
বাবা দিবসের দিন সবচেয়ে বড় উপহার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল প্রকাশ্যে এসেছে শাহরুখকন্যা সুহানা খানের আসন্ন বলিউড সিনেমা ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। আর একজন গর্বিত বাবা হিসেবে শাহরুখ তা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ট্রেলারটি টুইটারে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বাবা দিবসের দিন আমার শিশুর জন্য শুভকামনা। সব শিশুদের এবং টাইগার বেবি দ্য আর্চিস-এর জন্য শুভকামনা।’
শাহরুখের এই টুইট মন কেড়েছে তাঁর অনুরাগীদের। জবাবে শাহরুখকে ‘বাবা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা। একজন লিখেছেন, ‘তুমি তোমার সন্তানদের সবচেয়ে বড় সমর্থক। তুমি যেভাবে সুহানা আর আরিয়ানদের পাশে থাকো, ওদের প্রশংসা করো, তা সত্যিই প্রশংসার যোগ্য। এটা অনেক বাবা-মায়েরই শেখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘আমাদের বেবি সুহানা এখন হেরোইন। দারুণ অনুভূতি এটা। আপনার জন্য এটাই হয়তো ফাদার্স ডে-র সেরা উপহার।’
কয়েক দিন আগে মেবিলিন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছিলেন সুহানা, আর তখন শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে সুহানাকে নিয়ে লিখেছিলেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন আমার বাচ্চা। কী সুন্দর পোশাক, কী সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করলে তুমি। এর জন্য যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয়, এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য! লাল পোশাকে অনেক সুন্দর লাগছে আমার ছোট্ট সোনা মা, অনেক ভালোবাসা।’
দ্য আর্চিস তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে। চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা।
মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।

বাবা দিবসের দিন সবচেয়ে বড় উপহার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গতকাল প্রকাশ্যে এসেছে শাহরুখকন্যা সুহানা খানের আসন্ন বলিউড সিনেমা ‘দ্য আর্চিস’-এর ট্রেলার। আর একজন গর্বিত বাবা হিসেবে শাহরুখ তা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
ট্রেলারটি টুইটারে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘বাবা দিবসের দিন আমার শিশুর জন্য শুভকামনা। সব শিশুদের এবং টাইগার বেবি দ্য আর্চিস-এর জন্য শুভকামনা।’
শাহরুখের এই টুইট মন কেড়েছে তাঁর অনুরাগীদের। জবাবে শাহরুখকে ‘বাবা দিবসের’ শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ভক্তরা। একজন লিখেছেন, ‘তুমি তোমার সন্তানদের সবচেয়ে বড় সমর্থক। তুমি যেভাবে সুহানা আর আরিয়ানদের পাশে থাকো, ওদের প্রশংসা করো, তা সত্যিই প্রশংসার যোগ্য। এটা অনেক বাবা-মায়েরই শেখা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘আমাদের বেবি সুহানা এখন হেরোইন। দারুণ অনুভূতি এটা। আপনার জন্য এটাই হয়তো ফাদার্স ডে-র সেরা উপহার।’
কয়েক দিন আগে মেবিলিন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছিলেন সুহানা, আর তখন শাহরুখ সামাজিক যোগাযোগমাধ্যমে সুহানাকে নিয়ে লিখেছিলেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন আমার বাচ্চা। কী সুন্দর পোশাক, কী সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করলে তুমি। এর জন্য যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয়, এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য! লাল পোশাকে অনেক সুন্দর লাগছে আমার ছোট্ট সোনা মা, অনেক ভালোবাসা।’
দ্য আর্চিস তৈরি হয়েছে জনপ্রিয় মার্কিন কমিকসের ওপর ভিত্তি করে। আমেরিকার রিভারডেল হাইস্কুলে পড়ুয়া বেটি কুপার, ভেরোনিকা ও আর্চিকে কেন্দ্র করে গল্প। সারাক্ষণ গান নিয়ে মেতে থাকা আর্চি ভালোবাসে তার সহপাঠী ভেরোনিকাকে। আবার বড়লোক ঘরের সুন্দরী মেয়ে বেটির প্রতিও তার আকর্ষণ আছে। চল্লিশের দশকে এই ত্রয়ীর ত্রিভুজ প্রেমের গল্প আর বন্ধুত্বে বুঁদ ছিল সারা বিশ্বের কমিকপ্রেমীরা।
মার্কিন কমিক থেকে অনুপ্রাণিত হলেও গল্পটি ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে সাজিয়েছেন নির্মাতা জোয়া আখতার। প্রধান চরিত্র আর্চির চরিত্রে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা, বেটি কুপার চরিত্রে খুশি কাপুর আর ভেরোনিকা হয়েছেন সুহানা খান।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
২৯ মিনিট আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
৪৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
১ ঘণ্টা আগে