
মুক্তির দ্বারপ্রান্তে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত তৃতীয় সিনেমা ‘অ্যানিমেল’। ২০১৭ সালে তেলুগু ব্যবসাসফল সিনেমা ‘অর্জুন রেড্ডি’র মাধ্যমে পরিচালক হিসেবে তিনি নাম লেখান। এরপর ২০১৯ সালে তিনি নিয়ে আসেন সিনেমাটির হিন্দি রিমেক ‘কবির সিং’।
দুটি সিনেমাতেই তুমুল সাফল্য পেয়েছেন সন্দীপ রেড্ডি। তবে তিনি জানিয়েছেন, আর রিমেক বানাতে চান না তিনি। তাঁর কথায়, ‘অর্জুন রেড্ডির চরিত্রটিকে হিন্দি ভাষায় কবির সিংয়ে রূপান্তর বেশ চ্যালেঞ্জের ছিল।’ সঙ্গে পরিচালক ভাঙা আরও জানিয়েছেন, হিন্দি রিমেকের জন্য শহীদ কাপুর প্রথম পছন্দ ছিল না। রণবীর সিং না করে দেওয়ার পরই সিনেমাটি শহীদ কাপুরের কাছে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম আইড্রিমকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি ভাঙা বলেন, ‘সিনেমাটি রিমেকের জন্য মুম্বাই থেকে অনেক প্রস্তাব পাচ্ছিলাম। রণবীর সিংকে তখন কবির সিং চরিত্রে প্রস্তাব দেওয়া হয়। তাঁর সঙ্গে গল্প নিয়েও আমাদের বসা হয়। কিন্তু রণবীর না করে দেন, তিনি মনে করেছিলেন চরিত্রটি তাঁর সঙ্গে ঠিক যাচ্ছে না।’
সন্দীপ রেড্ডি জানিয়েছেন, রণবীর না করে দেওয়ার পর প্রস্তাবটি যায় শহীদ কাপুরের কাছে। আর শহীদকে নির্বাচন করার পরই সন্দীপ রেড্ডিকে নিয়ে সমালোচনা শুরু হতে থাকে। চরিত্রটিতে অভিনেতাকে প্রধান চরিত্রে কাস্ট করার সিদ্ধান্তকে তখন কেউ সমর্থন করেনি। কারণ শহীদের বক্স অফিসের রেকর্ড তেমন ভালো ছিল না। তাঁর ঝুলিতে তখনো ১০০ কোটি রুপির কোনো সিনেমা ছিল না। তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ বক্স অফিসের আয় ছিল ৬৫ কোটি রুপি।
তবে সন্দীপ রেড্ডি জানিয়েছেন, শহীদ কাপুরের সঙ্গে কাজ করা তাঁর জন্য দারুণ একটা অভিজ্ঞতা ছিল। তাঁর কথায়, ‘শহীদ দুর্দান্ত অভিনেতা।’
উল্লেখ্য, ‘কবির সিং’ সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ৩৭০ কোটি রুপির বেশি। ২০১৯ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমাটি অভিনেতা শহীদ কাপুরেরও এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের সিনেমা। সিনেমাটিতে শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

মুক্তির দ্বারপ্রান্তে সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত তৃতীয় সিনেমা ‘অ্যানিমেল’। ২০১৭ সালে তেলুগু ব্যবসাসফল সিনেমা ‘অর্জুন রেড্ডি’র মাধ্যমে পরিচালক হিসেবে তিনি নাম লেখান। এরপর ২০১৯ সালে তিনি নিয়ে আসেন সিনেমাটির হিন্দি রিমেক ‘কবির সিং’।
দুটি সিনেমাতেই তুমুল সাফল্য পেয়েছেন সন্দীপ রেড্ডি। তবে তিনি জানিয়েছেন, আর রিমেক বানাতে চান না তিনি। তাঁর কথায়, ‘অর্জুন রেড্ডির চরিত্রটিকে হিন্দি ভাষায় কবির সিংয়ে রূপান্তর বেশ চ্যালেঞ্জের ছিল।’ সঙ্গে পরিচালক ভাঙা আরও জানিয়েছেন, হিন্দি রিমেকের জন্য শহীদ কাপুর প্রথম পছন্দ ছিল না। রণবীর সিং না করে দেওয়ার পরই সিনেমাটি শহীদ কাপুরের কাছে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম আইড্রিমকে দেওয়া এক সাক্ষাৎকারে সন্দীপ রেড্ডি ভাঙা বলেন, ‘সিনেমাটি রিমেকের জন্য মুম্বাই থেকে অনেক প্রস্তাব পাচ্ছিলাম। রণবীর সিংকে তখন কবির সিং চরিত্রে প্রস্তাব দেওয়া হয়। তাঁর সঙ্গে গল্প নিয়েও আমাদের বসা হয়। কিন্তু রণবীর না করে দেন, তিনি মনে করেছিলেন চরিত্রটি তাঁর সঙ্গে ঠিক যাচ্ছে না।’
সন্দীপ রেড্ডি জানিয়েছেন, রণবীর না করে দেওয়ার পর প্রস্তাবটি যায় শহীদ কাপুরের কাছে। আর শহীদকে নির্বাচন করার পরই সন্দীপ রেড্ডিকে নিয়ে সমালোচনা শুরু হতে থাকে। চরিত্রটিতে অভিনেতাকে প্রধান চরিত্রে কাস্ট করার সিদ্ধান্তকে তখন কেউ সমর্থন করেনি। কারণ শহীদের বক্স অফিসের রেকর্ড তেমন ভালো ছিল না। তাঁর ঝুলিতে তখনো ১০০ কোটি রুপির কোনো সিনেমা ছিল না। তাঁর ক্যারিয়ারে সর্বোচ্চ বক্স অফিসের আয় ছিল ৬৫ কোটি রুপি।
তবে সন্দীপ রেড্ডি জানিয়েছেন, শহীদ কাপুরের সঙ্গে কাজ করা তাঁর জন্য দারুণ একটা অভিজ্ঞতা ছিল। তাঁর কথায়, ‘শহীদ দুর্দান্ত অভিনেতা।’
উল্লেখ্য, ‘কবির সিং’ সিনেমাটি বক্স অফিস থেকে আয় করে ৩৭০ কোটি রুপির বেশি। ২০১৯ সালের সবচেয়ে বেশি আয় করা সিনেমাটি অভিনেতা শহীদ কাপুরেরও এখন পর্যন্ত সর্বোচ্চ আয়ের সিনেমা। সিনেমাটিতে শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
৩ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
৩ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৩ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৩ ঘণ্টা আগে