
একের পর এক নেতিবাচক প্রতিবেদন! কেন সবাই তাকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করে? এত বিদ্বেষ কিসের! বুঝতে পারছেন না জ্যাকলিন ফার্নান্দেজ। কিছুটা আক্ষেপ নিয়ে বললেন, ‘আমি কী ভুল করেছি?’ জানালেন, তিনি নিজেকেই প্রশ্নটা করছেন। মানসিকভাবে তিনি খুব ভেঙে পড়েছেন বলেও জানান এই নায়িকা।
অবৈধ টাকা পাচারকারি সুকেশ চন্দ্রশেখর বহু অভিযোগে অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর সঙ্গেই জ্যাকলিন সম্পর্কে ছিলেন বলে জানা যায়। কালো টাকায় কেনা মূল্যবান উপহার সুকেশ তাঁকে দিয়েছিলেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিক বার তলব করেছে জ্যাকলিনকে। সুকেশ বর্তমানে জেলে। যদিও জ্যাকলিন দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নীরব ছিলেন। সুকেশের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তিনি বলেছিলেন, “আমি বর্তমানে একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমি নিশ্চিত যে, আমার বন্ধু এবং অনুরাগীরা পাশে থাকবেন। আমার গোপনীয়তায় হস্তক্ষেপ না করলে খুশি হব।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুললেন জ্যাকলিন। বললেন, ‘মানুষ হিসেবে আমি চাই সবাই আমাকে পছন্দ করুক। খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে পছন্দ না করেন তা হলে আপনার অস্বস্তি শুরু হয়। তবে বিদ্বেষ থাকলে সেটা জেনেবুঝে থাকা ভাল। আমি কী দোষ করেছি? কেউ জানেন? তারকাদের পান থেকে চুন খসলে দোষ হাজার গুণ হয়ে যায়। আমার প্রতি এত কঠোর হওয়ার কারণ জানতে চাই!’
তবু জ্যাকলিন এখনও জীবনে আস্থা রাখতে চান। ইতিবাচক থাকতে চান। সে কারণেই আত্মসমালোচনায় জোর দিচ্ছেন।
কিচ্ছা সুদীপের সঙ্গে ‘বিক্রান্ত রোনা’ সিনেমায় অভিনয় করেছেন জ্যাকলিন। সিনেমাটি ভালো ব্যবসাও করছে। মুক্তির অপেক্ষায় আছে রণবীর সিংহ এবং পূজা হেগড়ে অভিনীত ‘সার্কাস’ সিনেমা।

একের পর এক নেতিবাচক প্রতিবেদন! কেন সবাই তাকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করে? এত বিদ্বেষ কিসের! বুঝতে পারছেন না জ্যাকলিন ফার্নান্দেজ। কিছুটা আক্ষেপ নিয়ে বললেন, ‘আমি কী ভুল করেছি?’ জানালেন, তিনি নিজেকেই প্রশ্নটা করছেন। মানসিকভাবে তিনি খুব ভেঙে পড়েছেন বলেও জানান এই নায়িকা।
অবৈধ টাকা পাচারকারি সুকেশ চন্দ্রশেখর বহু অভিযোগে অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর সঙ্গেই জ্যাকলিন সম্পর্কে ছিলেন বলে জানা যায়। কালো টাকায় কেনা মূল্যবান উপহার সুকেশ তাঁকে দিয়েছিলেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিক বার তলব করেছে জ্যাকলিনকে। সুকেশ বর্তমানে জেলে। যদিও জ্যাকলিন দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নীরব ছিলেন। সুকেশের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তিনি বলেছিলেন, “আমি বর্তমানে একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমি নিশ্চিত যে, আমার বন্ধু এবং অনুরাগীরা পাশে থাকবেন। আমার গোপনীয়তায় হস্তক্ষেপ না করলে খুশি হব।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুললেন জ্যাকলিন। বললেন, ‘মানুষ হিসেবে আমি চাই সবাই আমাকে পছন্দ করুক। খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে পছন্দ না করেন তা হলে আপনার অস্বস্তি শুরু হয়। তবে বিদ্বেষ থাকলে সেটা জেনেবুঝে থাকা ভাল। আমি কী দোষ করেছি? কেউ জানেন? তারকাদের পান থেকে চুন খসলে দোষ হাজার গুণ হয়ে যায়। আমার প্রতি এত কঠোর হওয়ার কারণ জানতে চাই!’
তবু জ্যাকলিন এখনও জীবনে আস্থা রাখতে চান। ইতিবাচক থাকতে চান। সে কারণেই আত্মসমালোচনায় জোর দিচ্ছেন।
কিচ্ছা সুদীপের সঙ্গে ‘বিক্রান্ত রোনা’ সিনেমায় অভিনয় করেছেন জ্যাকলিন। সিনেমাটি ভালো ব্যবসাও করছে। মুক্তির অপেক্ষায় আছে রণবীর সিংহ এবং পূজা হেগড়ে অভিনীত ‘সার্কাস’ সিনেমা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে