Ajker Patrika

এবার মুক্তির অপেক্ষা

এবার মুক্তির অপেক্ষা

করোনায় সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। যার কারণে আগেই বোঝা গিয়েছিল, ঘোষণা দিলেও চলতি বছরের বড়দিনে আসছে না আমির খানের আলোচিত ছবি ‌‘লাল সিং চাড্ডা’। তবে জানা যায়, আমির খানের ‘লাল সিং চাড্ডা’র শুটিং শেষের পথে। বলা যায়, ৯৯ শতাংশ শুটিং শেষ। মুম্বাইয়ে ৩ দিনের জন্য স্টুডিওতে শুটিংয়ের পর সিনেমার শুটিংয়ে ইতি টানা হবে।

যদি কোনো দৃশ্য বাদ বা নতুন করে যোগ না করা হয় তাহলে ছবির শুটিং শেষে পোস্ট প্রডাকশন শুরু করা হবে। আমির খান বলেন,‘কাজ যেহেতু শেষের পথে তবে পরিস্থিতি অতিরিক্ত খারাপ না হলে এই বছর বড়দিনেই আসছে ছবিটি।’

সিনেমায় বাকি দুই খানের ক্যামিও আছে বলে শোনা যায়। এছাড়া আক্কেনিনি নাগাচৈতন্য, কারিনা কাপুর খানও আছে এই সিনেমায়।

বড়দিনে ‘পুস্পা’ এবং ‘স্পাইডার ম্যান’ এর সাথে সিনেমাটির ক্ল্যাশ হতে পারে।

১৯৯৪-এর মুক্তিপ্রাপ্ত টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘লাল সিং চাড্ডা’ ছবিটি তৈরি হচ্ছে। এতে প্রধান চরিত্রে আছেন আমির খান। সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর। পরিচালনায় আছেন অদ্বৈত চন্দন। আর এর যৌথ প্রযোজক আমির খান ও তার স্ত্রী কিরণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত