
শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টে’ চাকরির লোভনীয় অফারের ভুয়া বিজ্ঞাপন দিয়ে পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। সোশ্যাল মিডিয়াজুড়ে এমন প্রতারণা চোখ এড়ায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির। এবার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করল প্রযোজনা সংস্থাটি। জানিয়ে দেওয়া হলো যে চাকরির নামে এমন সব বিজ্ঞাপন একেবারেই ভুয়া।
ইনস্টাগ্রামে ওই বিবৃতিতে রেড চিলিসের তরফে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ভুয়া অফার ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে। সেখানে দাবি করা হচ্ছে যে এটা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা সবাইকে জানাতে চাই যে রেড চিলিস এন্টারটেইনমেন্ট কোনো রকম নিয়োগ বা সেই সংক্রান্ত পলিসি বা কোনো কাজের অফার বা সুযোগ বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেয় না। তাই এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকুন।’
এই পোস্টে তাঁরা আরও জানান, ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে কোনো অফার একমাত্র আমাদের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমেই যোগাযোগ করে দেওয়া বা জানানো হয়।’
এখান থেকেই স্পষ্ট যে, শাহরুখ ও তাঁর প্রযোজনা সংস্থার নাম করে মুম্বাইয়ে ভুয়া কারবার চালাচ্ছে একটি চক্র। এবার সেটার বিষয়ে সচেতন করল স্বয়ং রেড চিলিস।
প্রসঙ্গত, শাহরুখকে শেষবার দেখা গেছে ‘ডানকি’ সিনেমায়। বক্স অফিসে ভালোই আয় করেছিল সিনেমাটি। আগামীতে আসছে বলিউড বাদশাহর নতুন সিনেমা ‘কিং’। নির্মাতা সুজয় ঘোষের পরিচালনায় এতে থাকছেন শাহরুখকন্যা সুহানা খানও। এটি হতে যাচ্ছে থ্রিলার ঘরানার, যেখানে শাহরুখ থাকছেন ডনের ভূমিকায়।

শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টে’ চাকরির লোভনীয় অফারের ভুয়া বিজ্ঞাপন দিয়ে পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ। মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। সোশ্যাল মিডিয়াজুড়ে এমন প্রতারণা চোখ এড়ায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির। এবার এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে সতর্ক করল প্রযোজনা সংস্থাটি। জানিয়ে দেওয়া হলো যে চাকরির নামে এমন সব বিজ্ঞাপন একেবারেই ভুয়া।
ইনস্টাগ্রামে ওই বিবৃতিতে রেড চিলিসের তরফে বলা হয়েছে, ‘আমরা জানতে পেরেছি একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন ভুয়া অফার ঘুরে বেড়াচ্ছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে। সেখানে দাবি করা হচ্ছে যে এটা রেড চিলিস এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত। কিন্তু আমরা সবাইকে জানাতে চাই যে রেড চিলিস এন্টারটেইনমেন্ট কোনো রকম নিয়োগ বা সেই সংক্রান্ত পলিসি বা কোনো কাজের অফার বা সুযোগ বা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেয় না। তাই এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকুন।’
এই পোস্টে তাঁরা আরও জানান, ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টের তরফে কোনো অফার একমাত্র আমাদের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমেই যোগাযোগ করে দেওয়া বা জানানো হয়।’
এখান থেকেই স্পষ্ট যে, শাহরুখ ও তাঁর প্রযোজনা সংস্থার নাম করে মুম্বাইয়ে ভুয়া কারবার চালাচ্ছে একটি চক্র। এবার সেটার বিষয়ে সচেতন করল স্বয়ং রেড চিলিস।
প্রসঙ্গত, শাহরুখকে শেষবার দেখা গেছে ‘ডানকি’ সিনেমায়। বক্স অফিসে ভালোই আয় করেছিল সিনেমাটি। আগামীতে আসছে বলিউড বাদশাহর নতুন সিনেমা ‘কিং’। নির্মাতা সুজয় ঘোষের পরিচালনায় এতে থাকছেন শাহরুখকন্যা সুহানা খানও। এটি হতে যাচ্ছে থ্রিলার ঘরানার, যেখানে শাহরুখ থাকছেন ডনের ভূমিকায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৯ ঘণ্টা আগে