বিনোদন ডেস্ক

২০ জুন মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। এই সিনেমা দিয়ে তিন বছর পর প্রেক্ষাগৃহে ফিরলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। প্রথম দিনে দর্শক টানতে না পারলেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াল এস প্রসন্ন পরিচালিত সিনেমাটি। প্রথম দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫০ কোটি রুপি।
প্রথম দিন ভারতে মাত্র ১১ কোটি রুপি আয় করে সিতারে জমিন পার। অনেকেই ধরে নিয়েছিলেন ভরাডুবির পথে এগোচ্ছে সিনেমাটি। কিন্তু দ্বিতীয় দিনেই বদলে গেল চিত্র। এদিন ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২১ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে প্রথম দুই দিনে ৩২ কোটি রুপি ঘরে তুলেছে এই সিনেমা। ভারতের বাইরে আয় করেছে আরও ১৮ কোটি রুপি। তৃতীয় দিন এই আয় আরও বাড়বে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা। ৯০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিতারে জমিন পার। নির্মিত হয়েছে আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।
সিতারে জমিন পারে বড় একটা ঝুঁকি নিয়েছেন আমির খান। প্রেক্ষাগৃহের পর ওটিটিতে মুক্তি না দিয়ে সরাসরি ইউটিউবে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও ১২০ কোটি রুপিতে সিতারে জমিন পারের ডিজিটাল স্বত্ব কিনতে চেয়েছিল। তবে বিনয়ের সঙ্গে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আমির। জানা গেছে, আরও বেশি দামের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর প্রস্তাব ফেরাননি আমির, বরং তিনি চাইছেন সিনেমা মুক্তির এই পদ্ধতিটা বদলে দিতে।
ইউটিউবে মুক্তি পেলেও বিনা মূল্যে দেখা যাবে না সিনেমাটি, দেখতে হবে ‘পে পার ভিউ’ সিস্টেমে। অর্থাৎ দর্শককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে উপভোগ করতে হবে সিনেমাটি।
২০০৭ সালের ‘তারে জমিন পার’-এর আঙ্গিকে তৈরি হয়েছে সিতারে জমিন পার। ওই সিনেমায় বিশেষভাবে সক্ষম এক শিশুর সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছিল। আমির ছিলেন অঙ্কন শিক্ষকের চরিত্রে। নতুন সিনেমা সিতারে জমিন পারে আমিরকে দেখা যাবে রাগী কোচের ভূমিকায়। যাকে বদলে দেয় বিশেষভাবে সক্ষম একদল শিশু।

২০ জুন মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’। এই সিনেমা দিয়ে তিন বছর পর প্রেক্ষাগৃহে ফিরলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। প্রথম দিনে দর্শক টানতে না পারলেও দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়াল এস প্রসন্ন পরিচালিত সিনেমাটি। প্রথম দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৫০ কোটি রুপি।
প্রথম দিন ভারতে মাত্র ১১ কোটি রুপি আয় করে সিতারে জমিন পার। অনেকেই ধরে নিয়েছিলেন ভরাডুবির পথে এগোচ্ছে সিনেমাটি। কিন্তু দ্বিতীয় দিনেই বদলে গেল চিত্র। এদিন ভারতে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ২১ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে প্রথম দুই দিনে ৩২ কোটি রুপি ঘরে তুলেছে এই সিনেমা। ভারতের বাইরে আয় করেছে আরও ১৮ কোটি রুপি। তৃতীয় দিন এই আয় আরও বাড়বে বলে ধারণা করছেন সিনেমা বিশ্লেষকেরা। ৯০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে সিতারে জমিন পার। নির্মিত হয়েছে আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।
সিতারে জমিন পারে বড় একটা ঝুঁকি নিয়েছেন আমির খান। প্রেক্ষাগৃহের পর ওটিটিতে মুক্তি না দিয়ে সরাসরি ইউটিউবে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও ১২০ কোটি রুপিতে সিতারে জমিন পারের ডিজিটাল স্বত্ব কিনতে চেয়েছিল। তবে বিনয়ের সঙ্গে সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আমির। জানা গেছে, আরও বেশি দামের জন্য অ্যামাজন প্রাইম ভিডিওর প্রস্তাব ফেরাননি আমির, বরং তিনি চাইছেন সিনেমা মুক্তির এই পদ্ধতিটা বদলে দিতে।
ইউটিউবে মুক্তি পেলেও বিনা মূল্যে দেখা যাবে না সিনেমাটি, দেখতে হবে ‘পে পার ভিউ’ সিস্টেমে। অর্থাৎ দর্শককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে উপভোগ করতে হবে সিনেমাটি।
২০০৭ সালের ‘তারে জমিন পার’-এর আঙ্গিকে তৈরি হয়েছে সিতারে জমিন পার। ওই সিনেমায় বিশেষভাবে সক্ষম এক শিশুর সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছিল। আমির ছিলেন অঙ্কন শিক্ষকের চরিত্রে। নতুন সিনেমা সিতারে জমিন পারে আমিরকে দেখা যাবে রাগী কোচের ভূমিকায়। যাকে বদলে দেয় বিশেষভাবে সক্ষম একদল শিশু।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
২০ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
২১ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
২১ ঘণ্টা আগে