শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন সময়ের জনপ্রিয় সংগীতায়োজক অনিরুদ্ধ রবিচন্দ্রর। মিউজিক কম্পোজার হিসেবে ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন অনিরুদ্ধ। দক্ষিণ ভারতে একাধিক হিট কাজ রয়েছে তাঁর। সেই গণ্ডি টপকে বলিউডেও ইতিমধ্যে পা রেখেছেন তিনি। এবার গায়ক, সুরকারকে তাঁর পরের কাজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব দিচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ থেকে জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা’, একাধিক সিনেমায় কাজ করেছেন অনিরুদ্ধ। ‘অনিরুদ্ধ মিউজিক্যাল’ ট্যাগ এই মুহূর্তে বেশ প্রভাবশালী হয়ে দাঁড়াচ্ছে। এর মাঝেই ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে একটি সূত্র জানিয়েছে, শাহরুখের অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ ভিন্ন ধরনের অ্যাকশনই নয়, চমক থাকবে মিউজিকেও। শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভরসা রাখছেন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অনিরুদ্ধর ওপর।
জানা গেছে, শাহরুখ নিজেই অনিরুদ্ধকে এই প্রোজেক্টে যুক্ত করার ব্যাপারে উৎসাহী ছিলেন। বলিউড বাদশার ইচ্ছার খবর পৌঁছানোর পর নতুন দায়িত্ব নিতে অনিরুদ্ধ দেরি করেননি বলেই খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
‘জওয়ান’ মুক্তির আগে এক ইভেন্টে শাহরুখ জানিয়েছিলেন, অনিরুদ্ধ তাঁর সন্তানের মতো। সে অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘অনিরুদ্ধ আমাকে জানিয়েছেন, আমি যেন সব সময় তাঁর ফোন কল রিসিভ করি। আমি তাঁর জন্য সব সময় প্রার্থনা করি, সে যেন কাজে আরও বেশি সাফল্য অর্জন করেন। ইনশাআল্লাহ একদিন তিনি এত ব্যস্ত হবেন, আমার কল ধরারই সময় পাবে না।’
শাহরুখ আরও বলেন, ‘আমি অনিরুদ্ধকে অনেক দিন ধরে চিনতাম। তাঁর সঙ্গে দেখা করতেও চাচ্ছিলাম। তো যখন অ্যাটলি আমাকে জানাল ‘‘জওয়ান’’ সিনেমার তামিল ভার্সনের জন্য একটি গান অনিরুদ্ধ করছেন। তখন আমি অ্যাটলিকে না করলাম, বললাম সিনেমার সবগুলো গানই অনিরুদ্ধ করবেন। আমি তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ।’
চলতি বছরে শাহরুখের কোনো ছবি মুক্তি পাচ্ছে না বড়পর্দায়। আপাতত বিরতি নিয়ে নতুন কাজে ফিরতে চলেছেন তিনি। মাঝে কয়েক বছর সেভাবে সাফল্য না পাওয়ার পর, গত বছর দারুণ গিয়েছিল তাঁর। এসআরকে-র তিনটি ছবিই ভালো ব্যবসা করেছিল। ‘জওয়ান’ ছিল সেই তালিকার শীর্ষে। সেই সাফল্যের রেশ ধরে রাখতে শাহরুখ যে চেষ্টার খামতি রাখতে চান না, সেটা স্পষ্ট।
‘কিং’ সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। সিনেমাটিতে ডনের চরিত্রে ফিরতে চলেছেন শাহরুখ। সঙ্গে দেখা যাবে কন্যা সুহানাকেও। ইতিমধ্যে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। আগামী আগস্ট থেকে দৃশ্যধারণের কথা রয়েছে।
শাহরুখ খানের সঙ্গে ফের জুটি বাঁধতে চলেছেন সময়ের জনপ্রিয় সংগীতায়োজক অনিরুদ্ধ রবিচন্দ্রর। মিউজিক কম্পোজার হিসেবে ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন অনিরুদ্ধ। দক্ষিণ ভারতে একাধিক হিট কাজ রয়েছে তাঁর। সেই গণ্ডি টপকে বলিউডেও ইতিমধ্যে পা রেখেছেন তিনি। এবার গায়ক, সুরকারকে তাঁর পরের কাজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব দিচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
রজনীকান্তের সঙ্গে ‘জেলার’ থেকে জুনিয়র এনটিআরের সঙ্গে ‘দেবারা’, একাধিক সিনেমায় কাজ করেছেন অনিরুদ্ধ। ‘অনিরুদ্ধ মিউজিক্যাল’ ট্যাগ এই মুহূর্তে বেশ প্রভাবশালী হয়ে দাঁড়াচ্ছে। এর মাঝেই ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলাকে একটি সূত্র জানিয়েছে, শাহরুখের অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ ভিন্ন ধরনের অ্যাকশনই নয়, চমক থাকবে মিউজিকেও। শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দ ও সুজয় ঘোষ ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকে ভরসা রাখছেন ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অনিরুদ্ধর ওপর।
জানা গেছে, শাহরুখ নিজেই অনিরুদ্ধকে এই প্রোজেক্টে যুক্ত করার ব্যাপারে উৎসাহী ছিলেন। বলিউড বাদশার ইচ্ছার খবর পৌঁছানোর পর নতুন দায়িত্ব নিতে অনিরুদ্ধ দেরি করেননি বলেই খবর ভারতীয় সংবাদমাধ্যমের।
‘জওয়ান’ মুক্তির আগে এক ইভেন্টে শাহরুখ জানিয়েছিলেন, অনিরুদ্ধ তাঁর সন্তানের মতো। সে অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘অনিরুদ্ধ আমাকে জানিয়েছেন, আমি যেন সব সময় তাঁর ফোন কল রিসিভ করি। আমি তাঁর জন্য সব সময় প্রার্থনা করি, সে যেন কাজে আরও বেশি সাফল্য অর্জন করেন। ইনশাআল্লাহ একদিন তিনি এত ব্যস্ত হবেন, আমার কল ধরারই সময় পাবে না।’
শাহরুখ আরও বলেন, ‘আমি অনিরুদ্ধকে অনেক দিন ধরে চিনতাম। তাঁর সঙ্গে দেখা করতেও চাচ্ছিলাম। তো যখন অ্যাটলি আমাকে জানাল ‘‘জওয়ান’’ সিনেমার তামিল ভার্সনের জন্য একটি গান অনিরুদ্ধ করছেন। তখন আমি অ্যাটলিকে না করলাম, বললাম সিনেমার সবগুলো গানই অনিরুদ্ধ করবেন। আমি তার পিতামাতার প্রতি কৃতজ্ঞ।’
চলতি বছরে শাহরুখের কোনো ছবি মুক্তি পাচ্ছে না বড়পর্দায়। আপাতত বিরতি নিয়ে নতুন কাজে ফিরতে চলেছেন তিনি। মাঝে কয়েক বছর সেভাবে সাফল্য না পাওয়ার পর, গত বছর দারুণ গিয়েছিল তাঁর। এসআরকে-র তিনটি ছবিই ভালো ব্যবসা করেছিল। ‘জওয়ান’ ছিল সেই তালিকার শীর্ষে। সেই সাফল্যের রেশ ধরে রাখতে শাহরুখ যে চেষ্টার খামতি রাখতে চান না, সেটা স্পষ্ট।
‘কিং’ সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন সুজয় ঘোষ। সিনেমাটিতে ডনের চরিত্রে ফিরতে চলেছেন শাহরুখ। সঙ্গে দেখা যাবে কন্যা সুহানাকেও। ইতিমধ্যে ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে। আগামী আগস্ট থেকে দৃশ্যধারণের কথা রয়েছে।
বিনোদনজগতে এখন অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে ডিপফেক। ডিপফেকের মাধ্যমে তারকাদের ছবি ও ভিডিও কারসাজি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে। এত সূক্ষ্মভাবে এসব তৈরি করা হচ্ছে যে বেশির ভাগ ক্ষেত্রে আসল-নকলের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।
৪ ঘণ্টা আগেমুক্তির প্রথম সপ্তাহেই পাইরেসির কবলে পড়ে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘তাণ্ডব’। এ নিয়ে সিনেমার প্রযোজক ও নির্মাতা প্রতিবাদ জানালেও চুপ ছিলেন শাকিব খান। অবশেষে নীরবতা ভেঙে পাইরেসির বিরুদ্ধে কথা বললেন ঢাকাই সিনেমার এই নায়ক।
৫ ঘণ্টা আগেজিসু, জেনি, রোজে ও লিসা—চার সদস্যের দল ‘ব্ল্যাকপিঙ্ক’। দক্ষিণ কোরিয়ার এ নারী ব্যান্ডের শুরু ২০১৬ সালে। মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাদের গান। ব্ল্যাকপিঙ্কের কনসার্ট ঘিরে বাড়তে থাকে ভক্তদের উন্মাদনা।
৫ ঘণ্টা আগেকাজের নির্দিষ্ট সময়সীমা নিয়ে প্রশ্ন উঠেছে বলিউডে। অনেকে এই দাবির সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ এমন দাবিকে অযৌক্তিক বলছেন। এবার এ নিয়ে কথা বললেন সোনাক্ষী সিনহা।
১৮ ঘণ্টা আগে