
‘বিগ বস ১৩’ এর ঘরে শুরু হয়েছিল সিদ্ধার্থ ও শেহনাজের প্রেম। সিদ্ধার্থ শুক্লাকে প্রথম দেখাতেই শেহনাজ গিলের মনে হয়েছিল, কোনো রসায়ন আছে তাঁদের মধ্যে। সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন এই অভিনেত্রী। সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটছে ‘বিগ বস ১৫’-এর ঘরে!
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবারের প্রতিযোগি মিশা আইয়ারের প্রেমে পড়েছেন ঈশান সেহগাল! মাত্র এক রাতের আলাপচারিতায় একে অপরের নাকি অনেকটাই কাছে চলে এসেছেন তাঁরা। ‘বিগ বস’-এর প্রতিটি এপিসোডে তাঁদের ভালোবাসা প্রকাশ্যে আসছে।
এই এপিসোডে শমিতা শেঠি এবং বিশালকে ‘দ্য আক্কা আন্না শো’ পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়। সেখানেই মিশার প্রতি ঈশানের অনুভূতির কথা জানতে চেয়েছিলেন তাঁরা।
এরপরই সেখানে হাঁটু মুড়ে বসে ঈশান তাঁর অনুভূতির কথা মিশার সামনে প্রকাশ করেন। মিশাকে তিনি বলেন, ‘প্রথম রাতেই তোমায় ভালোবেসে ফেলেছি। আমার সব অনুভূতি, অস্তিত্ব শুধুই তোমায় ঘিরে। ঈশান আর মিশা মিলেমিশে একাকার ‘মিশান’-এ। তুমি কি ‘মিশান’ হবে?’ এরপরই মিশা ঈশানকে জড়িয়ে ধরে বলেন, তিনিও ভালোবাসেন।
এই এপিসোডের বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ফারাহ খান। তিনি এসব দেখে মজার ছলেই বলেছিলেন, ‘প্রথম দেখায় প্রেম জানতাম। এ তো দেখছি প্রথম রাতেই প্রেম!’
অন্যদিকে উপস্থাপক সালমান অবশ্য এসব দেখে আগাম সতর্ক করেছেন দুই প্রতিযোগীকে। তাঁর কথায়, বিগ বস’ জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। তাই ‘মিশান’ অর্থাৎ তাঁদের দুজনকে নিয়ে কিন্তু ঘরে ঘরে চর্চা শুরু হবে। তাঁরা অবশ্য বলছেন, সব কিছু মাথায় রেখেই এগোবেন দুজনে।

‘বিগ বস ১৩’ এর ঘরে শুরু হয়েছিল সিদ্ধার্থ ও শেহনাজের প্রেম। সিদ্ধার্থ শুক্লাকে প্রথম দেখাতেই শেহনাজ গিলের মনে হয়েছিল, কোনো রসায়ন আছে তাঁদের মধ্যে। সে কথা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন এই অভিনেত্রী। সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটছে ‘বিগ বস ১৫’-এর ঘরে!
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এবারের প্রতিযোগি মিশা আইয়ারের প্রেমে পড়েছেন ঈশান সেহগাল! মাত্র এক রাতের আলাপচারিতায় একে অপরের নাকি অনেকটাই কাছে চলে এসেছেন তাঁরা। ‘বিগ বস’-এর প্রতিটি এপিসোডে তাঁদের ভালোবাসা প্রকাশ্যে আসছে।
এই এপিসোডে শমিতা শেঠি এবং বিশালকে ‘দ্য আক্কা আন্না শো’ পরিচালনায় দায়িত্ব দেওয়া হয়। সেখানেই মিশার প্রতি ঈশানের অনুভূতির কথা জানতে চেয়েছিলেন তাঁরা।
এরপরই সেখানে হাঁটু মুড়ে বসে ঈশান তাঁর অনুভূতির কথা মিশার সামনে প্রকাশ করেন। মিশাকে তিনি বলেন, ‘প্রথম রাতেই তোমায় ভালোবেসে ফেলেছি। আমার সব অনুভূতি, অস্তিত্ব শুধুই তোমায় ঘিরে। ঈশান আর মিশা মিলেমিশে একাকার ‘মিশান’-এ। তুমি কি ‘মিশান’ হবে?’ এরপরই মিশা ঈশানকে জড়িয়ে ধরে বলেন, তিনিও ভালোবাসেন।
এই এপিসোডের বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ফারাহ খান। তিনি এসব দেখে মজার ছলেই বলেছিলেন, ‘প্রথম দেখায় প্রেম জানতাম। এ তো দেখছি প্রথম রাতেই প্রেম!’
অন্যদিকে উপস্থাপক সালমান অবশ্য এসব দেখে আগাম সতর্ক করেছেন দুই প্রতিযোগীকে। তাঁর কথায়, বিগ বস’ জাতীয় পর্যায়ের অনুষ্ঠান। তাই ‘মিশান’ অর্থাৎ তাঁদের দুজনকে নিয়ে কিন্তু ঘরে ঘরে চর্চা শুরু হবে। তাঁরা অবশ্য বলছেন, সব কিছু মাথায় রেখেই এগোবেন দুজনে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১২ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৩ ঘণ্টা আগে