Ajker Patrika

দীপিকাকে সমর্থন করে যা বললেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক
দীপিকাকে সমর্থন করে যা বললেন সোনাক্ষী
দীপিকা ও সোনাক্ষী। ছবি: সংগৃহীত

দক্ষিণী অভিনেতা প্রভাসের বিপরীতে ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল দীপিকা পাড়ুকোনকে। বড় অঙ্কের পারিশ্রমিকের সঙ্গে দীপিকা শর্ত জুড়ে দিয়েছিলেন আট ঘণ্টার বেশি কাজ করবেন না, যা মেনে নেননি নির্মাতা। ফলে সিনেমা থেকে সরে আসতে হয়েছে দীপিকাকে। এরপর এ নিয়ে শুরু হয়েছে তর্কবিতর্ক। প্রশ্ন উঠেছে, কাজের নির্দিষ্ট সময়সীমা নিয়ে। অনেকে অভিনেত্রীর সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ আবার এমন দাবিকে অযৌক্তিক বলছেন। এবার এ নিয়ে কথা বললেন সোনাক্ষী সিনহা। দীপিকাকে সমর্থন জানিয়ে সোনাক্ষী জানালেন, প্রত্যেকের নিজের জন্য সময় দরকার।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে সোনাক্ষী বলেন, ‘এটা খুবই ন্যায্য দাবি। আমি এমন অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, যাঁরা আট ঘণ্টার বেশি কাজ করেন না। তাহলে অভিনেত্রীদের ক্ষেত্রেইবা বিষয়টা অন্য রকম হবে কেন?’

সোনাক্ষী আরও বলেন, ‘১৫ বছর ধরে কাজ করছি। বুঝেছি, নিজের জন্য সময় বের করা জরুরি। যদি আমি এমন কোনো সিনেমা করি, যেখানে আমাকে অত্যন্ত ফিট থাকতে হবে, তাহলে জিমে যাওয়ার জন্য আমার প্রতিদিন ২ ঘণ্টা প্রয়োজন হবে। আপনি যদি আমাকে ১২ থেকে ১৪ ঘণ্টা সেটে রাখেন, তবে আমি এটি করতে পারব না। তবে শরীরচর্চা করার প্রয়োজন না হলে আমি প্রয়োজনে ১০-১২ ঘণ্টা কাজ করতে রাজি। তবে সেটা একান্ত প্রয়োজন হলে তবেই করব।’

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে সোনাক্ষীর ‘নিকিতা রায়’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন সোনাক্ষীর ভাই কুশ এস সিনহা। ২৭ জুন মুক্তি পাবে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত