
গত মাসেই আদর আজাদের সঙ্গে কলকাতার দর্শনা বণিককে নিয়ে ‘লিপস্টিক’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে দর্শনাও জানিয়েছিলেন সিনেমাটি তিনি করছেন। এক মাস না যেতেই পাল্টে গেল সিনেমার নায়িকা। দর্শনা বণিক নয়, লিপস্টিক সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। গত সোমবার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নায়িকা পরিবর্তনের বিষয়ে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘দর্শনার সঙ্গে আমাদের কোনো লিখিত চুক্তি হয়নি। মৌখিকভাবে কথা হয়েছিল। তবে বর্তমানে আমাদের দেশে ফরেন কারেন্সির যে অবস্থা চলছে, সেদিক বিবেচনা করে আমরা অন্য কাউকে নিয়ে চিন্তা করছিলাম। গল্পটির সঙ্গে পূজা খুব মানানসই। পূজাকে গল্পটি বলার পর তার ভালো লাগে। তাই তাকে নিয়ে সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে পূজার সঙ্গে আমাদের লিখিত চুক্তি হয়েছে।’
নির্মাতা আরও জানান, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার। ঢাকা ও ভোলায় দৃশ্য ধারণের কাজ হবে। লিপস্টিক সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু। প্রযোজনায় রয়েছে স্মার্ট মাল্টিমিডিয়া।
সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘অনেক দিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে কোনো গল্প আমাকে টানতে পারেনি। লিপস্টিক মনে হয়েছে আমার গল্প। আমাকে নতুনভাবে দেখবে দর্শক। এ কারণেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া।’
লিপস্টিক হবে আদর-পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁরা জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘নাকফুল’ সিনেমায়। আলোক হাসান পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
এদিকে গত তিন ঈদ পর এবার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না পূজার। সর্বশেষ রোজার ঈদে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বিন’ সিনেমায় দেখা গেছে পূজাকে। ভৌতিক ঘরানার এ সিনেমায় পূজার অভিনয় প্রশংসিত হয়েছিল। এতে তাঁর বিপরীতে ছিল আব্দুন নুর সজল।

গত মাসেই আদর আজাদের সঙ্গে কলকাতার দর্শনা বণিককে নিয়ে ‘লিপস্টিক’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে দর্শনাও জানিয়েছিলেন সিনেমাটি তিনি করছেন। এক মাস না যেতেই পাল্টে গেল সিনেমার নায়িকা। দর্শনা বণিক নয়, লিপস্টিক সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। গত সোমবার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নায়িকা পরিবর্তনের বিষয়ে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘দর্শনার সঙ্গে আমাদের কোনো লিখিত চুক্তি হয়নি। মৌখিকভাবে কথা হয়েছিল। তবে বর্তমানে আমাদের দেশে ফরেন কারেন্সির যে অবস্থা চলছে, সেদিক বিবেচনা করে আমরা অন্য কাউকে নিয়ে চিন্তা করছিলাম। গল্পটির সঙ্গে পূজা খুব মানানসই। পূজাকে গল্পটি বলার পর তার ভালো লাগে। তাই তাকে নিয়ে সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে পূজার সঙ্গে আমাদের লিখিত চুক্তি হয়েছে।’
নির্মাতা আরও জানান, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার। ঢাকা ও ভোলায় দৃশ্য ধারণের কাজ হবে। লিপস্টিক সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু। প্রযোজনায় রয়েছে স্মার্ট মাল্টিমিডিয়া।
সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘অনেক দিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে কোনো গল্প আমাকে টানতে পারেনি। লিপস্টিক মনে হয়েছে আমার গল্প। আমাকে নতুনভাবে দেখবে দর্শক। এ কারণেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া।’
লিপস্টিক হবে আদর-পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁরা জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘নাকফুল’ সিনেমায়। আলোক হাসান পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
এদিকে গত তিন ঈদ পর এবার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না পূজার। সর্বশেষ রোজার ঈদে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বিন’ সিনেমায় দেখা গেছে পূজাকে। ভৌতিক ঘরানার এ সিনেমায় পূজার অভিনয় প্রশংসিত হয়েছিল। এতে তাঁর বিপরীতে ছিল আব্দুন নুর সজল।

ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
৫ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
৫ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
৬ ঘণ্টা আগে
ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে সেরা সিনেমার পুরস্কার জিতে নিল লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা পরিচালক ও সেরা অভিযোজিত চিত্রনাট্য বিভাগেও পুরস্কৃত হলেন এ সিনেমার নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।
৬ ঘণ্টা আগে