে ফিল্মকানন। কিংকর আহসানের গল্পে এটি বানিয়েছেন আশুতোষ সুজন। গল্পে দেখা যাবে, বজলু আপাদমস্তক একজন সিনেমাপ্রেমী মানুষ। দিনরাত কাটে সিনেমার কল্পনায়। তার একমাত্র স্বপ্ন, সিনেমার নায়ক হওয়া। স্বপ্ন পূরণের আশায় বজলু পাড়ি জমায় ঢাকায়। স্বপ্নে বিভোর বজলু দিনের পর দিন দাঁড়িয়ে থাকে এফডিসির গেটে, একটি সুযোগের আশায়। নায়ক হওয়ার স্বপ্নে বিভোর বজলুর জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পই ফুটে উঠেছে ফিল্মকানন সিনেমায়। মূল চরিত্রে আছেন ফজলুর রহমান বাবু ও সামিয়া অথৈ।
এই তিনটি শর্টফিল্ম ছাড়াও বেশ কিছু সিনেমা মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। এই তালিকায় আছে অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’ এবং চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’।
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন শাহবাজ সানী। ২০১৮ সালে ‘আব্দুল্লাহ’ নাটকে তাঁকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকী।
২ ঘণ্টা আগেচিত্রনায়ক মান্নার জীবনটা ছিল সিনেমার মতো। ক্যারিয়ারের শুরুতে অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাঁকে। এফডিসির অফিসপাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধরনা দিতে হতো। কাজ করেছেন অ্যান্টিহিরো ও পার্শ্বনায়কের চরিত্রেও। সেই মান্নাই একসময় হয়ে ওঠেন গণমানুষের নায়ক...
৩ ঘণ্টা আগেরাজধানীর মহিলা সমিতিতে ১৪ দিনব্যাপী ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’ আয়োজনের উদ্যোগ নিয়েছিল ঢাকা মহানগর নাট্য পর্ষদ। ১৫ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল এই উৎসব। শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে উৎসব স্থগিত করার কথা জানায় আয়োজকেরা। কিছু লোকের হুমকি এবং পুলিশি নিষেধাজ্ঞার কারণ...
৩ ঘণ্টা আগেসুপারহিরোদের নিয়ে গল্প বলার ক্ষেত্রে বরাবরই এগিয়ে হলিউড। কাল্পনিক জগতের অতিমানব, অদৃশ্য শক্তির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে তাদের নানা হিরোইজম হামেশায় দেখা যায় হলিউডের পর্দায়। এ ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ভারতীয় সিনেমা। এই প্রথম এমন একটি উদ্যোগ নিয়েছে মালয়ালম ইন্ডাস্ট্রি...
৩ ঘণ্টা আগে