Ajker Patrika

‘ধুরন্ধর’ সিনেমায় রণবীরের নায়িকা কে এই সারা অর্জুন

বিনোদন ডেস্ক
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৩: ৩৪
ধুরন্ধর সিনেমায় রণবীর ও সারা। ছবি: সংগৃহীত
ধুরন্ধর সিনেমায় রণবীর ও সারা। ছবি: সংগৃহীত

২০১৮ সালে ‘পদ্মাবত’ ও ‘সিম্বা’ এবং ২০১৯ সালে ‘গালিবয়’ রণবীর সিংয়ের শেষ হিট। গত কয়েক বছর একের পর এক ফ্লপের মুখে পড়তে হয়েছে তাঁকে। সবাই চাইছিলেন, রণবীরের একটা দুর্দান্ত কামব্যাক। মনে হচ্ছে অবশেষে সেই সময়টা ঘনিয়ে আসছে।

৬ জুলাই রণবীর সিংয়ের জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছে ‘ধুরন্ধর’ সিনেমার ফার্স্ট লুক। প্রায় আড়াই মিনিটের টিজারে রণবীর লুক, উপস্থিতি আর অভিনয় তাক লাগিয়ে দিয়েছে। এ বছর বলিউডের বক্স অফিসে ধুরন্ধর যে রাজত্ব করবে, সেটা প্রায় নিশ্চিত।

আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর সিনেমায় রণবীরের নায়িকা নিয়েও অনেক আলোচনা হচ্ছে। এতে তাঁর বিপরীতে দেখা গেছে সারা অর্জুনকে। এ সিনেমা দিয়েই নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সারার। ৪০ বছর বয়সী রণবীরের নায়িকা ২০ বছর বয়সী সারা! নায়কের সঙ্গে নায়িকার এই বয়সের পার্থক্য নিয়েও সমালোচনা হচ্ছে বিস্তর।

কে এই সারা অর্জুন?

২০০৫ সালে মুম্বাইয়ে জন্ম সারা অর্জুনের। অভিনেতা রাজ অর্জুন ও নৃত্যশিল্পী সানিয়া অর্জুন দম্পতির কন্যা সারা বিনোদন দুনিয়ায় কাজ শুরু করেন ছোট বয়সেই। মাত্র দেড় বছর বয়সে প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। শিশুশিল্পী হিসেবে অল্পদিনেই জনপ্রিয়তা পান। এ পর্যন্ত ১০০টির বেশি বিজ্ঞাপনে দেখা গেছে সারাকে।

শিশুশিল্পী হিসেবেই এতদিন চলচ্চিত্রে অভিনয় করেছেন সারা অর্জুন। মাত্র ছয় বছর বয়সে ২০১১ সালে তামিল সিনেমা ‘দেইভা তিরুমাগাল’-এ অভিনয় করে প্রশংসিত হন তিনি। এতে সারাকে দেখা গেছে মানসিক ভারসাম্যহীন এক বাবার মেয়ের চরিত্রে, বাবার চরিত্রটি করেছিলেন অভিনেতা বিক্রম।

হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম মিলিয়ে এ পর্যন্ত প্রায় ২০টি সিনেমায় দেখা গেছে সারাকে। তালিকায় আছে ‘সাইভাম’, ‘এক থি ডায়ন’, ‘জজবা’, ‘আন মারিয়া কালিপ্পিলানু’, ‘সান্ড কি আঁখ’, ‘আজিব দাস্তান’ ইত্যাদি।

ধুরন্ধর সিনেমার চরিত্ররা। ছবি: সংগৃহীত
ধুরন্ধর সিনেমার চরিত্ররা। ছবি: সংগৃহীত

এসব সিনেমার কল্যাণের ভারতের অন্যতম জনপ্রিয় শিশুশিল্পীতে পরিণত হন সারা। পেয়েছেন বেশ কিছু পুরস্কারও। ২০২৩ সালে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শিশুশিল্পী হয়েছিলেন তিনি, সিনেমাপ্রতি নিতেন ১০ কোটি রুপি।

সারা অর্জুন অভিনীত সবচেয়ে আলোচিত সিনেমা হচ্ছে মণিরত্নমের ‘পোন্নিয়ান সেলভান’। এ সিনেমার দুই পর্বে ঐশ্বরিয়া রাইয়ের শৈশবের চরিত্রে ছিলেন তিনি।

ধুরন্ধর সিনেমার দৃশ্যে সারা অর্জুন। ছবি: সংগৃহীত
ধুরন্ধর সিনেমার দৃশ্যে সারা অর্জুন। ছবি: সংগৃহীত

এক যুগের বেশি সময় ধরে ক্যামেরার সামনে কাজ করার পর নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সারা অর্জুনের। ধুরন্ধর সিনেমা দিয়েই রণবীর সিংয়ের বিপরীতে নায়িকা হিসেবে যাত্রা শুরু হচ্ছে তাঁর। সিনেমার টিজারে রণবীর ও সারাকে আবেগঘন মুহূর্তে দেখা গেছে। এ সিনেমায় সারার লুকে মুগ্ধ দর্শকরা!

তবে সমালোচনাও হচ্ছে বিস্তর। রণবীরের বিপরীতে এত কম বয়সী নায়িকা—মানতে পারছেন না অনেকে। কেউ কেউ অবশ্য বলছেন, সিনেমাটি মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে। গল্পে হয়তো কোনো চমকের কারণেই এত কম বয়সী নায়িকা নেওয়া হয়েছে রণবীরের বিপরীতে।

ধুরন্ধর সিনেমার দৃশ্যে আবেগঘন মুহূর্তে রণবীর-সারা। ছবি: সংগৃহীত
ধুরন্ধর সিনেমার দৃশ্যে আবেগঘন মুহূর্তে রণবীর-সারা। ছবি: সংগৃহীত

আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। এক ভারতীয় এজেন্টের গোপন মিশনের ঘটনা তুলে ধরা হয়েছে এতে, যে মিশনটি চলেছিল কয়েক দশক ধরে। রণবীর-সারা ছাড়া অভিনয়ে আরও আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন, অর্জুন রামপাল প্রমুখ। ৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

দেখুন ‘ধুরন্ধর’ সিনেমার টিজার:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তাসনিম জারার পদত্যাগের পর সামান্তা শারমিনের রহস্যময় পোস্ট

তাসনিম জারার পদত্যাগের পর তিন এনসিপি নেত্রীর রহস্যময় পোস্ট

জামায়াতের সঙ্গে সমঝোতার যে ব্যাখ্যা দিলেন আখতার

জামায়াতের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদকে চিঠি

রাতে শাহবাগে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের উদ্দেশে যা বললেন ডিএমপি কমিশনার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ