বিনোদন ডেস্ক

ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় শুরুর দিকে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নাম। শ্রীকান্ত তিওয়ারি নামের এক গোয়েন্দা কর্মকর্তার পারিবারিক জীবন এবং শ্বাসরুদ্ধকর মিশনের গল্প নিয়ে তৈরি সিরিজটির প্রথম সিজন এসেছিল ২০১৯ সালে। প্রথম সিজনেই জনপ্রিয়তা পায় আমাজন প্রাইম ভিডিওতে প্রচারিত সিরিজটি। শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে প্রশংসিত হন মনোজ বাজপেয়ি। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। এবার আসছে তৃতীয় সিজন।
২৪ জুন প্রাইম ভিডিও তৃতীয় সিজনের প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়েছে, শিগগির মুক্তি পাবে নতুন সিজন। কারা কারা এতে অভিনয় করেছেন, জানা গেল সেটাও। রাজ ও ডিজে পরিচালিত ফ্যামিলি ম্যানের এ সিজনে মনোজ বাজপেয়ির পাশাপাশি থাকবেন প্রিয়ামণি, শারিব হাশমি প্রমুখ। বেশ কয়েকজন তামিল অভিনেতাও যুক্ত হয়েছেন এ সিজনে। তাঁদের মধ্যে রয়েছেন সন্দীপ কিষান, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরী, দর্শন কুমার, দালিপ তাহিল, সীমা বিশ্বাস, বিপীন কুমার শর্মা ও হারমান সিংহ। গুল পানাগও প্রথম সিজনের পর ফিরছেন এবার।
তবে, অভিনেতা জয়দীপ আহলাওয়াতের নাম উল্লেখ করেনি প্রাইম ভিডিও। এ সিজনে জয়দীপের থাকার কথা আগেই জানিয়েছেন মনোজ বাজপেয়ি। গত মার্চে ওটিটি প্লেকে তিনি বলেছিলেন, ‘অনেকে জানেন, এই সিজনে নতুন চরিত্র এসেছে। আমরা জয়দীপকে কাস্ট করেছি। পাতাল লোকে দুর্দান্ত কাজ করার পর, এবার তিনি আমাদের সিজন থ্রিতেও আছেন। এটি এক বিশাল এবং অসাধারণ সিজন হতে চলেছে।’
ফিল্মফেয়ার জানিয়েছে, দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনোজ বাজপেয়ির চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

ভারতের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজের তালিকায় শুরুর দিকে আছে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর নাম। শ্রীকান্ত তিওয়ারি নামের এক গোয়েন্দা কর্মকর্তার পারিবারিক জীবন এবং শ্বাসরুদ্ধকর মিশনের গল্প নিয়ে তৈরি সিরিজটির প্রথম সিজন এসেছিল ২০১৯ সালে। প্রথম সিজনেই জনপ্রিয়তা পায় আমাজন প্রাইম ভিডিওতে প্রচারিত সিরিজটি। শ্রীকান্ত তিওয়ারি চরিত্রে প্রশংসিত হন মনোজ বাজপেয়ি। দ্বিতীয় সিজন মুক্তি পায় ২০২১ সালে। এবার আসছে তৃতীয় সিজন।
২৪ জুন প্রাইম ভিডিও তৃতীয় সিজনের প্রথম পোস্টার প্রকাশ করে জানিয়েছে, শিগগির মুক্তি পাবে নতুন সিজন। কারা কারা এতে অভিনয় করেছেন, জানা গেল সেটাও। রাজ ও ডিজে পরিচালিত ফ্যামিলি ম্যানের এ সিজনে মনোজ বাজপেয়ির পাশাপাশি থাকবেন প্রিয়ামণি, শারিব হাশমি প্রমুখ। বেশ কয়েকজন তামিল অভিনেতাও যুক্ত হয়েছেন এ সিজনে। তাঁদের মধ্যে রয়েছেন সন্দীপ কিষান, যুগল হংসরাজ, শ্রেয়া ধন্বন্তরী, দর্শন কুমার, দালিপ তাহিল, সীমা বিশ্বাস, বিপীন কুমার শর্মা ও হারমান সিংহ। গুল পানাগও প্রথম সিজনের পর ফিরছেন এবার।
তবে, অভিনেতা জয়দীপ আহলাওয়াতের নাম উল্লেখ করেনি প্রাইম ভিডিও। এ সিজনে জয়দীপের থাকার কথা আগেই জানিয়েছেন মনোজ বাজপেয়ি। গত মার্চে ওটিটি প্লেকে তিনি বলেছিলেন, ‘অনেকে জানেন, এই সিজনে নতুন চরিত্র এসেছে। আমরা জয়দীপকে কাস্ট করেছি। পাতাল লোকে দুর্দান্ত কাজ করার পর, এবার তিনি আমাদের সিজন থ্রিতেও আছেন। এটি এক বিশাল এবং অসাধারণ সিজন হতে চলেছে।’
ফিল্মফেয়ার জানিয়েছে, দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় সিজনে জয়দীপ আহলাওয়াতের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনোজ বাজপেয়ির চরিত্র শ্রীকান্তের বিরুদ্ধে লড়বেন। ফলে দুই দাপুটে অভিনেতার টানটান অভিনয় দেখার সুযোগ পাবেন দর্শকেরা।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১০ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১০ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১২ ঘণ্টা আগে