
কাহিনীতে এমন মোচড় আসবে, সত্যিই ভাবা যায়নি! তাপসী পান্নু ধন্য়বাদ দিলেন কঙ্গনা রানাউতকে! পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করে তাপসীকেও প্রশংসায় ভাসালেন ‘কন্ট্রোভার্সি কুইন’। মুখ দেখাদেখি বন্ধ করা দুই নায়িকার মধ্যে এমন ধন্যবাদ-প্রতি ধন্যবাদের ঘটনা সত্যিই ঘটেছে! ভক্তদের জন্য বড় চমক।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘থাপ্পড়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তাপসী। ওই ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছিলেন কঙ্গনা রানাউতও। পুরস্কার নিতে মঞ্চে উঠে প্রশংসা করলেন কঙ্গনার। কী বলেছেন তাপসী? একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মঞ্চে উঠে তাপসী বলছেন, ‘সীমানাটা ক্রমেই আরও বিস্তৃত করে তোলার জন্য অনেক ধন্যবাদ কঙ্গনা। তোমার পারফরম্যান্স প্রতি বছরই বাড়ছে।’ সেই সঙ্গে অবশ্য বাকি যাঁরা নমিনেশন পেয়েছিলেন সেই দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও জাহ্নবী কাপুরকেও ধন্যবাদ জানান তাপসী।
ভিডিওটি টুইটারে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ধন্যবাদ তাপসী। যোগ্য হিসেবেই ফিল্মফেয়ার জিতলে তুমি। তোমার মতো আর কেউ এর যোগ্য ছিল না।’
তাপসী পান্নু ও কঙ্গনা রানাউতের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন তা কারও অজানা নয়। সে টিভিতে সাক্ষাৎকারই হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম। বারবার পরস্পরকে আক্রমণ করে বিষোদগার করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার যেন সেই সম্পর্কে নতুন পালাবদল হলো। প্রশ্ন উঠছে, তবে কি বরফ গলছে? নাকি শুধুই সৌজন্য?
দেখা যাক, একে অপরকে পরবর্তী টুইটে কীভাবে সম্বোধন করেন।
এর আগে তাপসী কঙ্গনাকে ‘প্রোপাগান্ডা ছড়ানোর শিক্ষক’ হিসেবে অভিহিত করেছিলেন। টুইট দেখা মাত্রই ক্ষেপে গিয়েছিলেন কঙ্গনাও। তিনি তাপসীর টুইটে রিটুইট করে নোংরা আক্রমণ করেন। একেবারে ‘মা’ তুলে গালি দেন। তিনি লিখেছিলেন, ‘তোর মাকে গালি দিলে কেমন লাগবে ডাম্বো।’ এছাড়াও কঙ্গনা তাঁর টুইটে তাপসীকে বলেন, ‘তাপসী অন্যের দয়ায় বেঁচে আছে। চিন্তা ভাবনা নিম্ন মানের।’

কাহিনীতে এমন মোচড় আসবে, সত্যিই ভাবা যায়নি! তাপসী পান্নু ধন্য়বাদ দিলেন কঙ্গনা রানাউতকে! পাল্টা কৃতজ্ঞতা প্রকাশ করে তাপসীকেও প্রশংসায় ভাসালেন ‘কন্ট্রোভার্সি কুইন’। মুখ দেখাদেখি বন্ধ করা দুই নায়িকার মধ্যে এমন ধন্যবাদ-প্রতি ধন্যবাদের ঘটনা সত্যিই ঘটেছে! ভক্তদের জন্য বড় চমক।
সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে ‘থাপ্পড়’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তাপসী। ওই ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছিলেন কঙ্গনা রানাউতও। পুরস্কার নিতে মঞ্চে উঠে প্রশংসা করলেন কঙ্গনার। কী বলেছেন তাপসী? একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মঞ্চে উঠে তাপসী বলছেন, ‘সীমানাটা ক্রমেই আরও বিস্তৃত করে তোলার জন্য অনেক ধন্যবাদ কঙ্গনা। তোমার পারফরম্যান্স প্রতি বছরই বাড়ছে।’ সেই সঙ্গে অবশ্য বাকি যাঁরা নমিনেশন পেয়েছিলেন সেই দীপিকা পাড়ুকোন, বিদ্যা বালান ও জাহ্নবী কাপুরকেও ধন্যবাদ জানান তাপসী।
ভিডিওটি টুইটারে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘ধন্যবাদ তাপসী। যোগ্য হিসেবেই ফিল্মফেয়ার জিতলে তুমি। তোমার মতো আর কেউ এর যোগ্য ছিল না।’
তাপসী পান্নু ও কঙ্গনা রানাউতের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন তা কারও অজানা নয়। সে টিভিতে সাক্ষাৎকারই হোক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম। বারবার পরস্পরকে আক্রমণ করে বিষোদগার করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এবার যেন সেই সম্পর্কে নতুন পালাবদল হলো। প্রশ্ন উঠছে, তবে কি বরফ গলছে? নাকি শুধুই সৌজন্য?
দেখা যাক, একে অপরকে পরবর্তী টুইটে কীভাবে সম্বোধন করেন।
এর আগে তাপসী কঙ্গনাকে ‘প্রোপাগান্ডা ছড়ানোর শিক্ষক’ হিসেবে অভিহিত করেছিলেন। টুইট দেখা মাত্রই ক্ষেপে গিয়েছিলেন কঙ্গনাও। তিনি তাপসীর টুইটে রিটুইট করে নোংরা আক্রমণ করেন। একেবারে ‘মা’ তুলে গালি দেন। তিনি লিখেছিলেন, ‘তোর মাকে গালি দিলে কেমন লাগবে ডাম্বো।’ এছাড়াও কঙ্গনা তাঁর টুইটে তাপসীকে বলেন, ‘তাপসী অন্যের দয়ায় বেঁচে আছে। চিন্তা ভাবনা নিম্ন মানের।’

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২০ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২১ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
২১ ঘণ্টা আগে