
ভারতীয় বক্স অফিসে দাপট দেখানোর পর এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’। জানা গেছে, সিনেমাটি আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘দি অভি কথাচিত্র’। ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদমানির অনুমতিও পেয়েছেন তাঁরা।
চলচ্চিত্র সেন্সর সার্টিফিকশন থেকে ছাড়পত্র পেলে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি দিতে চায় আমদানিকারক প্রতিষ্ঠান। স্ত্রী ২ সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
সর্বশেষ গত ৩১ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা ‘মি অ্যান্ড মিসেস মাহি’। এটি আমদানি করেছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়েছিল।
গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল হরর-কমেডি ঘরানার স্ত্রী ২। ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা এটি। বিশ্বব্যাপী স্ত্রী ২ সিনেমার আয় প্রায় ৯০০ কোটি রুপি। ভারতে সর্বাধিক আয় করা হিন্দি সিনেমা এখন স্ত্রী ২। এখন পর্যন্ত সিনেমাটি ভারতে আয় করেছে ৫৯৫ কোটি রুপি। সাফল্য পাওয়া সিনেমাটি বাংলাদেশে কেমন ব্যবসা করে সেটা এখন দেখার বিষয়।
এর আগে ২০১৮ সালে স্ত্রীর প্রথম পর্ব আয় করেছিল ১৮১ কোটি রুপি। তাতে শ্রদ্ধাকে দেখা গিয়েছিল ‘শি’ নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে, যার প্রেমে পড়ে ভিকি চরিত্রের অভিনেতা রাজকুমার রাও। দ্বিতীয় পর্বে দেখা দিয়েছে মস্তকবিহীন আরেক ভূত। সে একে একে শহরের নারীদের তুলে নিয়ে হত্যা করতে থাকে। রাজকুমারের জীবনে আবারও দেখা দেয় শ্রদ্ধা। সবাই মিলে নামে ওই ভূতের হাত থেকে শহরকে রক্ষার সংগ্রামে। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সেও আসলে ভূত।
স্ত্রী ২ সিনেমায় আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানাসহ অনেকে। প্রথম পর্বের মতো এবারও সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক।

ভারতীয় বক্স অফিসে দাপট দেখানোর পর এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’। জানা গেছে, সিনেমাটি আমদানি করছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘দি অভি কথাচিত্র’। ইতিমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আদমানির অনুমতিও পেয়েছেন তাঁরা।
চলচ্চিত্র সেন্সর সার্টিফিকশন থেকে ছাড়পত্র পেলে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি দিতে চায় আমদানিকারক প্রতিষ্ঠান। স্ত্রী ২ সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
সর্বশেষ গত ৩১ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা ‘মি অ্যান্ড মিসেস মাহি’। এটি আমদানি করেছিল অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয়েছিল।
গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল হরর-কমেডি ঘরানার স্ত্রী ২। ভারতে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমা এটি। বিশ্বব্যাপী স্ত্রী ২ সিনেমার আয় প্রায় ৯০০ কোটি রুপি। ভারতে সর্বাধিক আয় করা হিন্দি সিনেমা এখন স্ত্রী ২। এখন পর্যন্ত সিনেমাটি ভারতে আয় করেছে ৫৯৫ কোটি রুপি। সাফল্য পাওয়া সিনেমাটি বাংলাদেশে কেমন ব্যবসা করে সেটা এখন দেখার বিষয়।
এর আগে ২০১৮ সালে স্ত্রীর প্রথম পর্ব আয় করেছিল ১৮১ কোটি রুপি। তাতে শ্রদ্ধাকে দেখা গিয়েছিল ‘শি’ নামের এক রহস্যময়ী নারীর চরিত্রে, যার প্রেমে পড়ে ভিকি চরিত্রের অভিনেতা রাজকুমার রাও। দ্বিতীয় পর্বে দেখা দিয়েছে মস্তকবিহীন আরেক ভূত। সে একে একে শহরের নারীদের তুলে নিয়ে হত্যা করতে থাকে। রাজকুমারের জীবনে আবারও দেখা দেয় শ্রদ্ধা। সবাই মিলে নামে ওই ভূতের হাত থেকে শহরকে রক্ষার সংগ্রামে। একসময় রাজকুমার জানতে পারে, শ্রদ্ধা কোনো মানুষ নয়, সেও আসলে ভূত।
স্ত্রী ২ সিনেমায় আরও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, অভিষেক ব্যানার্জি, অপারশক্তি খুরানাসহ অনেকে। প্রথম পর্বের মতো এবারও সিনেমাটি পরিচালনা করেছেন অমর কৌশিক।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
১৪ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
১৪ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
১৪ ঘণ্টা আগে