
মারাঠি সিনেমা ‘সাইরাত’ ২০১৬ সালে তুমুল সাড়া ফেলেছিল ভারতে। নতুন অভিনয়শিল্পী নিয়ে নাগরাজ মাঞ্জুলে মাত্র ৪ কোটি রুপিতে বানিয়েছিলেন সিনেমাটি, আয় করেছিল শত কোটির বেশি। প্রত্যন্ত এক গ্রামের স্কুলপড়ুয়া দুই কিশোর–কিশোরীর প্রেমের গল্প নিয়ে তৈরি সাইরাত বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিতে রিমেক হয়েছে।
একই গল্পে ২০১৮ সালে বলিউডে মুক্তি পায় ‘ধাড়াক’। এ সিনেমা দিয়েই অভিনয় শুরু হয় শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। তাঁর সঙ্গে ছিলেন ইশান খাট্টার। ছয় বছর পর আসছে ধাড়াকের সিক্যুয়েল। তবে এতে জাহ্নবী কিংবা ইশান—দেখা যাবে না কাউকে। এমনকি পরিচালকও বদল হচ্ছে।
ধাড়াক টু–তে জাহ্নবীর বদলে এসেছেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। তাঁর নায়ক হিসেবে ইশানের জায়গায় দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। ধাড়াক পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতন। ধাড়াক টু বানাবেন সাজিয়া ইকবাল। এটি নির্মাতার প্রথম সিনেমা। আগামী ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ধাড়াক টু। আজ সোমবার সিনেমার মোশন পোস্টার প্রকাশ করে এমনটি জানিয়েছেন প্রযোজক করণ জোহর।
তবে ধাড়াকের মতো ধাড়াক টু অন্য কোনো সিনেমার রিমেক নাকি মৌলিক গল্প, তা জানা যায়নি। ধাড়াকের গল্পে নায়ক–নায়িকার সংকট ছিল— তাদের ভিন্ন আর্থিক অবস্থা। নায়ক দরিদ্র পরিবারের, আর নায়িকার পরিবার অর্থ ও ক্ষমতা—দুই দিক থেকেই এগিয়ে। তাই তাদের সম্পর্ক মেনে নিতে চায় না নায়িকার বাবা।
তবে সিক্যুয়েলে ভিন্ন ধরনের গল্প থাকবে বলে জানিয়েছেন করণ জোহর। ইনস্টাগ্রামে ধাড়াক টু–এর মোশন পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই গল্পটা একটু আলাদা, কারণ এখানে একজন রাজা আছেন, একজন রানি আছেন, যাদের ধর্মও আলাদা।’

মারাঠি সিনেমা ‘সাইরাত’ ২০১৬ সালে তুমুল সাড়া ফেলেছিল ভারতে। নতুন অভিনয়শিল্পী নিয়ে নাগরাজ মাঞ্জুলে মাত্র ৪ কোটি রুপিতে বানিয়েছিলেন সিনেমাটি, আয় করেছিল শত কোটির বেশি। প্রত্যন্ত এক গ্রামের স্কুলপড়ুয়া দুই কিশোর–কিশোরীর প্রেমের গল্প নিয়ে তৈরি সাইরাত বেশ কয়েকটি ইন্ডাস্ট্রিতে রিমেক হয়েছে।
একই গল্পে ২০১৮ সালে বলিউডে মুক্তি পায় ‘ধাড়াক’। এ সিনেমা দিয়েই অভিনয় শুরু হয় শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের। তাঁর সঙ্গে ছিলেন ইশান খাট্টার। ছয় বছর পর আসছে ধাড়াকের সিক্যুয়েল। তবে এতে জাহ্নবী কিংবা ইশান—দেখা যাবে না কাউকে। এমনকি পরিচালকও বদল হচ্ছে।
ধাড়াক টু–তে জাহ্নবীর বদলে এসেছেন ‘অ্যানিমেল’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। তাঁর নায়ক হিসেবে ইশানের জায়গায় দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে। ধাড়াক পরিচালনা করেছিলেন শশাঙ্ক খৈতন। ধাড়াক টু বানাবেন সাজিয়া ইকবাল। এটি নির্মাতার প্রথম সিনেমা। আগামী ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ধাড়াক টু। আজ সোমবার সিনেমার মোশন পোস্টার প্রকাশ করে এমনটি জানিয়েছেন প্রযোজক করণ জোহর।
তবে ধাড়াকের মতো ধাড়াক টু অন্য কোনো সিনেমার রিমেক নাকি মৌলিক গল্প, তা জানা যায়নি। ধাড়াকের গল্পে নায়ক–নায়িকার সংকট ছিল— তাদের ভিন্ন আর্থিক অবস্থা। নায়ক দরিদ্র পরিবারের, আর নায়িকার পরিবার অর্থ ও ক্ষমতা—দুই দিক থেকেই এগিয়ে। তাই তাদের সম্পর্ক মেনে নিতে চায় না নায়িকার বাবা।
তবে সিক্যুয়েলে ভিন্ন ধরনের গল্প থাকবে বলে জানিয়েছেন করণ জোহর। ইনস্টাগ্রামে ধাড়াক টু–এর মোশন পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘এই গল্পটা একটু আলাদা, কারণ এখানে একজন রাজা আছেন, একজন রানি আছেন, যাদের ধর্মও আলাদা।’

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
১২ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
১২ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
১২ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
১২ ঘণ্টা আগে