
আগের বছরের রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে এস এস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’। গত ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির পরই বাজিমাত। একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত ছবিটি এরই মধ্যে এক দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি রুপি আয় করেছে।
এদিকে ব্লকবাস্টার এ ছবি যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে প্রথমার্ধের পর আর দেখতে পারেননি দর্শক। গতকাল শনিবার আমেরিকার একটি সুপরিচিত সিনেমা হলে ছবিটির দৈর্ঘ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে হল কর্তৃপক্ষ। তাই ৩ ঘণ্টা ১ মিনিটের এই ছবি প্রথমার্ধের পর মাঝ পথেই প্রদর্শন বন্ধ করে দেয় তারা। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে উপস্থিত দর্শক। অর্ধেক সিনেমা দেখেই ফিরে যেতে হয় তাদের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বলিউড মুভি রিভিউজ এ ছবি নিয়ে বলেছে, মোট ৩০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনি। সিনেমাটির এখন পর্যন্ত যত রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবই ইতিবাচক।
বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ দশমিক ১৫ কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা। এর মধ্যে শুধু অন্ধ্র প্রদেশ ও তেলিঙ্গানা থেকে ১২০ কোটি এবং ভারতের বাইরে ৭৮ কোটি রুপি আয় করেছে এই সিনেমা।
নির্মাতা রমেশ বালা আরআরআর সম্পর্কে টুইটারে লিখেছেন, ‘প্রথম দিনে বিরাট কালেকশন করা প্রথম ভারতীয় সিনেমা।’

আগের বছরের রেকর্ড ভেঙে বক্স অফিসে ঝড় তুলেছে এস এস রাজামৌলির সিনেমা ‘আরআরআর’। গত ২৫ মার্চ সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির পরই বাজিমাত। একসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আরআরআর’। জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত ছবিটি এরই মধ্যে এক দিনে বিশ্বব্যাপী ২৫৭ কোটি রুপি আয় করেছে।
এদিকে ব্লকবাস্টার এ ছবি যুক্তরাষ্ট্রের একটি সিনেমা হলে প্রথমার্ধের পর আর দেখতে পারেননি দর্শক। গতকাল শনিবার আমেরিকার একটি সুপরিচিত সিনেমা হলে ছবিটির দৈর্ঘ্য নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে হল কর্তৃপক্ষ। তাই ৩ ঘণ্টা ১ মিনিটের এই ছবি প্রথমার্ধের পর মাঝ পথেই প্রদর্শন বন্ধ করে দেয় তারা। এ ঘটনায় হতবাক হয়ে পড়ে উপস্থিত দর্শক। অর্ধেক সিনেমা দেখেই ফিরে যেতে হয় তাদের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বলিউড মুভি রিভিউজ এ ছবি নিয়ে বলেছে, মোট ৩০০ কোটি রুপি বাজেটের ‘আরআরআর’ সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনি। সিনেমাটির এখন পর্যন্ত যত রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবই ইতিবাচক।
বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালন শনিবার সকালে টুইট করে জানিয়েছেন, প্রথম দিনে বিশ্বব্যাপী ২৫৭ দশমিক ১৫ কোটি রুপি ব্যবসা করেছে এই সিনেমা। এর মধ্যে শুধু অন্ধ্র প্রদেশ ও তেলিঙ্গানা থেকে ১২০ কোটি এবং ভারতের বাইরে ৭৮ কোটি রুপি আয় করেছে এই সিনেমা।
নির্মাতা রমেশ বালা আরআরআর সম্পর্কে টুইটারে লিখেছেন, ‘প্রথম দিনে বিরাট কালেকশন করা প্রথম ভারতীয় সিনেমা।’

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১০ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১০ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১০ ঘণ্টা আগে