
প্রেমিকাকে বাঁচাতে গিয়ে স্বনামধন্য এক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলার শিকার হন। মাথায় গুরুতর আঘাত লাগে। স্মৃতি হারিয়ে ফেলেন তিনি। কিছুই মনে রাখতে পারেন না। তাই সারা শরীরে ট্যাটুর মতো করে লিখে রাখেন দরকারি তথ্যগুলো। ২০০৫ সালে এমন একটি গল্প দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নির্মাতা এ আর মুরুগাদোস। ‘গজনী’ নামের ওই তামিল সিনেমার নায়ক ছিলেন সুরিয়া।
গজনী দেখার পর আমির খান এতই মুগ্ধ হন যে সিনেমাটি রিমেকের সিদ্ধান্ত নেন। ডেকে পাঠান নির্মাতা মুরুগাদোসকে। হিন্দি ভার্সনটিও তিনিই পরিচালনা করেন। একই গল্প নিয়ে ২০০৮ সালে মুক্তি পায় আমির অভিনীত ‘গজনী’। তবে হিন্দি ভার্সনে শেষটা বদলে দিয়েছিলেন আমির, নিজেই লিখেছিলেন ক্লাইম্যাক্স। সুরিয়ার মতো আমিরের গজনীও পেয়েছিল ব্যাপক সাফল্য।
এ মাসের শুরুতে পিঙ্কভিলা জানিয়েছিল, গজনীর দ্বিতীয় পর্ব আসবে। আমিরকে সিকুয়েলের প্রস্তাব দেওয়া হয়েছে। আইডিয়া শুনে রাজি হয়েছেন অভিনেতা। সম্প্রতি সেই তথ্যের সত্যতা নিশ্চিত করলেন সুরিয়া। ১৪ নভেম্বর মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘কানগুভা’। এর প্রচারে এসে সুরিয়া জানালেন, প্রযোজক আল্লু অরবিন্দ তাঁর সঙ্গেও সিকুয়েলের বিষয়টি নিয়ে আলাপ করেছেন।
সুরিয়া বলেন, ‘প্রযোজক আল্লু অরবিন্দ আমাকে বলেছেন, গজনীর সিকুয়েল হতে পারে কি না। আমি বলেছি, অবশ্যই হতে পারে। তবে এমন গল্প হতে হবে, যা সময়োপযোগী। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করা যায়, গজনী–২ আসবে।’
গজনী–২ নিয়ে এবার ভিন্ন ধরনের পরিকল্পনা করেছেন প্রযোজক। আগে যেমন প্রথমে তামিলে মুক্তি পেয়েছিল গজনী, তিন বছর পর এসেছিল হিন্দিতে। তবে এবার দুই ভাষায় একই সঙ্গে গজনী–২ আনার পরিকল্পনা তাঁর। তামিলে অভিনয় করবেন সুরিয়া, আর হিন্দিতে থাকবেন আমির। একই সঙ্গে দুই সিনেমার শুটিং হবে, মুক্তিও পাবে একসঙ্গে।
পিঙ্কভিলা জানিয়েছে, এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। আগামী বছরের মাঝামাঝি হতে পারে শুটিং। গজনী টুর আপডেট জানানোর পাশাপাশি একটি বিশেষ কারণে আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুরিয়া। জানিয়েছেন, তাঁর ক্যারিয়ারে আমিরের অবদান অনেক।
সুরিয়া বলেন, ‘তিনি যখন গজনীর রিমেক করেন, তখন সবাইকে বলেছিলেন, অরিজিনাল সিনেমাটি আমি করেছি। তাঁর মাধ্যমেই ভারতজুড়ে পরিচিতি পাই আমি। এ কারণে তাঁর প্রতি সব সময় কৃতজ্ঞ।’

প্রেমিকাকে বাঁচাতে গিয়ে স্বনামধন্য এক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলার শিকার হন। মাথায় গুরুতর আঘাত লাগে। স্মৃতি হারিয়ে ফেলেন তিনি। কিছুই মনে রাখতে পারেন না। তাই সারা শরীরে ট্যাটুর মতো করে লিখে রাখেন দরকারি তথ্যগুলো। ২০০৫ সালে এমন একটি গল্প দিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন নির্মাতা এ আর মুরুগাদোস। ‘গজনী’ নামের ওই তামিল সিনেমার নায়ক ছিলেন সুরিয়া।
গজনী দেখার পর আমির খান এতই মুগ্ধ হন যে সিনেমাটি রিমেকের সিদ্ধান্ত নেন। ডেকে পাঠান নির্মাতা মুরুগাদোসকে। হিন্দি ভার্সনটিও তিনিই পরিচালনা করেন। একই গল্প নিয়ে ২০০৮ সালে মুক্তি পায় আমির অভিনীত ‘গজনী’। তবে হিন্দি ভার্সনে শেষটা বদলে দিয়েছিলেন আমির, নিজেই লিখেছিলেন ক্লাইম্যাক্স। সুরিয়ার মতো আমিরের গজনীও পেয়েছিল ব্যাপক সাফল্য।
এ মাসের শুরুতে পিঙ্কভিলা জানিয়েছিল, গজনীর দ্বিতীয় পর্ব আসবে। আমিরকে সিকুয়েলের প্রস্তাব দেওয়া হয়েছে। আইডিয়া শুনে রাজি হয়েছেন অভিনেতা। সম্প্রতি সেই তথ্যের সত্যতা নিশ্চিত করলেন সুরিয়া। ১৪ নভেম্বর মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘কানগুভা’। এর প্রচারে এসে সুরিয়া জানালেন, প্রযোজক আল্লু অরবিন্দ তাঁর সঙ্গেও সিকুয়েলের বিষয়টি নিয়ে আলাপ করেছেন।
সুরিয়া বলেন, ‘প্রযোজক আল্লু অরবিন্দ আমাকে বলেছেন, গজনীর সিকুয়েল হতে পারে কি না। আমি বলেছি, অবশ্যই হতে পারে। তবে এমন গল্প হতে হবে, যা সময়োপযোগী। এরই মধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আশা করা যায়, গজনী–২ আসবে।’
গজনী–২ নিয়ে এবার ভিন্ন ধরনের পরিকল্পনা করেছেন প্রযোজক। আগে যেমন প্রথমে তামিলে মুক্তি পেয়েছিল গজনী, তিন বছর পর এসেছিল হিন্দিতে। তবে এবার দুই ভাষায় একই সঙ্গে গজনী–২ আনার পরিকল্পনা তাঁর। তামিলে অভিনয় করবেন সুরিয়া, আর হিন্দিতে থাকবেন আমির। একই সঙ্গে দুই সিনেমার শুটিং হবে, মুক্তিও পাবে একসঙ্গে।
পিঙ্কভিলা জানিয়েছে, এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়েছে। আগামী বছরের মাঝামাঝি হতে পারে শুটিং। গজনী টুর আপডেট জানানোর পাশাপাশি একটি বিশেষ কারণে আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুরিয়া। জানিয়েছেন, তাঁর ক্যারিয়ারে আমিরের অবদান অনেক।
সুরিয়া বলেন, ‘তিনি যখন গজনীর রিমেক করেন, তখন সবাইকে বলেছিলেন, অরিজিনাল সিনেমাটি আমি করেছি। তাঁর মাধ্যমেই ভারতজুড়ে পরিচিতি পাই আমি। এ কারণে তাঁর প্রতি সব সময় কৃতজ্ঞ।’

গত বছর ঢালিউডে হিট সিনেমার সংখ্যা বাড়লেও কমেছে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক ছিল। নতুন বছরেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন নির্মাতারা। এ বছর অবশ্য ঈদ ছাড়াও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালে যেসব সিনেমার দিকে নজর থাকবে...
৯ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
১২ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
১৪ ঘণ্টা আগে