
গত মাসেই আদর আজাদের সঙ্গে কলকাতার দর্শনা বণিককে নিয়ে ‘লিপস্টিক’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে দর্শনাও জানিয়েছিলেন সিনেমাটি তিনি করছেন। এক মাস না যেতেই পাল্টে গেল সিনেমার নায়িকা। দর্শনা বণিক নয়, লিপস্টিক সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। গত সোমবার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নায়িকা পরিবর্তনের বিষয়ে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘দর্শনার সঙ্গে আমাদের কোনো লিখিত চুক্তি হয়নি। মৌখিকভাবে কথা হয়েছিল। তবে বর্তমানে আমাদের দেশে ফরেন কারেন্সির যে অবস্থা চলছে, সেদিক বিবেচনা করে আমরা অন্য কাউকে নিয়ে চিন্তা করছিলাম। গল্পটির সঙ্গে পূজা খুব মানানসই। পূজাকে গল্পটি বলার পর তার ভালো লাগে। তাই তাকে নিয়ে সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে পূজার সঙ্গে আমাদের লিখিত চুক্তি হয়েছে।’
নির্মাতা আরও জানান, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার। ঢাকা ও ভোলায় দৃশ্য ধারণের কাজ হবে। লিপস্টিক সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু। প্রযোজনায় রয়েছে স্মার্ট মাল্টিমিডিয়া।
সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘অনেক দিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে কোনো গল্প আমাকে টানতে পারেনি। লিপস্টিক মনে হয়েছে আমার গল্প। আমাকে নতুনভাবে দেখবে দর্শক। এ কারণেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া।’
লিপস্টিক হবে আদর-পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁরা জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘নাকফুল’ সিনেমায়। আলোক হাসান পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
এদিকে গত তিন ঈদ পর এবার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না পূজার। সর্বশেষ রোজার ঈদে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বিন’ সিনেমায় দেখা গেছে পূজাকে। ভৌতিক ঘরানার এ সিনেমায় পূজার অভিনয় প্রশংসিত হয়েছিল। এতে তাঁর বিপরীতে ছিল আব্দুন নুর সজল।

গত মাসেই আদর আজাদের সঙ্গে কলকাতার দর্শনা বণিককে নিয়ে ‘লিপস্টিক’ সিনেমার ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। কলকাতা থেকে দর্শনাও জানিয়েছিলেন সিনেমাটি তিনি করছেন। এক মাস না যেতেই পাল্টে গেল সিনেমার নায়িকা। দর্শনা বণিক নয়, লিপস্টিক সিনেমায় আদরের বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। গত সোমবার রাতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
নায়িকা পরিবর্তনের বিষয়ে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘দর্শনার সঙ্গে আমাদের কোনো লিখিত চুক্তি হয়নি। মৌখিকভাবে কথা হয়েছিল। তবে বর্তমানে আমাদের দেশে ফরেন কারেন্সির যে অবস্থা চলছে, সেদিক বিবেচনা করে আমরা অন্য কাউকে নিয়ে চিন্তা করছিলাম। গল্পটির সঙ্গে পূজা খুব মানানসই। পূজাকে গল্পটি বলার পর তার ভালো লাগে। তাই তাকে নিয়ে সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে পূজার সঙ্গে আমাদের লিখিত চুক্তি হয়েছে।’
নির্মাতা আরও জানান, আগামী জুলাই মাসের ২০ তারিখ থেকে শুটিং শুরু হবে অ্যাকশন থ্রিলার ঘরানার এ সিনেমার। ঢাকা ও ভোলায় দৃশ্য ধারণের কাজ হবে। লিপস্টিক সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ্ জহির বাবু। প্রযোজনায় রয়েছে স্মার্ট মাল্টিমিডিয়া।
সিনেমাটি নিয়ে পূজা বলেন, ‘অনেক দিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। এর মাঝে অনেক সিনেমার প্রস্তাব পেয়েছি। তবে কোনো গল্প আমাকে টানতে পারেনি। লিপস্টিক মনে হয়েছে আমার গল্প। আমাকে নতুনভাবে দেখবে দর্শক। এ কারণেই সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া।’
লিপস্টিক হবে আদর-পূজা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তাঁরা জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন ‘নাকফুল’ সিনেমায়। আলোক হাসান পরিচালিত সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
এদিকে গত তিন ঈদ পর এবার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না পূজার। সর্বশেষ রোজার ঈদে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বিন’ সিনেমায় দেখা গেছে পূজাকে। ভৌতিক ঘরানার এ সিনেমায় পূজার অভিনয় প্রশংসিত হয়েছিল। এতে তাঁর বিপরীতে ছিল আব্দুন নুর সজল।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৮ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৮ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে