Ajker Patrika

এফডিসির গেটে সাধারণ মানুষের ভিড়

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ২৮
এফডিসির গেটে সাধারণ মানুষের ভিড়

চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে পুলিশ।

এদিকে হাই ভোল্টেজ এই নির্বাচনে অংশ নেওয়া তারকাদের দেখতে ভিড় জমেছে এফডিসির গেটে। সকাল থেকেই এফডিসির সামনের রাস্তায় দেখা গেছে হাজারো মানুষ।

এফডিসির ভেতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেতা আমিন খানসরেজমিনে দেখা যায়, সকাল থেকেই এফডিসির গেটের সামনে রয়েছে অতিরিক্ত মানুষের আনাগোনা। তাঁদের বেশির ভাগই এসেছেন ঢাকার বাইরে থেকে। শুধু প্রিয় নায়ক বা নায়িকাকে একপলক দেখবেন বলে। কাওরানবাজার থেকে এফডিসির দিকে আসার রাস্তায় রয়েছে গাড়ির চাপ। 

পরিস্থিতি মোকাবিলা করতে এফডিসির ভেতরে ও বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি র‍্যাবের সদস্যদের উপস্থিতিও দেখা গেছে।

সকাল ৯টা থেকে শুরু হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এফডিসিতে সমিতির স্টাডি রুমে চলছে ভোটগ্রহণ। 

ভিড় সামলাতে মোতায়েন করা হয়েছে পুলিশচলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। একটিতে সভাপতি পদে প্রার্থী হয়েছেন ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। অন্য প্যানেলে আছেন সভাপতি-সাধারণ সম্পাদক মিশা সওদাগর ও জায়েদ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত