সুপারস্টার হওয়ার পথটা মিঠুন চক্রবর্তীর কাছে সহজ ছিল না। অক্লান্ত পরিশ্রম, একাগ্রতা দিয়েই নিজের পথ নিজে তৈরী করেছেন। মধ্যবিত্ত বাড়ির সাধারণ ছেলে থেকে বলিউডের উজ্জ্বল তারকা। মিঠুন চক্রবর্তী মানেই সিনেমার একটা যুগ। বলিউডের ট্রেন্ড চেঞ্জার। তাই মিঠুন জানেন, যদি মানুষের মধ্যে প্রতিভা থাকে, স্বপ্ন থাকে, তাহলে সে সফল হবেই। আর সেই প্রতিভা খুজবেন মিঠুন।
কালার্স টিভির নতুন রিয়ালিটি শো ‘হুনরবাজ-দেশ কি শান’। এই শোয়ের মাধ্যমে মিঠুন চক্রবর্তী ফের টেলিভিশন পর্দায় বিচারক হয়ে আসছেন। তবে শুধু মিঠুনই নয়, এই শোয়ে দেখা যাবে পরিচালক করণ জোহরকেও।
নতুন এই রিয়ালিটি শো নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, ‘আমি বরাবরই বিশ্বাস করি, আমাদের দেশের নানা কোণায় প্রচুর প্রতিভা লুকিয়ে রয়েছে। এই প্রতিভাবান মানুষগুলোকে সামনে নিয়ে আসার এটাই সেরা শো। এই জন্য কালার্স চ্যানেলকে ধন্যবাদ।’
মিঠুনের সঙ্গে বিচারকের আসনে থাকবেন পরিচালক করণ জোহর। এই বলিউড পরিচালক বলেন, ‘এই ধরনের রিয়ালিটি শো সত্য়িই হওয়া প্রয়োজন। তবেই না নতুন নতুন প্রতিভা সবার সামনে আসতে পারবে। আমার মনে হয় কালার্সের এই শো জনপ্রিয় হবে সব শ্রেণি মানুষের কাছে।’
শোয়ের প্রযোজনা করছেন ফ্রেমস প্রোডাকশনস। গায়ক, জাদুকর, নৃত্যশিল্পী, স্টান্টম্যান, কমেডিয়ানদের মধ্যে বাছাই হবে সেরা কে, কার প্রতিভা সেরা। এখানে যার যে প্রতিভা আছে তা থেকেই চ্যাম্পিয়ন বাছাই হবে।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে রেকর্ড গড়ল রায়ান কুগলার পরিচালিত ‘সিনারস’। সেরা সিনেমা, সেরা অভিনেতা, পরিচালক, চিত্রনাট্য, সংগীত, চিত্র গ্রহণসহ মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেল হরর সিনেমাটি।
৭ ঘণ্টা আগে
সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
১৭ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
২১ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১ দিন আগে