
‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ভারতীয় সংবাদমাধ্যম টাইসম অব ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যে এর চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন পরিচালক গোপী পুত্ররণ। রানির স্বামী ও চলচ্চিত্র প্রযোজক আদিত্য চোপড়া থেকেও পেয়েছেন সম্মতি।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আরও একবার রানিকে দেখা যাবে ইন্সপেক্টর শিবানী শিবাজি রায়ের ভূমিকায়। তবে রানী ছাড়া এখন পর্যন্ত অন্যান্য কাস্ট চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, আগামী বছর শুরু হতে পারে সিনেমার শুটিং।
ফিল্ম কম্প্যানিয়নের অনুপমা চোপড়ার সঙ্গে এক সাক্ষাৎকারে রানী মুখার্জি জানিয়েছিলেন, তিনি শিবানীর চরিত্রে আবারও অভিনয় করতে চান। অভিনেত্রীর কথায়, ‘আমি যখন ‘‘মারদানি ২’’ করি, তখন আমি বেশ নার্ভাস ছিলাম, কারণ আমি এর আগে কখনো সিক্যুয়েল করিনি। কারণ যখনই একটি চলচ্চিত্র শেষ হয় তখন আমি আমার চরিত্রগুলোকে পেছনে ফেলে দিই এবং তারপরে আমি জানি না যে আমি আবার সেই অংশটি পুনরায় প্রকাশ করতে পারব কিনা! ‘‘মারদানি ২’’ করে আমি অবাক হয়েছিলাম যে আমি অংশটি পুনরায় প্রকাশ করতে পেরেছি। তাই এখন আমি এটিকে আবার ‘‘মারদানি ৩’’ রূপে পুনরায় প্রকাশ করতে চাই।
উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘মারদানি’ মুক্তি পায় ২০১৪ সালে, যা বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকপ্রিয়তাও অর্জন করে। এরপর ২০১৯ সালে ‘মারদানি ২’ আনেন রানী।
চলতি বছর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন রানী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমা বক্স অফিস সাফল্যের পাশাপাশি জয় করেছে দর্শক ও সমালোচকদের মন। এতে রানির সঙ্গে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জিম সর্ব, নীনা গুপ্তা সহ প্রমুখ।

‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে ফিরছেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ভারতীয় সংবাদমাধ্যম টাইসম অব ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যে এর চিত্রনাট্য লেখার কাজ শেষ করেছেন পরিচালক গোপী পুত্ররণ। রানির স্বামী ও চলচ্চিত্র প্রযোজক আদিত্য চোপড়া থেকেও পেয়েছেন সম্মতি।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আরও একবার রানিকে দেখা যাবে ইন্সপেক্টর শিবানী শিবাজি রায়ের ভূমিকায়। তবে রানী ছাড়া এখন পর্যন্ত অন্যান্য কাস্ট চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, আগামী বছর শুরু হতে পারে সিনেমার শুটিং।
ফিল্ম কম্প্যানিয়নের অনুপমা চোপড়ার সঙ্গে এক সাক্ষাৎকারে রানী মুখার্জি জানিয়েছিলেন, তিনি শিবানীর চরিত্রে আবারও অভিনয় করতে চান। অভিনেত্রীর কথায়, ‘আমি যখন ‘‘মারদানি ২’’ করি, তখন আমি বেশ নার্ভাস ছিলাম, কারণ আমি এর আগে কখনো সিক্যুয়েল করিনি। কারণ যখনই একটি চলচ্চিত্র শেষ হয় তখন আমি আমার চরিত্রগুলোকে পেছনে ফেলে দিই এবং তারপরে আমি জানি না যে আমি আবার সেই অংশটি পুনরায় প্রকাশ করতে পারব কিনা! ‘‘মারদানি ২’’ করে আমি অবাক হয়েছিলাম যে আমি অংশটি পুনরায় প্রকাশ করতে পেরেছি। তাই এখন আমি এটিকে আবার ‘‘মারদানি ৩’’ রূপে পুনরায় প্রকাশ করতে চাই।
উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘মারদানি’ মুক্তি পায় ২০১৪ সালে, যা বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকপ্রিয়তাও অর্জন করে। এরপর ২০১৯ সালে ‘মারদানি ২’ আনেন রানী।
চলতি বছর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরেন রানী। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমা বক্স অফিস সাফল্যের পাশাপাশি জয় করেছে দর্শক ও সমালোচকদের মন। এতে রানির সঙ্গে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, জিম সর্ব, নীনা গুপ্তা সহ প্রমুখ।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৬ মিনিট আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৬ মিনিট আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২০ মিনিট আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
২৪ মিনিট আগে