
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন শেরশাহ জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ের আগে নিজেদের সম্পর্ক নিয়ে এড়িয়েছেন সংবাদমাধ্যমকে। এমনকি বিয়ের পরও যেকোনো সাক্ষাৎকারে একে অপরের সম্পর্কে প্রশ্ন যতটা পারেন এড়িয়েই চলেন এই জুটি। এবার এই লুকোচুরি নিয়ে মুখ খুললেন কিয়ারা। ফেমিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারাকে বলতে শোনা যায়, কেন ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখেন তিনি আর সিদ্ধার্থ।
কিয়ারা জানিয়েছেন, বিয়ের আগে তাঁদের সবচেয়ে বড় মাথাব্যথা ছিল যাতে সম্পর্কটা ফোকাসে না এসে যায়। চাননি কাজের বাইরে কেউ তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলুক।
সিদ্ধার্থের সঙ্গে বিয়েকে কিয়ারা ‘সুন্দর মিলন’ বলে বর্ণনা করেছেন। রাজস্থানে হওয়া সেই বিয়ের অনুষ্ঠানেও ডাক পড়েছিল বলিউডের গুটি কয়েক তারকার। ছিলেন শুধু করণ জোহর, মণীশ মালহোত্রা, শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত।
অভিনেত্রীর মতে, সামাজিক মাধ্যমে বিয়ের ছবি-ভিডিও ভাগ করে এত ভালোবাসা পাওয়া উপভোগ করেছেন দুজনেই। তারকা হিসেবে নিজেদের বিয়ের ছবি প্রকাশ্যে আনা কর্তব্যের মধ্যেই পড়ে বলে জানান তিনি। ভক্তদের তাঁদের নিয়ে অনুসন্ধিৎসা থাকাও যে স্বাভাবিক, সেটাও বোঝেন। তবে দুজনেই চান দর্শক তাঁদের অভিনেতা হিসেবে মনে রাখুক। তাঁদের ব্যক্তিগত কোনো সম্পর্কের কারণে নয়।
কিয়ারাকে সবশেষ দেখা গেছে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে। পাইপলাইনে রয়েছে রাম চরণের সঙ্গে তেলুগু সিনেমা ‘গেম চেঞ্জার’।
২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তাঁরা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণে কিয়ারা বলেছিলেন, তিনি ও সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন শেরশাহ জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। বিয়ের আগে নিজেদের সম্পর্ক নিয়ে এড়িয়েছেন সংবাদমাধ্যমকে। এমনকি বিয়ের পরও যেকোনো সাক্ষাৎকারে একে অপরের সম্পর্কে প্রশ্ন যতটা পারেন এড়িয়েই চলেন এই জুটি। এবার এই লুকোচুরি নিয়ে মুখ খুললেন কিয়ারা। ফেমিনাকে দেওয়া এক সাক্ষাৎকারে কিয়ারাকে বলতে শোনা যায়, কেন ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখেন তিনি আর সিদ্ধার্থ।
কিয়ারা জানিয়েছেন, বিয়ের আগে তাঁদের সবচেয়ে বড় মাথাব্যথা ছিল যাতে সম্পর্কটা ফোকাসে না এসে যায়। চাননি কাজের বাইরে কেউ তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলুক।
সিদ্ধার্থের সঙ্গে বিয়েকে কিয়ারা ‘সুন্দর মিলন’ বলে বর্ণনা করেছেন। রাজস্থানে হওয়া সেই বিয়ের অনুষ্ঠানেও ডাক পড়েছিল বলিউডের গুটি কয়েক তারকার। ছিলেন শুধু করণ জোহর, মণীশ মালহোত্রা, শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত।
অভিনেত্রীর মতে, সামাজিক মাধ্যমে বিয়ের ছবি-ভিডিও ভাগ করে এত ভালোবাসা পাওয়া উপভোগ করেছেন দুজনেই। তারকা হিসেবে নিজেদের বিয়ের ছবি প্রকাশ্যে আনা কর্তব্যের মধ্যেই পড়ে বলে জানান তিনি। ভক্তদের তাঁদের নিয়ে অনুসন্ধিৎসা থাকাও যে স্বাভাবিক, সেটাও বোঝেন। তবে দুজনেই চান দর্শক তাঁদের অভিনেতা হিসেবে মনে রাখুক। তাঁদের ব্যক্তিগত কোনো সম্পর্কের কারণে নয়।
কিয়ারাকে সবশেষ দেখা গেছে কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতে। পাইপলাইনে রয়েছে রাম চরণের সঙ্গে তেলুগু সিনেমা ‘গেম চেঞ্জার’।
২০২১ সালে ‘শেরশাহ’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় থেকে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। যদিও নিজেদের প্রেম নিয়ে কখনো মুখ খোলেননি তাঁরা। তবে ভারতের জনপ্রিয় শো কফি উইথ করণে কিয়ারা বলেছিলেন, তিনি ও সিদ্ধার্থ ‘বন্ধুর চেয়েও বেশি।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১২ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১২ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১২ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৩ ঘণ্টা আগে